২০ অগাস্ট ২০২৫, বুধবার, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অ্যাপেল ফোন প্রেমীর কীর্তি! iPhone 14 Pro 512GB কিনতে কোচি থেকে দুবাই পাড়ি  

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, সোমবার
  • / 51

পুবের কলম, ওয়েবডেস্ক: শখ ও শৌখিনতার কথা নতুন কিছু নয়। মানুষের জীবনে অদ্ভূত অদ্ভূত শখের কথা শোনা যায়। তবে নিজের শখ মেটাতে কোচি থেকে সুদূর দুবাই পাড়ি দিলেন এক আই ফোন প্রেমিক। যার অন্যতম লক্ষ্য বাজারে নতুন আই ফোন লঞ্চ করলে সেটি কিনে ফেলা। আর আই ফোন কেনার জন্য তার সব থেকে প্রিয় জায়গা হল দুবাই। কারণ এখানে ভারতের থেকে অপেক্ষাকৃত কম দামে পাওয়া যায় এই আইফোন। তবে তার জন্য অতিরিক্ত বিমান ভাড়া দিতে রাজি ছিলেন কোচির বাসিন্দা ধীরাজ পালিইল।

 

আরও পড়ুন: কলকাতায় ফিরছেন মমতা, ছ’দিনের লন্ডন সফর শেষে শনিবার ফিরছেন মুখ্যমন্ত্রী

বিপুল পরিমাণ টাকা খরচ করে আইফোন iPhone 14 Pro 512GB কিনতে কোচি থেকে দুবাই ভ্রমণ সারলেন ধীরাজ। দুবাইতে এসে এই ফোন কিনেছেন তিনি। ফোন কিনে রীতিমতো উচ্ছ্বসিত বলে জানিয়েছেন ধীরাজ পালিইল।

আরও পড়ুন: সফরসূচিতে বদল, শনির রাতেই দুবাই হয়ে লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ধীরাজ একজন আই ফোন প্রেমী। একজন মানুষ ভ্রমণ করতে গিয়ে যে পরিমাণ টাকা খরচ করেন, ধীরাজ সেই টাকার বেশি ব্যয় করেছেন দুবাই এসে এই আই ফোন কেনার জন্য। ধীরাজ সূদুর কোচি থেকে যাতায়াতের বিমানভাড়া, দুবাইতে এসে থাকা-খাওয়া সহ সমস্ত খরচ করতে রাজি ছিলেন শুধুমাত্র তার নিজের পছন্দের শখ পূরণ করার জন্য।

আরও পড়ুন: রমযানে দুবাইয়ের এই মন্দিরের এত প্রশংসা হচ্ছে কেন

সম্প্রতি ভারতে লঞ্চ করেছে আই ফোন ১৪ প্রো। এই মডেলের দাম শুরু হচ্ছে ১,২৯,৯০০ টাকা থেকে। এই আই ফোনের চারটি মডেল হচ্ছে iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro,  iPhone 14 Pro Max.  তুলনামূলকভাবে iPhone 14 Pro -এর সব থেকে বেশি চাহিদা। কম দামে এই মডেলের মধ্যে প্রো ম্যাক্সের সমস্ত বৈশিষ্টগুলি পাওয়া যায়।

ধীরাজ পালিইল আই ফোন প্রেমিক। যার ফলে এই ফোনের জন্য কোচি থেকে সুদূর দুবাই পাড়ি দিয়ে ফোন কিনে নেন তিনি। iPhone 14 Pro কেনার জন্য তার উত্তেজনা এতটাই তীব্র ছিল যে, বিপুল অঙ্কের টাকা খরচ করে ধীরাজ দুবাই চলে আসেন। ধীরাজ পালিইল জানিয়েছেন, তিনি ভারতের মধ্যে সবচেয়ে প্রথম এই iPhone 14 Pro কেনার অধিকারী হতে চেয়েছেন।

