০৮ অগাস্ট ২০২৫, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি নির্বাচনের লড়াইতে এবার লালু প্রসাদ যাদব! বিস্তারিত জানলে চমকে যাবেন আপনিও

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৩ জুন ২০২২, সোমবার
  • / 21

পুবের কলম ওয়েবডেস্কঃ ২৪ জুলাই শেষ হচ্ছে দেশের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ। আগামী ১৮ জুলাই দেশের মোট  ৪৮০৯ জন বিধায়ক এবং সাংসড বেছে নেবেন দেশের পরবর্তী রাষ্ট্রপতিকে। এবার রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে লড়বেন লালু প্রসাদ যাদব। আগামী ১৫ জুন লালুর দিল্লি পৌঁছানোর কথা। ওইদিনই তিনি মনোনয়ন জমা দেবেন। ২০১৭ সালেও লালু  রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেছিলেন।

রাষ্ট্রপতি নির্বাচনের লড়াইতে এবার লালু প্রসাদ যাদব! বিস্তারিত জানলে চমকে যাবেন আপনিও

আরও পড়ুন: ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ, সুপ্রিম দুয়ারে লালুর আরজেডি

ইনি অবশ্য রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান নন । ৪২বছরের লালু মারহাউরা বিধানসভা কেন্দ্রের রহিমপুর গ্রামের বাসিন্দা । নাম এক হলেও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মতো তাঁর বিশেষ প্রভাব-প্রতিপত্তিও নেই । ফলে গতবার তিনি মনোনয়নপত্র জমা দিলেও পর্যাপ্ত সংখ্যক প্রস্তাবক না থাকায় তা গৃহীতই হয়নি। তাতেও হাল ছারতে নারাজ লালু।

আরও পড়ুন: ব্যক্তিগত সফরে কলকাতায় লালু, শুক্রবার মমতা-লালু বৈঠকের সম্ভাবনা

লালু বলছেন পঞ্চায়েত থেকে রাষ্ট্রপতি সমস্ত নির্বাচনেই তিনি লড়াই জারি রেখেছেন। হয়ত শুধু মাত্র জামানত জব্দ হচ্ছে, তাতে কি দেশের মধ্যে সবচেয়ে বেশি নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার রেকর্ড তো আর কেউ ভাংতে পারবেনা।

আরও পড়ুন: “বড়ভাইকে হারালাম” শরদ যাদবের প্রয়াণে মর্মাহত লালু

ইতিমধ্যেই বিরোধী ঐক্যের প্রতিফলনও দেখা যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে। সোনিয়া গান্ধি, মমতা বন্দ্যোপাধায়, শারদ পাওয়ারদের মত বিরোধী নেতৃত্বরাও জোট বাঁধছেন। সেখানে লালু কতটা প্রভাব ফেলেন সেটাই দেখার।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাষ্ট্রপতি নির্বাচনের লড়াইতে এবার লালু প্রসাদ যাদব! বিস্তারিত জানলে চমকে যাবেন আপনিও

আপডেট : ১৩ জুন ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ২৪ জুলাই শেষ হচ্ছে দেশের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ। আগামী ১৮ জুলাই দেশের মোট  ৪৮০৯ জন বিধায়ক এবং সাংসড বেছে নেবেন দেশের পরবর্তী রাষ্ট্রপতিকে। এবার রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে লড়বেন লালু প্রসাদ যাদব। আগামী ১৫ জুন লালুর দিল্লি পৌঁছানোর কথা। ওইদিনই তিনি মনোনয়ন জমা দেবেন। ২০১৭ সালেও লালু  রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেছিলেন।

রাষ্ট্রপতি নির্বাচনের লড়াইতে এবার লালু প্রসাদ যাদব! বিস্তারিত জানলে চমকে যাবেন আপনিও

আরও পড়ুন: ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ, সুপ্রিম দুয়ারে লালুর আরজেডি

ইনি অবশ্য রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান নন । ৪২বছরের লালু মারহাউরা বিধানসভা কেন্দ্রের রহিমপুর গ্রামের বাসিন্দা । নাম এক হলেও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মতো তাঁর বিশেষ প্রভাব-প্রতিপত্তিও নেই । ফলে গতবার তিনি মনোনয়নপত্র জমা দিলেও পর্যাপ্ত সংখ্যক প্রস্তাবক না থাকায় তা গৃহীতই হয়নি। তাতেও হাল ছারতে নারাজ লালু।

আরও পড়ুন: ব্যক্তিগত সফরে কলকাতায় লালু, শুক্রবার মমতা-লালু বৈঠকের সম্ভাবনা

লালু বলছেন পঞ্চায়েত থেকে রাষ্ট্রপতি সমস্ত নির্বাচনেই তিনি লড়াই জারি রেখেছেন। হয়ত শুধু মাত্র জামানত জব্দ হচ্ছে, তাতে কি দেশের মধ্যে সবচেয়ে বেশি নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার রেকর্ড তো আর কেউ ভাংতে পারবেনা।

আরও পড়ুন: “বড়ভাইকে হারালাম” শরদ যাদবের প্রয়াণে মর্মাহত লালু

ইতিমধ্যেই বিরোধী ঐক্যের প্রতিফলনও দেখা যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে। সোনিয়া গান্ধি, মমতা বন্দ্যোপাধায়, শারদ পাওয়ারদের মত বিরোধী নেতৃত্বরাও জোট বাঁধছেন। সেখানে লালু কতটা প্রভাব ফেলেন সেটাই দেখার।