২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সরকারের Home Delivery: এই নম্বরে ফোন করলেই করোনা আক্রান্তদের বাড়িতে পৌঁছে যাবে খাবার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১০ জানুয়ারী ২০২২, সোমবার
  • / 49

পুবের কলম, ওয়েবডেস্কঃ করোনা আক্রান্তদের বাড়ি খাবার পৌঁছে দিতে রাজ্যে তরফে শুরু হয়েছে কর্মসূচী। আজ থেকে সরকারের তরফে হোম ডেলিভারির পরিষেবা শুরু হয়েছে। করোনা আক্রান্তদের শারীরিক অসুস্থতার কথা মাথায় রেখে মেনুতে থাকছে সুষম খাদ্য। বাড়ি বাড়ি পৌঁছে যাবে সেই খাবার। যাতে ঠিক মতো ভাবে এই কর্মসূচী হয় তার জন্য কড়া নজরদারি রাখতে বলা হয়েছে। কলকাতা পুলিশের নজরদারিতেই সমস্ত কাজ কর্ম হবে। আপাতত কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে এই পরিষেবা চালু হল। কোভিড বিধিনিষেধ মেনেই রাজ্য সরকারের তরফে চলবে এই পরিষেবা।

মেনুতে থাকছে ব্রাউন রাইস, চিকেন, সবজি। এছাড়াও দেওয়া হবে ফল। কন্টিনেন্টাল প্লেটের দাম পড়বে ১৫০ টাকা। বাঙালি খানা প্লেটের দাম পড়বে ২০০ টাকা।  কোনও ডেলিভারি চার্জ লাগবে না। রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের  উদ্যোগে এই কাজ হবে।

আরও পড়ুন: কাঁটা-চামচ নয়, হাত দিয়ে খাওয়া স্বাস্থ্যের জন্য ভাল

খাবারের বুকিংয়ের জন্য ফোন করে, হোয়াটস অ্যাপে মেসেজ পাঠিয়ে অর্ডার দেওয়া যাবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে নির্দিষ্ট ওয়েবসাইটে করা যাবে খাবারের বুকিং। অর্ডার দিতে হবে সকাল ৯’ টার মধ্যে। জানাতে হবে ঠিকানা ও ফোন নম্বর। 7001376076, 6290225859 ও 9163123556 নম্বরে অর্ডার দিতে হবে।

আরও পড়ুন: ব্রণর হাতে থেকে রেহাই পেতে খান এই ৩ খাবার

 

আরও পড়ুন: অমুসলিম প্রতিবেশী অসুস্থ হলে কী করব?

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সরকারের Home Delivery: এই নম্বরে ফোন করলেই করোনা আক্রান্তদের বাড়িতে পৌঁছে যাবে খাবার

আপডেট : ১০ জানুয়ারী ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ করোনা আক্রান্তদের বাড়ি খাবার পৌঁছে দিতে রাজ্যে তরফে শুরু হয়েছে কর্মসূচী। আজ থেকে সরকারের তরফে হোম ডেলিভারির পরিষেবা শুরু হয়েছে। করোনা আক্রান্তদের শারীরিক অসুস্থতার কথা মাথায় রেখে মেনুতে থাকছে সুষম খাদ্য। বাড়ি বাড়ি পৌঁছে যাবে সেই খাবার। যাতে ঠিক মতো ভাবে এই কর্মসূচী হয় তার জন্য কড়া নজরদারি রাখতে বলা হয়েছে। কলকাতা পুলিশের নজরদারিতেই সমস্ত কাজ কর্ম হবে। আপাতত কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে এই পরিষেবা চালু হল। কোভিড বিধিনিষেধ মেনেই রাজ্য সরকারের তরফে চলবে এই পরিষেবা।

মেনুতে থাকছে ব্রাউন রাইস, চিকেন, সবজি। এছাড়াও দেওয়া হবে ফল। কন্টিনেন্টাল প্লেটের দাম পড়বে ১৫০ টাকা। বাঙালি খানা প্লেটের দাম পড়বে ২০০ টাকা।  কোনও ডেলিভারি চার্জ লাগবে না। রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের  উদ্যোগে এই কাজ হবে।

আরও পড়ুন: কাঁটা-চামচ নয়, হাত দিয়ে খাওয়া স্বাস্থ্যের জন্য ভাল

খাবারের বুকিংয়ের জন্য ফোন করে, হোয়াটস অ্যাপে মেসেজ পাঠিয়ে অর্ডার দেওয়া যাবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে নির্দিষ্ট ওয়েবসাইটে করা যাবে খাবারের বুকিং। অর্ডার দিতে হবে সকাল ৯’ টার মধ্যে। জানাতে হবে ঠিকানা ও ফোন নম্বর। 7001376076, 6290225859 ও 9163123556 নম্বরে অর্ডার দিতে হবে।

আরও পড়ুন: ব্রণর হাতে থেকে রেহাই পেতে খান এই ৩ খাবার

 

আরও পড়ুন: অমুসলিম প্রতিবেশী অসুস্থ হলে কী করব?