ধীরাজ পালিইল তার ইস্টাগ্রামে জানিয়েছেন, iPhone 14 Pro 512GB মডেলটি কিনেছেন। ভারতে এই মডেলটি পাওয়া যাচ্ছে ১,৫৯,৯০০ টাকায়। কিন্তু দুবাইতে এটি অপেক্ষাকৃত কম দামে পাওয়া যাচ্ছে। ধীরাজ পালিইল এই ফোনটি ৫৯৪৯ আমিরাতি দিরামে কিনেছেন, অর্থাৎ ফোনটির জন্য তিনি খরচ করেছেন ১,২৯,০০০ টাকা। যদিও ধীরাজ পালিইলের এই ফোন প্রীতিকে বিলাসিতা বলে মনে হতে পারে, কিন্তু এই নিয়ে বিন্দুমাত্র আমল দিতে রাজি নন তিনি।

কিন্তু জানা গেছে, ধীরাজ পালিইলকে আরও অতিরিক্ত ১০ হাজার টাকা ব্যয় করতে হয়েছে এই ফোনের কারণে!

ধীরাজ পালিইল ফোন কেনার উত্তেজনায় উড়ানে পাড়ি দেন দুবাই। যাতায়াতের বিমান ভাড়ায় তার প্রায় ৪০ হাজার টাকা খরচ হয়েছে। তবে পালিইল একমাত্র ব্যক্তি নন, যিনি শুধুমাত্র আই ফোন কেনার জন্য সুদূর দুবাই পাড়ি দিয়েছেন, তিনি অবশ্যই সেই কয়েকজন ব্যক্তির মধ্যে একজন যারা শুধু ফোন কেনার জন্য ভ্রমণ করে থাকেন। সাধারণত মানুষ দুবাইতে ছুটি কাটাতে গিয়ে সেখানে আই ফোন কেনার পরিকল্পনা করে থাকেন, কিন্তু ধীরাজ পালিইল প্রসঙ্গে সেই বক্তব্য অবশ্যই টিকবে না। কারণ শুধু ভারতের থেকে অপেক্ষাকৃত কম মূল্যে তার পছন্দের মডেলটি কিনতে ধীরাজ তার পকেটের কথা ভাবেননি। কারণ কোচির এই আই ফোন প্রেমিকের মূল লক্ষ্য ছিল iPhone 14 Pro 512GB মডেলটি কেনা। তবে ধীরাজের এই আই ফোন প্রীতির জন্য তার মোট খরচ পড়েছে ১,৬৯,৯০০ টাকা। ভারতীয় মুদ্রার থেকে আরও ১০ হাজার টাকা অতিরিক্ত খরচ হয়েছে তার।  ধীরাজ জানিয়েছেন, তিনি অ্যাপেল মডেলের একজন ফ্যান।

প্রায় প্রতি বছরই নতুন আই ফোন লঞ্চ করলেই তিনি দুবাই চলে যান। iPhone 14 Pro 512GB লঞ্চ হতেই তিনি তা কেনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তার সেই অপেক্ষার প্রহর শেষ হয় চারদিন পর। তিনি ফোনটি দুবাইয়ের মিরডিফ সিটি সেন্টারে একটি প্রিমিয়াম অ্যাপল রিসেলার থেকে কিনেছিলেন। ধীরাজ আরও জানিয়েছেন, ২০১৭ সালে যখন iPhone 8 যখন লঞ্চ করেছিল তখনও দুবাইতে এসে প্রথম এই ফোনটি কিনেছিলেন। এর পর iPhone 11 Pro Max যখন ভারতে লঞ্চ করে তার একসপ্তাহ পরেই তিনি এই মডেলটি কেনার জন্য দুবাই চলে আসেন। সেই সময়ও তিনি এই মডেলটি মিরডিফ সিটি সেন্টার থেকেই কিনেছিলেন।

দুবাইতে যখন  iPhone 12 ও iPhone 13 বিক্রি শুরু হয় তিনিই ছিলেন এই মডেলের প্রথম গ্রাহক। উল্লেখ্য, লঞ্চ করার পরে ভারতে iPhone 14 Pro অফলাইন ও অনলাইন বিক্রি হচ্ছে। চারটি মডেলে এই আই ফোনটি উপলব্ধ। সেগুলি হল  128GB, 256GB, 512GB, 1TB। যার দাম শুরু হচ্ছে ১,২৯,৯০০ টাকা থেকে।

