নবান্ন অভিযান নিয়ে আস্ত সাতটি ট্রেন ভাড়া বিজেপির
- আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, রবিবার
- / 12
পুবের কলম প্রতিবেদক: আগামি ১৩ সেপ্টেম্বর কলকাতায় বিজেপির নবান্ন অভিযান রয়েছে। আর তার আগে জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। নবান্ন অভিযানে দলীয় কর্মী, সমর্থকদের যোগদান নিশ্চিত ও নিরাপদ করতে বিশেষ ট্রেন ভাড়া করছে রাজ্য বিজেপি। রাজনৈতিক মহলের মতে, দলীয় কর্মসূচির জন্য এভাবে এত সংখ্যায় আস্ত ৭টি ট্রেন ভাড়া করার দৃষ্টান্ত রাজ্য রাজনীতিতে বিরল৷
সূত্রের খবর, ১৩ সেপ্টেম্বরের নবান্ন অভিযানের জন্য ৭টা বিশেষ ট্রেন নিচ্ছে বিজেপি। উত্তরবঙ্গের জন্য ৩টি ও দক্ষিণ বঙ্গের জন্য ৪টি। প্রতিটি ট্রেনের জন্য ভাড়া বাবদ পড়বে গড়ে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা পড়বে। উত্তরবঙ্গ থেকে ৩ টে বিশেষ ট্রেন আসবে, কোচবিহার, আলিপুরদুয়ার ও বালুরঘাট থেকে।
এই তিনটি ট্টেনের কোচবিহার ও আলিপুরদুয়ার থেকে আসা ট্রেন দুটি পৌঁছবে শিয়ালদহ স্টেশন। বালুরঘাট থেকে আসা ট্রেন পৌঁছবে হাওড়ায়। দক্ষিণবঙ্গ থেকে আসবে ৪টি বিশেষ ট্রেন। এগুলি ছাড়বে, দীঘা, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও আসানসোল থেকে। সব ট্রেনই হাওড়া পৌঁছবে। কর্মসূচির পর রাতে ফের শিয়ালদা ও হাওড়া থেকে এই বিশেষ ট্রেনে চেপেই নিজ নিজ গন্তব্যে পৌঁছবেন যোগদানকারীরা। সব ট্রেনই নবান্ন অভিযানের আগের দিন রাতে ছেড়ে, ১৩ সেপ্টেম্বর কলকাতায় পৌঁছবে।
শিয়ালদহ বা হাওড়া স্টেশনে পৌঁছনোর পর তারা মিছিল করে কলেজস্ট্রিট (শিয়ালদায় যারা আসবেন) ও হাওড়া ময়দানের জমায়েতে পৌঁছবেন। জেলা থেকে যারা এই ট্রেনে আসবেন না, বা আগের দিনেই কলকাতায় চলে আসবেন তাদের থাকা ও খাওয়ার জন্য বিশেষ বন্দোবস্ত করছে রাজ্য বিজেপি। এই উপলক্ষ্যে রাজ্য বিজেপি দফতরের কাছে বিরাট সামিয়ানা খাটিয়ে রান্নার আয়োজন হবে। গড়পড়তা ৮ থেকে ৯ হাজার লোকের ১২ তারিখের দুপুর ও রাতের খাবার এবং ১৩ তারিখ সকালের খাবার দেওয়ার ব্যবস্থা থাকবে। এ ছাড়া, মাহেশ্বরী সদন, উত্তর কলকাতার বিনানী ধর্মশালা-সহ বড় বাজার এবং উত্তর কলকাতার গিরীশ,পার্ক এলাকার কয়েকটি ধর্মশালায় সকলের রাখার ব্যবস্থা হচ্ছে।
পরিকল্পনা অনুযায়ী, বিজেপির নবান্ন অভিযানের জন্য যোগদানকারী কর্মী ও সমর্থকরা, রেলপথে জেলা থেকে লোক আসবে মূলত শিয়ালদহ স্টেশন, হাওড়া স্টেশন দিয়ে। জমায়েত হবে তিনটি জায়গায়। কলেজস্ট্রীট, হাওড়া ময়দান ও সাঁতরাগাছি বাসস্টান্ড। ১৩ সেপ্টেম্বর বেলা ১২টার মধ্যে এই তিনটি জমায়েত সম্পূর্ন করে, দুপুর ১ টা নাগাদ ঐ তিনটি জমায়েত থেকে নির্দিষ্ট নেতাদের নেতৃত্বে নবান্ন অভিমুখে মিছিল শুরু করতে হবে।