০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

টাইট জিন্স পরে আইসিইউ-তে মার্কিন তরুণী, বললেন ‘‘মরতে মরতে বাঁচলাম’

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৬ অক্টোবর ২০২১, বুধবার
  • / 39

পুবের কলম ওয়েবডেস্কঃ ছোট চাপা জিন্স পরে ডেটে গিয়ে ‘মরতে মরতে বাঁচলেন’ নর্থ ক্যারোলাইনার ২৫ বছর বয়সি এক তরুণী। ওই ডেটে যাওয়ার পরের এক সপ্তাহ হাসপাতালে আইসিইউ-তে কাটাতে হল তাঁকে।প্রায় সাড়ে তিন বছর আগের সেই অভিজ্ঞতা টিকটকে প্রকাশ্যে এনে স্যাম নামে তরুণী।

তরুণী জানান, আট ঘণ্টা ঘরে ওই চাপা জিন্স পরে থাকার কারণে তাঁর নিতম্বে ঘায়ের মত হয়ে গিয়েছিল। বাড়িতে ফেরার পর থেকেই অসহ্য যন্ত্রণা শুরু হয়েছিল। যা কয়েক দিনের মধ্যেই সেপসিসের আকার নেয়। ওই তরুণী জানান, ‘‘প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে দেখে মা-ই আমায় হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। ওই সময় না নিয়ে গেলে আমি হয়তো মরেই যেতাম।’’ শেষমেশ অস্ত্রোপচার করে ওই তরুণীকে সুস্থ করে তোলেন চিকিৎসকেরা।

আরও পড়ুন: গুরুতর অসুস্থ প্রতুল মুখোপাধ্যায়, ভর্তি আইটিইউতে 

আজকাল তরুণীদের মধ্যে টাইট জিন্স পড়ার প্রবণতা বেড়েছে।যা অস্বাস্থ্যকর।ঢিলে ঢালা পোশাক স্বাস্থ্যের জন্য ভাল। তাতে একদিকে যেমন শালীনতা বজায় থাকে, অন্যদিকে তাতে আরাম পাওয়া যায়। ১৪০০ বছর আগে ইসলাম অতিরিক্ত টাইট পোশাক নিষিদ্ধ করেছে।নারী কিংবা পুরুষ কারও জন্য অতিরিক্ত টাইট পোশাক অনুমোদিত নয়।

আরও পড়ুন: যক্ষার চিকিৎসা নিতে রাজি নন মার্কিন মহিলা, জারি গ্রেফতারি পরোয়ানা  

বাজারে  ভীষণ কম দামে পাওয়া যাচ্ছিল ওই শর্ট জিন্স। দেখেই পছন্দ হয়েছিল স্যামের। এর আগে এত খোলামেলায় চাপা শর্ট জিন্স কখনওই পরেননি তিনি। ওই মুহূর্তেই ঠিক করেছিলেন, ডেটে যাবেন শর্ট জিন্স পরেই। খাওয়া-দাওয়া, কৌতুকশিল্পীদের অনুষ্ঠানে গিয়ে ডেট বেশ ভাল ভাবেই কেটেছিল তাঁর। কিন্তু তার পরের কয়েক দিন তাঁর সঙ্গে যা ঘটল, তা ভেবে আজও শিহরিত হন স্যাম। বলছেন, ‘ওই ঘটনার পর থেকে ছোট জিন্স পরাই ছেড়়ে দিয়েছি।’

আরও পড়ুন: গুরুতর অসুস্থ সপার প্রতিষ্ঠাতা ও উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী , ভর্তি আই সি ইউ তে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

টাইট জিন্স পরে আইসিইউ-তে মার্কিন তরুণী, বললেন ‘‘মরতে মরতে বাঁচলাম’

আপডেট : ৬ অক্টোবর ২০২১, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ছোট চাপা জিন্স পরে ডেটে গিয়ে ‘মরতে মরতে বাঁচলেন’ নর্থ ক্যারোলাইনার ২৫ বছর বয়সি এক তরুণী। ওই ডেটে যাওয়ার পরের এক সপ্তাহ হাসপাতালে আইসিইউ-তে কাটাতে হল তাঁকে।প্রায় সাড়ে তিন বছর আগের সেই অভিজ্ঞতা টিকটকে প্রকাশ্যে এনে স্যাম নামে তরুণী।

তরুণী জানান, আট ঘণ্টা ঘরে ওই চাপা জিন্স পরে থাকার কারণে তাঁর নিতম্বে ঘায়ের মত হয়ে গিয়েছিল। বাড়িতে ফেরার পর থেকেই অসহ্য যন্ত্রণা শুরু হয়েছিল। যা কয়েক দিনের মধ্যেই সেপসিসের আকার নেয়। ওই তরুণী জানান, ‘‘প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে দেখে মা-ই আমায় হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। ওই সময় না নিয়ে গেলে আমি হয়তো মরেই যেতাম।’’ শেষমেশ অস্ত্রোপচার করে ওই তরুণীকে সুস্থ করে তোলেন চিকিৎসকেরা।

আরও পড়ুন: গুরুতর অসুস্থ প্রতুল মুখোপাধ্যায়, ভর্তি আইটিইউতে 

আজকাল তরুণীদের মধ্যে টাইট জিন্স পড়ার প্রবণতা বেড়েছে।যা অস্বাস্থ্যকর।ঢিলে ঢালা পোশাক স্বাস্থ্যের জন্য ভাল। তাতে একদিকে যেমন শালীনতা বজায় থাকে, অন্যদিকে তাতে আরাম পাওয়া যায়। ১৪০০ বছর আগে ইসলাম অতিরিক্ত টাইট পোশাক নিষিদ্ধ করেছে।নারী কিংবা পুরুষ কারও জন্য অতিরিক্ত টাইট পোশাক অনুমোদিত নয়।

আরও পড়ুন: যক্ষার চিকিৎসা নিতে রাজি নন মার্কিন মহিলা, জারি গ্রেফতারি পরোয়ানা  

বাজারে  ভীষণ কম দামে পাওয়া যাচ্ছিল ওই শর্ট জিন্স। দেখেই পছন্দ হয়েছিল স্যামের। এর আগে এত খোলামেলায় চাপা শর্ট জিন্স কখনওই পরেননি তিনি। ওই মুহূর্তেই ঠিক করেছিলেন, ডেটে যাবেন শর্ট জিন্স পরেই। খাওয়া-দাওয়া, কৌতুকশিল্পীদের অনুষ্ঠানে গিয়ে ডেট বেশ ভাল ভাবেই কেটেছিল তাঁর। কিন্তু তার পরের কয়েক দিন তাঁর সঙ্গে যা ঘটল, তা ভেবে আজও শিহরিত হন স্যাম। বলছেন, ‘ওই ঘটনার পর থেকে ছোট জিন্স পরাই ছেড়়ে দিয়েছি।’

আরও পড়ুন: গুরুতর অসুস্থ সপার প্রতিষ্ঠাতা ও উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী , ভর্তি আই সি ইউ তে