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অ্যাপেল ফোন প্রেমীর কীর্তি! iPhone 14 Pro 512GB কিনতে কোচি থেকে দুবাই পাড়ি  

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: শখ ও শৌখিনতার কথা নতুন কিছু নয়। মানুষের জীবনে অদ্ভূত অদ্ভূত শখের কথা শোনা যায়। তবে নিজের শখ মেটাতে কোচি থেকে সুদূর দুবাই পাড়ি দিলেন এক আই ফোন প্রেমিক। যার অন্যতম লক্ষ্য বাজারে নতুন আই ফোন লঞ্চ করলে সেটি কিনে ফেলা। আর আই ফোন কেনার জন্য তার সব থেকে প্রিয় জায়গা হল দুবাই। কারণ এখানে ভারতের থেকে অপেক্ষাকৃত কম দামে পাওয়া যায় এই আইফোন। তবে তার জন্য অতিরিক্ত বিমান ভাড়া দিতে রাজি ছিলেন কোচির বাসিন্দা ধীরাজ পালিইল।

 

আরও পড়ুন: কলকাতায় ফিরছেন মমতা, ছ’দিনের লন্ডন সফর শেষে শনিবার ফিরছেন মুখ্যমন্ত্রী

বিপুল পরিমাণ টাকা খরচ করে আইফোন iPhone 14 Pro 512GB কিনতে কোচি থেকে দুবাই ভ্রমণ সারলেন ধীরাজ। দুবাইতে এসে এই ফোন কিনেছেন তিনি। ফোন কিনে রীতিমতো উচ্ছ্বসিত বলে জানিয়েছেন ধীরাজ পালিইল।

আরও পড়ুন: সফরসূচিতে বদল, শনির রাতেই দুবাই হয়ে লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ধীরাজ একজন আই ফোন প্রেমী। একজন মানুষ ভ্রমণ করতে গিয়ে যে পরিমাণ টাকা খরচ করেন, ধীরাজ সেই টাকার বেশি ব্যয় করেছেন দুবাই এসে এই আই ফোন কেনার জন্য। ধীরাজ সূদুর কোচি থেকে যাতায়াতের বিমানভাড়া, দুবাইতে এসে থাকা-খাওয়া সহ সমস্ত খরচ করতে রাজি ছিলেন শুধুমাত্র তার নিজের পছন্দের শখ পূরণ করার জন্য।

আরও পড়ুন: রমযানে দুবাইয়ের এই মন্দিরের এত প্রশংসা হচ্ছে কেন

সম্প্রতি ভারতে লঞ্চ করেছে আই ফোন ১৪ প্রো। এই মডেলের দাম শুরু হচ্ছে ১,২৯,৯০০ টাকা থেকে। এই আই ফোনের চারটি মডেল হচ্ছে iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro,  iPhone 14 Pro Max.  তুলনামূলকভাবে iPhone 14 Pro -এর সব থেকে বেশি চাহিদা। কম দামে এই মডেলের মধ্যে প্রো ম্যাক্সের সমস্ত বৈশিষ্টগুলি পাওয়া যায়।

ধীরাজ পালিইল আই ফোন প্রেমিক। যার ফলে এই ফোনের জন্য কোচি থেকে সুদূর দুবাই পাড়ি দিয়ে ফোন কিনে নেন তিনি। iPhone 14 Pro কেনার জন্য তার উত্তেজনা এতটাই তীব্র ছিল যে, বিপুল অঙ্কের টাকা খরচ করে ধীরাজ দুবাই চলে আসেন। ধীরাজ পালিইল জানিয়েছেন, তিনি ভারতের মধ্যে সবচেয়ে প্রথম এই iPhone 14 Pro কেনার অধিকারী হতে চেয়েছেন।

