সুন্দরবনের গৌড়েশ্বর নদীতে মৎস্যজীবীর জালে ধরা পড়ল বিশাল আকার ভেটকি মাছ
- আপডেট : ২৪ জুন ২০২২, শুক্রবার
- / 102
ইনামুল হক, বসিরহাটঃ মৎস্যজীবীর জালে ধরা পড়ল বিশাল আকার ভেটকি মাছ। হিঙ্গলগঞ্জ ব্লক এর সুন্দরবনের রূপমারি গ্রাম পঞ্চায়েতের গৌড়েশ্বর নদীর ঘটনা। মৎস্যজীবী সুচিত্রা মল্লিক ও স্বামী বিশ্বনাথ মল্লিক দিনরাত নদীতে জাল পেতে মাছ ধরে রুজি রোজগার করে।
শুক্র বৃহস্পতিবার রাতে নদীতে জাল পাতলে তারা বুঝতে পারেন জাল এবং নৌকা কেঁপে উঠেছে। শুক্রবার সকাল বেলায় তারা জাল খোলার চেষ্টা করলে দেখতে পান বিশালাকার দেশি ভেটকি মাছ। সেই মাছ নদী থেকে পাড়ে তোলা মাত্রই দেখার জন্য ভিড় জমায় সাধারণমানুষ । বিশাল আকার এই মাছটিকে সাথে সাথে বাঁকড়া মৎস্য বাজারে নিয়ে যাওয়া হয় একটি অটো ভাড়া করে।
বাজারে নিয়ে গিয়ে ওজন করা হলে দেখা যায় ২৫কিলো ৩০০ গ্রাম। নিলামে এই মাছটির মোট দাম ওঠে ২৫ হাজার ৭৫০টাকা। মৎস্যজীবী সুচিত্রা মল্লিক জানালেন, করোনা মহামারী থেকে শুরু করে এখনো পর্যন্ত সে রকম কোনো রুজি-রোজগার ভালো হয়নি। আজ এই মাছটি পেয়ে একটি মোটা অংকের টাকা আয় করতে পারলাম। এতে তিনি খুব খুশি। সেই সাথে সাথে এটাও জানালেন মৎস্যজীবীদের কোনো সুযোগ-সুবিধা বা পরিচয় পত্র এখনও পর্যন্ত সরকারি তরফে তিনি পাননি।






































