২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

টানা পঞ্চম সপ্তাহ দেশে পতন হল বিদেশী মুদ্রার সঞ্চয়ের

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৭ এপ্রিল ২০২২, রবিবার
  • / 25

পুবের কলম ওয়েবডেস্কঃ টানা পঞ্চম সপ্তাহ কমল দেশে বিদেশী মুদ্রার সঞ্চয়। ৮এপ্রিল শেষ  হওয়া সপ্তাহে বৈদেশিক মুদ্রার  সঞ্চয়  ২.৪৭ বিলিয়ন ডলার কমে ৬০০.০০৪ বিলিয়ন হয়েছে।  রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রকাশিত সাপ্তাহিক পরিসংখ্যানে এই তথ্য সামনে এসছে।  আরবিআই দ্বারা প্রকাশিত তথ্য অনুসারে, গত পাঁচ সপ্তাহে বৈদেশিক মুদ্রার সঞ্চয়   ৩০ বিলিয়ন ডলারেরও  বেশি কমেছে। আগের দুই  সপ্তাহে বৈদেশিক মুদ্রার সঞ্চয় যথাক্রমে ২.৫৯৭ বিলিয়ন এবং ৯.৬৪৬  বিলিয়ন কমেছে। সঞ্চিত বিদেশী মুদ্রার পতনও তীব্র হয়েছে, প্রায় ডলার প্রতি ৪০ বিলিয়ন, যা ৩  সেপ্টেম্বর, ২০২১ এর তুলনায় রেকর্ড পতন। ৬৪২.৪৫৩  বিলিয়ন  ডলার  থেকে ৬% কমেছে।    দেশের অর্থনীতি বিশেষজ্ঞদের কথায় এই ভাবে দেশের সঞ্চিত বিদেশী মুদ্রার ভান্ডার দ্রুত কমে যাওয়া সুস্থ অর্থনীতির পরিচয় দেয়না।  ভারতের এই বিদেশী মুদ্রার সঞ্চয়ের মধ্যে রয়েছে সোনা, বৈদেশিক মুদ্রা, এই  বৈদেশিক মুদ্রা হল যেকোন দেশের ক্ষেত্রেই সঞ্চিত মুদ্রা ভান্ডারের অন্যতম ভিত্তি।ইউরো, পাউন্ড এবং ইয়েনের মতো অ-মার্কিন মুদ্রার  ওঠানামার প্রভাব পড়ে এই মুদ্রা ভান্ডারের সঞ্চয়ের ওপর।

গত আট সপ্তাহে এফসিএ( Foreign Currency Assets)  ২০৮২ বিলিয়ন  ডলার কমে  ৫৩৭.৬৪৫  বিলিয়ন হয়েছে। আগের সপ্তাহে বৈদেশিক মুদ্রার সম্পদ  ১০.৭২৭ বিলিয়ন ডলার কমে গিয়েছিল।

আরও পড়ুন: আর্থিক সংকটের  মুখে এবার ভুটান,তলানিতে বৈদেশিক মুদ্রার ভান্ডার

 

আন্তর্জাতিক অর্থ ভান্ডারে  (IMF) ভারতের সঞ্চয়ের অবস্থান ৩৪  মিলিয়ন ডলার  কমে ৫.১০১  বিলিয়ন ডলার  হয়েছে।  সোনার মজুদের মূল্য ২১৫  মিলিয়ন ডলার  কমে ৪২.৫১৯  বিলিয়ন হয়েছে। ১এপ্রিল শেষ হওয়া সপ্তাহে এটি  ৫০৭ মিলিয়ন  ডলার  কমেছে।

 

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

টানা পঞ্চম সপ্তাহ দেশে পতন হল বিদেশী মুদ্রার সঞ্চয়ের

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ টানা পঞ্চম সপ্তাহ কমল দেশে বিদেশী মুদ্রার সঞ্চয়। ৮এপ্রিল শেষ  হওয়া সপ্তাহে বৈদেশিক মুদ্রার  সঞ্চয়  ২.৪৭ বিলিয়ন ডলার কমে ৬০০.০০৪ বিলিয়ন হয়েছে।  রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রকাশিত সাপ্তাহিক পরিসংখ্যানে এই তথ্য সামনে এসছে।  আরবিআই দ্বারা প্রকাশিত তথ্য অনুসারে, গত পাঁচ সপ্তাহে বৈদেশিক মুদ্রার সঞ্চয়   ৩০ বিলিয়ন ডলারেরও  বেশি কমেছে। আগের দুই  সপ্তাহে বৈদেশিক মুদ্রার সঞ্চয় যথাক্রমে ২.৫৯৭ বিলিয়ন এবং ৯.৬৪৬  বিলিয়ন কমেছে। সঞ্চিত বিদেশী মুদ্রার পতনও তীব্র হয়েছে, প্রায় ডলার প্রতি ৪০ বিলিয়ন, যা ৩  সেপ্টেম্বর, ২০২১ এর তুলনায় রেকর্ড পতন। ৬৪২.৪৫৩  বিলিয়ন  ডলার  থেকে ৬% কমেছে।    দেশের অর্থনীতি বিশেষজ্ঞদের কথায় এই ভাবে দেশের সঞ্চিত বিদেশী মুদ্রার ভান্ডার দ্রুত কমে যাওয়া সুস্থ অর্থনীতির পরিচয় দেয়না।  ভারতের এই বিদেশী মুদ্রার সঞ্চয়ের মধ্যে রয়েছে সোনা, বৈদেশিক মুদ্রা, এই  বৈদেশিক মুদ্রা হল যেকোন দেশের ক্ষেত্রেই সঞ্চিত মুদ্রা ভান্ডারের অন্যতম ভিত্তি।ইউরো, পাউন্ড এবং ইয়েনের মতো অ-মার্কিন মুদ্রার  ওঠানামার প্রভাব পড়ে এই মুদ্রা ভান্ডারের সঞ্চয়ের ওপর।

গত আট সপ্তাহে এফসিএ( Foreign Currency Assets)  ২০৮২ বিলিয়ন  ডলার কমে  ৫৩৭.৬৪৫  বিলিয়ন হয়েছে। আগের সপ্তাহে বৈদেশিক মুদ্রার সম্পদ  ১০.৭২৭ বিলিয়ন ডলার কমে গিয়েছিল।

আরও পড়ুন: আর্থিক সংকটের  মুখে এবার ভুটান,তলানিতে বৈদেশিক মুদ্রার ভান্ডার

 

আন্তর্জাতিক অর্থ ভান্ডারে  (IMF) ভারতের সঞ্চয়ের অবস্থান ৩৪  মিলিয়ন ডলার  কমে ৫.১০১  বিলিয়ন ডলার  হয়েছে।  সোনার মজুদের মূল্য ২১৫  মিলিয়ন ডলার  কমে ৪২.৫১৯  বিলিয়ন হয়েছে। ১এপ্রিল শেষ হওয়া সপ্তাহে এটি  ৫০৭ মিলিয়ন  ডলার  কমেছে।