পুবের কলম ওয়েব ডেস্কঃ ব্রাহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল। ভারতীয় সেনাবাহিনীর ভাণ্ডারের অন্যতম রত্ন। সেই সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমান থেকে ছোঁড়া হল ব্রাহ্মোস এক্সটেন্ডেড রেঞ্জ মিসাইল।
কিছু সময় পরই, সমুদ্রে ভাসমান একটি জাহাজ উড়িয়ে দিল দেশীয় প্রযুক্তিতে তৈরি মিসাইলটি। প্রায় ৪০০ কিলোমিটার দূরের বস্তুতে নির্ভুল নিশানায় আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্রটি।




























