০৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সমাজসেবী সংস্থার মানবিক উদ‍্যেগঃ দুঃস্থ সোয়েদাকে আর্থিক সহায়তা প্রদান :

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৪ ডিসেম্বর ২০২১, শনিবার
  • / 63

 

 

আরও পড়ুন: নতুন স্কিমের মাধ্যমে ভারতীয় ক্রিকেট বোর্ডের আর্থিক সাহায্য

পুবের কলম ওয়েবডেস্কঃ করোনা ভাইরাস যখন গোটা বিশ্ব জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে,সেই সময় মারণ ভাইরাসের সংক্রমণ রুখতে কার্যত ঘরবন্দি হতে হয়েছিল গোটা দেশসহ সর্বস্তরের মানুষকে । একদিকে করোনা সংক্রমণ যেমন বাড়বাড়ন্ত অন‍্যদিকে লকডাউন, ফলে এই দুইয়ের জেরে বিপর্যয়ের সম্মুখীন হন কমবেশি প্রায় সমগ্র দেশের অসহায় দরিদ্র মানুষেরা। আর এই অসহায় দরিদ্র মানুষের পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ‘ সমাজবন্ধু ওয়েলফেয়ার সোসাইটি ‘।

আরও পড়ুন: কানঝাওয়ালে মৃতের পরিবারের সাহায্যে শাহরুখের এনজিও

‘সমাজবন্ধু ওয়েলফেয়ার সোসাইটি মানুষের জন‍্য নিরন্তন কাজ করে চলেছে, কখনো বা বন্যাপীড়িত অঞ্চলে অসহায় মানুষের পাশে দূত হয়ে এসে তাদের প্রয়োজনীয় আহারাদি দিয়ে সাহায্য করেছে, আবার কখনো দরিদ্র অসহায় ছেলের স্বপ্ন পূরণ করেছে লেখাপড়ায় আর্থিক সহায়তা করেছে । এমনকি মূর্মুর্ষ রোগীর পাশে এসে দাঁড়িয়েছে। ‘ সমাজবন্ধু ওয়েলফেয়ার সোসাইটি’ এরকম শত কাজে হাত বাড়িয়েছে ।
সেরকমই মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার সাহপাড়া গ্রামের জন্মান্ধ সোয়েদা খাতুনকে সাহায‍্যের হাত বাড়িয়ে দিয়েছে। সোয়েদার পৃথিবীতে আপন বলতে কেউ নেই, আবার সে জন্মান্ধ, ঘর-বাড়ি কিছুই নেই, অন‍্যলোকের বাড়িতে থেকে গ্রামে গ্রামে চাল চেয়ে কোনরকমে দিনপাত করে । সোয়েদার অসহায়তার কথা শোনার পর ‘ সমাজবন্ধু ওয়েলফেয়ার সোসাইটি ‘ সোয়েদার বাকিজীবনের খাওয়ানোর দায়িত্ব নেন।

আরও পড়ুন: মৃত তিন শ্রমিকের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার আশ্বাস আইওসির

‘সমাজবন্ধু ওয়েলফেয়ার সোসাইটির সদস‍্য আসিয়া খাতুন সাহাপাড়া গ্রামে নিজে গিয়ে সোয়েদাকে একমাসের নিত‍্য প্রয়োজনীয় সামগ্রী অর্থাৎ চাল, ডাল,তেল,চিনি, ডিম, সবধরণের মশলা, সবজি ইত‍্যাদি এবং হাতে কিছু অর্থ দিয়ে আসেন। সমাজবন্ধুর পক্ষে সাহিন মন্ডল জানান, সমাজবন্ধুর সকল সদস‍্য বিভিন্ন ভাবে কাজ করছেন এবং আমরা আগামী দিনে আরো সাধারণ মানুষের জন‍্য কাজ করবে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সমাজসেবী সংস্থার মানবিক উদ‍্যেগঃ দুঃস্থ সোয়েদাকে আর্থিক সহায়তা প্রদান :

আপডেট : ৪ ডিসেম্বর ২০২১, শনিবার

 

 

আরও পড়ুন: নতুন স্কিমের মাধ্যমে ভারতীয় ক্রিকেট বোর্ডের আর্থিক সাহায্য

পুবের কলম ওয়েবডেস্কঃ করোনা ভাইরাস যখন গোটা বিশ্ব জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে,সেই সময় মারণ ভাইরাসের সংক্রমণ রুখতে কার্যত ঘরবন্দি হতে হয়েছিল গোটা দেশসহ সর্বস্তরের মানুষকে । একদিকে করোনা সংক্রমণ যেমন বাড়বাড়ন্ত অন‍্যদিকে লকডাউন, ফলে এই দুইয়ের জেরে বিপর্যয়ের সম্মুখীন হন কমবেশি প্রায় সমগ্র দেশের অসহায় দরিদ্র মানুষেরা। আর এই অসহায় দরিদ্র মানুষের পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ‘ সমাজবন্ধু ওয়েলফেয়ার সোসাইটি ‘।

আরও পড়ুন: কানঝাওয়ালে মৃতের পরিবারের সাহায্যে শাহরুখের এনজিও

‘সমাজবন্ধু ওয়েলফেয়ার সোসাইটি মানুষের জন‍্য নিরন্তন কাজ করে চলেছে, কখনো বা বন্যাপীড়িত অঞ্চলে অসহায় মানুষের পাশে দূত হয়ে এসে তাদের প্রয়োজনীয় আহারাদি দিয়ে সাহায্য করেছে, আবার কখনো দরিদ্র অসহায় ছেলের স্বপ্ন পূরণ করেছে লেখাপড়ায় আর্থিক সহায়তা করেছে । এমনকি মূর্মুর্ষ রোগীর পাশে এসে দাঁড়িয়েছে। ‘ সমাজবন্ধু ওয়েলফেয়ার সোসাইটি’ এরকম শত কাজে হাত বাড়িয়েছে ।
সেরকমই মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার সাহপাড়া গ্রামের জন্মান্ধ সোয়েদা খাতুনকে সাহায‍্যের হাত বাড়িয়ে দিয়েছে। সোয়েদার পৃথিবীতে আপন বলতে কেউ নেই, আবার সে জন্মান্ধ, ঘর-বাড়ি কিছুই নেই, অন‍্যলোকের বাড়িতে থেকে গ্রামে গ্রামে চাল চেয়ে কোনরকমে দিনপাত করে । সোয়েদার অসহায়তার কথা শোনার পর ‘ সমাজবন্ধু ওয়েলফেয়ার সোসাইটি ‘ সোয়েদার বাকিজীবনের খাওয়ানোর দায়িত্ব নেন।

আরও পড়ুন: মৃত তিন শ্রমিকের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার আশ্বাস আইওসির

‘সমাজবন্ধু ওয়েলফেয়ার সোসাইটির সদস‍্য আসিয়া খাতুন সাহাপাড়া গ্রামে নিজে গিয়ে সোয়েদাকে একমাসের নিত‍্য প্রয়োজনীয় সামগ্রী অর্থাৎ চাল, ডাল,তেল,চিনি, ডিম, সবধরণের মশলা, সবজি ইত‍্যাদি এবং হাতে কিছু অর্থ দিয়ে আসেন। সমাজবন্ধুর পক্ষে সাহিন মন্ডল জানান, সমাজবন্ধুর সকল সদস‍্য বিভিন্ন ভাবে কাজ করছেন এবং আমরা আগামী দিনে আরো সাধারণ মানুষের জন‍্য কাজ করবে।