০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কে ত্রিপুরা থেকে এবার রাজ্যসভায় পাঠাচ্ছে বিজেপি

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, রবিবার
  • / 36

 

পুবের কলম ওয়েবডেস্কঃ ত্রিপুরায় রাজ্যসভার উপনির্বাচনে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে প্রার্থী করলো বিজেপি। দলের পক্ষ থেকে তার নাম ঘোষণা করা হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর ত্রিপুরার একমাত্র রাজ্যসভা আসনটিতে উপ-নির্বাচন হবে।

আরও পড়ুন: রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট

গত ১৪ মে বিপ্লবকে সরিয়ে রাজ্যসভার সদস্য ও ত্রিপুরা বিজেপির সভাপতি মানিক সাহাকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন বিজেপি কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব। মুখ্যমন্ত্রী হওয়ার পরে রাজ্যসভা সদস্যের পদে ইস্তফা দিয়েছিলেন মানিক। ফলে ওই আসনে উপ-নির্বাচন অনিবার্য হয়ে পড়ে।

আরও পড়ুন: ত্রিপুরায় ১০০টি উপজাতি হস্টেলে শিক্ষা দুর্নীতি, মিলছে না স্টাইপেন্ডও

জুন মাসে মানিক সাহা রাজধানী আগরতলার বড়দোয়ালি বিধানসভা কেন্দ্র থেকে উপ-নির্বাচনে জয়ী হন। এরপরই জল্পনা তৈরি হয়েছিল, উত্তর-পূর্বাঞ্চলের বাঙালি-গরিষ্ঠ রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী বিপ্লবকে রাজ্যসভায় পাঠানো হবে।

আরও পড়ুন: রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ নিলেন সোনিয়া সহ মোট ১৪ জন সাংসদ

৬০ আসনের ত্রিপুরায় বিজেপি গত বিধানসভা নির্বাচনে ৪৪টিতে জয় পেয়েছিল। জুন মাসে উপ-নির্বাচনে পদ্ম-শিবির ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া প্রাক্তন মন্ত্রী সুদীপ রায়বর্মন আগরতলা কেন্দ্রটি ছিনিয়ে নিলেও রাজ্যসভায় বিপ্লবের জয় কার্যত নিশ্চিত।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কে ত্রিপুরা থেকে এবার রাজ্যসভায় পাঠাচ্ছে বিজেপি

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, রবিবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ ত্রিপুরায় রাজ্যসভার উপনির্বাচনে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে প্রার্থী করলো বিজেপি। দলের পক্ষ থেকে তার নাম ঘোষণা করা হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর ত্রিপুরার একমাত্র রাজ্যসভা আসনটিতে উপ-নির্বাচন হবে।

আরও পড়ুন: রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট

গত ১৪ মে বিপ্লবকে সরিয়ে রাজ্যসভার সদস্য ও ত্রিপুরা বিজেপির সভাপতি মানিক সাহাকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন বিজেপি কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব। মুখ্যমন্ত্রী হওয়ার পরে রাজ্যসভা সদস্যের পদে ইস্তফা দিয়েছিলেন মানিক। ফলে ওই আসনে উপ-নির্বাচন অনিবার্য হয়ে পড়ে।

আরও পড়ুন: ত্রিপুরায় ১০০টি উপজাতি হস্টেলে শিক্ষা দুর্নীতি, মিলছে না স্টাইপেন্ডও

জুন মাসে মানিক সাহা রাজধানী আগরতলার বড়দোয়ালি বিধানসভা কেন্দ্র থেকে উপ-নির্বাচনে জয়ী হন। এরপরই জল্পনা তৈরি হয়েছিল, উত্তর-পূর্বাঞ্চলের বাঙালি-গরিষ্ঠ রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী বিপ্লবকে রাজ্যসভায় পাঠানো হবে।

আরও পড়ুন: রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ নিলেন সোনিয়া সহ মোট ১৪ জন সাংসদ

৬০ আসনের ত্রিপুরায় বিজেপি গত বিধানসভা নির্বাচনে ৪৪টিতে জয় পেয়েছিল। জুন মাসে উপ-নির্বাচনে পদ্ম-শিবির ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া প্রাক্তন মন্ত্রী সুদীপ রায়বর্মন আগরতলা কেন্দ্রটি ছিনিয়ে নিলেও রাজ্যসভায় বিপ্লবের জয় কার্যত নিশ্চিত।