০৮ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ২৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিহারে নরবলি, গ্রেফতার চার

পুবের কলম ওয়েবডেস্ক:  বিজ্ঞানের এই জেট গতির যুগেও কুসংস্কার জড়িয়ে রয়েছে আষ্টেপিষ্টে। এবার নরবলির ঘটনা বিহারের আওরঙ্গাবাদে। পরিবারের দাবি, হোলির পর থেকেই নিখোঁজ ছিলেন যুগল যাদব। তদন্তে নেমে পুলিশ এক তান্ত্রিক-সহ চার জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ১৩ মার্চ মগনপুর থানায় যুগল যাদবের নামে একটি নিখোঁজ ডায়েরি হয়। তদন্তে নেমে পুলিশ পাশের একটি গ্রামে মানুষের হাড়গোড় উদ্ধার করে। শুধু তা-ই নয়, একটি চটি এবং পোশাক উদ্ধার হয়। যুগল যাদবের পরিবারের সদস্যদের দিয়ে সেগুলি শণাক্ত করানো হয়।

আরও পড়ুন: ঈদ উপলক্ষে মুম্বইয়ের রাস্তায় ১৪ হাজার পুলিশ মোতায়েন

আরও পড়ুন: ধর্ষণের চেষ্টা প্রতিহত করতে ব্যক্তিকে খুন, উত্তরপ্রদেশে গ্রেফতার ১৮ বছরের তরুণী

কিন্তু যুগলের কোনও হদিস মিলছিল না। ডগ স্কোয়াড নামায় পুলিশ। সেই সূত্র ধরে রামাশিস রিকিয়াসা নামে এক তান্ত্রিকের নাম উঠে আসে। খবর মেলে ওই তান্ত্রিকই যুগল যাদবকে অপহরণ করে। ওই তান্ত্রিকের নাম রামাশিস। পুলিশ আরও জানিয়েছে, সুধীর পাসোয়ান নামে এক ব্যক্তির সন্তান হচ্ছিল না। তাই সন্তানলাভের আশায় সে রামাশিসের কাছে যায়। অভিযোগ, রামাশিস তখন তাকে নরবলির পরামর্শ দেয়। অভিযোগ, সেই পরামর্শ মেনে সুধীর ও তার সঙ্গিরা যুগল যাদবকে অপহরণ করে। তারপর তাকি বলি দেয়। পরে দেহটি ‘হোলিকা দহন’-এর আগুনে ফেলে দেন। যে জায়গা থেকে যুগলের হাড়গোড় উদ্ধার হয়েছে, সেই জায়গা থেকে কিছুটা দূরের জঙ্গল থেকে তার মাথা উদ্ধার করে পুলিশ। তান্ত্রিককে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: উত্তরপ্রদেশের স্কুল অনুষ্ঠানে বোরখা পরে উদ্যম নাচ, বিতর্কে তদন্তের নির্দেশ পুলিশের

আরও পড়ুন: যোগীরাজ্যে প্রকাশ্যে অস্ত্র বিক্রি কট্টরপন্থীদের, দশজনকে গ্রেফতার-একাধিক ধারায় মামলা

ট্যাগ :
সর্বধিক পাঠিত

বাংলায় কোথায় রোহিঙ্গা, ঘুষপাটিয়া: বিজেপিকে নিশানা অভিষেকের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিহারে নরবলি, গ্রেফতার চার

আপডেট : ৩১ মার্চ ২০২৫, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক:  বিজ্ঞানের এই জেট গতির যুগেও কুসংস্কার জড়িয়ে রয়েছে আষ্টেপিষ্টে। এবার নরবলির ঘটনা বিহারের আওরঙ্গাবাদে। পরিবারের দাবি, হোলির পর থেকেই নিখোঁজ ছিলেন যুগল যাদব। তদন্তে নেমে পুলিশ এক তান্ত্রিক-সহ চার জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ১৩ মার্চ মগনপুর থানায় যুগল যাদবের নামে একটি নিখোঁজ ডায়েরি হয়। তদন্তে নেমে পুলিশ পাশের একটি গ্রামে মানুষের হাড়গোড় উদ্ধার করে। শুধু তা-ই নয়, একটি চটি এবং পোশাক উদ্ধার হয়। যুগল যাদবের পরিবারের সদস্যদের দিয়ে সেগুলি শণাক্ত করানো হয়।

আরও পড়ুন: ঈদ উপলক্ষে মুম্বইয়ের রাস্তায় ১৪ হাজার পুলিশ মোতায়েন

আরও পড়ুন: ধর্ষণের চেষ্টা প্রতিহত করতে ব্যক্তিকে খুন, উত্তরপ্রদেশে গ্রেফতার ১৮ বছরের তরুণী

কিন্তু যুগলের কোনও হদিস মিলছিল না। ডগ স্কোয়াড নামায় পুলিশ। সেই সূত্র ধরে রামাশিস রিকিয়াসা নামে এক তান্ত্রিকের নাম উঠে আসে। খবর মেলে ওই তান্ত্রিকই যুগল যাদবকে অপহরণ করে। ওই তান্ত্রিকের নাম রামাশিস। পুলিশ আরও জানিয়েছে, সুধীর পাসোয়ান নামে এক ব্যক্তির সন্তান হচ্ছিল না। তাই সন্তানলাভের আশায় সে রামাশিসের কাছে যায়। অভিযোগ, রামাশিস তখন তাকে নরবলির পরামর্শ দেয়। অভিযোগ, সেই পরামর্শ মেনে সুধীর ও তার সঙ্গিরা যুগল যাদবকে অপহরণ করে। তারপর তাকি বলি দেয়। পরে দেহটি ‘হোলিকা দহন’-এর আগুনে ফেলে দেন। যে জায়গা থেকে যুগলের হাড়গোড় উদ্ধার হয়েছে, সেই জায়গা থেকে কিছুটা দূরের জঙ্গল থেকে তার মাথা উদ্ধার করে পুলিশ। তান্ত্রিককে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: উত্তরপ্রদেশের স্কুল অনুষ্ঠানে বোরখা পরে উদ্যম নাচ, বিতর্কে তদন্তের নির্দেশ পুলিশের

আরও পড়ুন: যোগীরাজ্যে প্রকাশ্যে অস্ত্র বিক্রি কট্টরপন্থীদের, দশজনকে গ্রেফতার-একাধিক ধারায় মামলা