০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ডেরেকের পর এবার করোনা আক্রান্ত সাংসদ লুইজিনহো ফেলিইরো

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার
  • / 29

পুবের কলম ওয়েবডেস্কঃ ডেরেক ও ব্রায়েনের পর এবার করোনা আক্রান্ত হলেন তৃণমূলের রাজ্যসভার আরও এক সাংসদ লুইজিনহো ফেলিইরো। ফেলিইরো নিজেই টুইট করে এই কথা জানিয়েছেন। আপাতত তিনি রয়েছেন  নিজের বাড়িতে আইসোলেশনে।

মঙ্গলবার নিজের টুইট বার্তায়  লুইজিনহো লেখেন বিগত কয়েকদিনে যারা তাঁর সংস্পর্শে এসেছেন তারা যেন নিজেদের করোনা পরীক্ষা করেন এবং বিধি মেনে আইসোলেশনে থাকেন।http://witter.com/luizinhofaleiro?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1475713968165384194%7Ctwgr%5E%7

আরও পড়ুন: করোনায় আক্রান্ত ও মৃত্যুহার বেড়েছে

উল্লেখ্য এইদিন সকালেই রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়ান এবং বিসিসিআই প্রেসিডেন্ট  সৌরভ গঙ্গোপাধ্যায়েরও করোনা আক্রান্ত হওয়ার সংবাদ আসে। এর মধ্যে সৌরভকে হাসপাতালে ভর্তি করতে হলেও, বাড়িতেই হোম আইসোলেশনে রয়েছেন  ডেরেক। তাঁর মৃদু উপসর্গ আছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: করোনায় আক্রান্ত সিআইএ প্রধান

প্রসঙ্গত দেশজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে করোনার নয়া ভেরিয়ান্ট ওমিক্রন।দিল্লি এবং মহারাষ্ট্রে এই মুহুর্তে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। দিল্লিতে ফের বলবৎ হচ্ছে নাইট কার্ফু। অন্যদিকে এখনও পর্যন্ত ১০৯টি দেশের প্রায় ২ লক্ষ মানুষ ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। দেশেও কেন্দ্র রাজ্যগুলির জন্য নয়া নির্দেশিকা জারি করেছে।

আরও পড়ুন: এবার করোনা আক্রান্ত হরভজন, রয়েছেন হোম আইসোলেশনে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ডেরেকের পর এবার করোনা আক্রান্ত সাংসদ লুইজিনহো ফেলিইরো

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ডেরেক ও ব্রায়েনের পর এবার করোনা আক্রান্ত হলেন তৃণমূলের রাজ্যসভার আরও এক সাংসদ লুইজিনহো ফেলিইরো। ফেলিইরো নিজেই টুইট করে এই কথা জানিয়েছেন। আপাতত তিনি রয়েছেন  নিজের বাড়িতে আইসোলেশনে।

মঙ্গলবার নিজের টুইট বার্তায়  লুইজিনহো লেখেন বিগত কয়েকদিনে যারা তাঁর সংস্পর্শে এসেছেন তারা যেন নিজেদের করোনা পরীক্ষা করেন এবং বিধি মেনে আইসোলেশনে থাকেন।http://witter.com/luizinhofaleiro?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1475713968165384194%7Ctwgr%5E%7

আরও পড়ুন: করোনায় আক্রান্ত ও মৃত্যুহার বেড়েছে

উল্লেখ্য এইদিন সকালেই রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়ান এবং বিসিসিআই প্রেসিডেন্ট  সৌরভ গঙ্গোপাধ্যায়েরও করোনা আক্রান্ত হওয়ার সংবাদ আসে। এর মধ্যে সৌরভকে হাসপাতালে ভর্তি করতে হলেও, বাড়িতেই হোম আইসোলেশনে রয়েছেন  ডেরেক। তাঁর মৃদু উপসর্গ আছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: করোনায় আক্রান্ত সিআইএ প্রধান

প্রসঙ্গত দেশজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে করোনার নয়া ভেরিয়ান্ট ওমিক্রন।দিল্লি এবং মহারাষ্ট্রে এই মুহুর্তে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। দিল্লিতে ফের বলবৎ হচ্ছে নাইট কার্ফু। অন্যদিকে এখনও পর্যন্ত ১০৯টি দেশের প্রায় ২ লক্ষ মানুষ ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। দেশেও কেন্দ্র রাজ্যগুলির জন্য নয়া নির্দেশিকা জারি করেছে।

আরও পড়ুন: এবার করোনা আক্রান্ত হরভজন, রয়েছেন হোম আইসোলেশনে