এবার থেকে পাঁচদিনে সপ্তাহ, দুদিন করে ছুটি পেতে চলেছেন ব্যাঙ্ক কর্মীরা
- আপডেট : ১ মার্চ ২০২৩, বুধবার
- / 13
পুবের কলম ওয়েবডেস্ক: এবার সপ্তাহে দুদিন করে ছুটি পেতে চলেছেন ব্যাঙ্ক কর্মীরা। ফেডারেশন অফ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশন
ন্যাশনাল চেয়ারম্যান সঞ্জয় দাস জানিয়েছেন ৭ বছর দীর্ঘ লড়াইয়ের পর ব্যাঙ্কে ৫ দিনের সপ্তাহ শুরু হতে চলেছে ।
মঙ্গলবার মুম্বইতে সংযুক্ত মোর্চা( UFBU) ও আইবিএ (IBA) –এর মধ্যে র মধ্যে মিটিংয়ে ঐক্যমত হয়েছে এবং প্রস্তাবটি কেন্দ্রীয়সরকারের অর্থমন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সবুজ সঙ্কেত মিললেই শুরু হয়ে যাবে ব্যাঙ্কে সপ্তাহে পাঁচদিন কাজ। তবে সপ্তাহে দুদিন ছুটি যেমন মিলবে এর পাশাপাশি বেশি সময় কাজ করতে হবে কর্মীদের। প্রতিদিন অতিরিক্ত ৪০ মিনিট কাজ করতে হবে ব্যাঙ্ককর্মীদের। প্রতিদিন সকাল ৯টা ৪৫ থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত ব্যাংক খোলা রাখতে হবে। তবে এই মর্মে এখনও কোন সরকারি নির্দেশকা প্রকাশিত হয়নি। বর্তমান নিয়ম অনুযায়ী, মাসের প্রথম ও তৃতীয় শনিবার ব্যাংক খোলা থাকে।