ধীরাজ পালিইল তার ইস্টাগ্রামে জানিয়েছেন, iPhone 14 Pro 512GB মডেলটি কিনেছেন। ভারতে এই মডেলটি পাওয়া যাচ্ছে ১,৫৯,৯০০ টাকায়। কিন্তু দুবাইতে এটি অপেক্ষাকৃত কম দামে পাওয়া যাচ্ছে। ধীরাজ পালিইল এই ফোনটি ৫৯৪৯ আমিরাতি দিরামে কিনেছেন, অর্থাৎ ফোনটির জন্য তিনি খরচ করেছেন ১,২৯,০০০ টাকা। যদিও ধীরাজ পালিইলের এই ফোন প্রীতিকে বিলাসিতা বলে মনে হতে পারে, কিন্তু এই নিয়ে বিন্দুমাত্র আমল দিতে রাজি নন তিনি।

কিন্তু জানা গেছে, ধীরাজ পালিইলকে আরও অতিরিক্ত ১০ হাজার টাকা ব্যয় করতে হয়েছে এই ফোনের কারণে!

ধীরাজ পালিইল ফোন কেনার উত্তেজনায় উড়ানে পাড়ি দেন দুবাই। যাতায়াতের বিমান ভাড়ায় তার প্রায় ৪০ হাজার টাকা খরচ হয়েছে। তবে পালিইল একমাত্র ব্যক্তি নন, যিনি শুধুমাত্র আই ফোন কেনার জন্য সুদূর দুবাই পাড়ি দিয়েছেন, তিনি অবশ্যই সেই কয়েকজন ব্যক্তির মধ্যে একজন যারা শুধু ফোন কেনার জন্য ভ্রমণ করে থাকেন। সাধারণত মানুষ দুবাইতে ছুটি কাটাতে গিয়ে সেখানে আই ফোন কেনার পরিকল্পনা করে থাকেন, কিন্তু ধীরাজ পালিইল প্রসঙ্গে সেই বক্তব্য অবশ্যই টিকবে না। কারণ শুধু ভারতের থেকে অপেক্ষাকৃত কম মূল্যে তার পছন্দের মডেলটি কিনতে ধীরাজ তার পকেটের কথা ভাবেননি। কারণ কোচির এই আই ফোন প্রেমিকের মূল লক্ষ্য ছিল iPhone 14 Pro 512GB মডেলটি কেনা। তবে ধীরাজের এই আই ফোন প্রীতির জন্য তার মোট খরচ পড়েছে ১,৬৯,৯০০ টাকা। ভারতীয় মুদ্রার থেকে আরও ১০ হাজার টাকা অতিরিক্ত খরচ হয়েছে তার।  ধীরাজ জানিয়েছেন, তিনি অ্যাপেল মডেলের একজন ফ্যান।

প্রায় প্রতি বছরই নতুন আই ফোন লঞ্চ করলেই তিনি দুবাই চলে যান। iPhone 14 Pro 512GB লঞ্চ হতেই তিনি তা কেনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তার সেই অপেক্ষার প্রহর শেষ হয় চারদিন পর। তিনি ফোনটি দুবাইয়ের মিরডিফ সিটি সেন্টারে একটি প্রিমিয়াম অ্যাপল রিসেলার থেকে কিনেছিলেন। ধীরাজ আরও জানিয়েছেন, ২০১৭ সালে যখন iPhone 8 যখন লঞ্চ করেছিল তখনও দুবাইতে এসে প্রথম এই ফোনটি কিনেছিলেন। এর পর iPhone 11 Pro Max যখন ভারতে লঞ্চ করে তার একসপ্তাহ পরেই তিনি এই মডেলটি কেনার জন্য দুবাই চলে আসেন। সেই সময়ও তিনি এই মডেলটি মিরডিফ সিটি সেন্টার থেকেই কিনেছিলেন।

দুবাইতে যখন  iPhone 12 ও iPhone 13 বিক্রি শুরু হয় তিনিই ছিলেন এই মডেলের প্রথম গ্রাহক। উল্লেখ্য, লঞ্চ করার পরে ভারতে iPhone 14 Pro অফলাইন ও অনলাইন বিক্রি হচ্ছে। চারটি মডেলে এই আই ফোনটি উপলব্ধ। সেগুলি হল  128GB, 256GB, 512GB, 1TB। যার দাম শুরু হচ্ছে ১,২৯,৯০০ টাকা থেকে।