১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাবা-মায়ের নাম দিয়ে ধূপ কাঠির ব্যবসা শুরু করলেন লালু পুত্র

পুবের কলম, ওয়েবডেস্কঃ রাজনীতিতে এসে ভোটে জিতে  তিনি  বিধায়ক হন, তারপর  বিহারের স্বাস্থ্যমন্ত্রী। আরজেডি সুপ্রিমো তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী  লালু প্রসাদ যাদব  এবং বিহারের  প্রাক্তন  মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর বড় ছেলে তেজপ্রতাপ যাদব এবার  নতুন  ভূমিকায়। বাবা লালু প্রসাদ  এবং  মা রাবড়ি দেবীর  নাম দিয়ে ধূপ ব্যবসা শুরু  করলেন  তেজপ্রতাপ। ধূপ কোম্পানির নাম ‘এলআর রাধাকৃষ্ণ’। এল— লালুপ্রসাদ, আর— রাবড়ী। বাবা-মায়ের নামে খোলা তেজপ্রতাপের ধূপ তৈরির কারখানাটির জন্য জায়গা বাছা হয়েছে লালুর খাটালে আরজেডি প্রতিষ্ঠাতা যেখানে গরুদের দেখাশোনা করতেন।

আরও পড়ুন: কেন্দ্রের সিদ্ধান্তে আমদানি প্রায় বন্ধ! ক্ষতিগ্রস্ত শ্রমিক ও ছোট ব্যবসায়ীরা

বাবা-মায়ের নাম দিয়ে ধূপ কাঠির ব্যবসা শুরু করলেন লালু পুত্র

লালুপুত্রের সংবাদমাধ্যমকে জানিয়েছেন  ‘‘নিয়মিত ভাবে ভগবানের পুজো করি। আর তখন চাই সুন্দর গন্ধের ধূপকাঠি। দিল্লির এক বন্ধুর ধূপকাঠির কারখানা রয়েছে। তা দেখেই মনে হল, ধূপকাঠি তৈরি করলে কেমন হয়!’’ দাম প্রতি প্যাকেট ৯০ থেকে হাজার টাকা।

আরও পড়ুন: শিক্ষা প্রদান কোনও ব্যবসা নয় যে লাভের চিন্তা করতে হবে, সুপ্রিম কোর্ট

বাবা-মায়ের নাম দিয়ে ধূপ কাঠির ব্যবসা শুরু করলেন লালু পুত্র

যদিও রাজনৈতিক ওয়াকিফহাল মহলের মতে  এটা হল মন্দির রাজনীতি। তবে এই সব কুৎসায় কান দিতে  রাজি নন লালু পুত্র। ঈশ্বরের  প্রতি  অকুণ্ঠ  ভালোবাসা  থেকেই তাঁর  এই পদক্ষেপ বলে তিনি  দাবি  করেছেন।

আরও পড়ুন: টেলিকম ব্যবসায় নয়া মোড়, পরিষেবার জন্য কেন্দ্র থেকে মিলল ছাড়পত্র

বিয়ের পাঁচ মাস পরেই বিবাহ বিচ্ছেদের আবেদন করার সময়ে তেজপ্রতাপের স্ত্রী ঐশ্বর্য অভিযোগ করেছিলেন, তাঁর স্বামী মাদকাসক্ত। রাধা, কৃষ্ণ, শিব সেজে থাকেন। ধূপ কোম্পানির নামে অবশ্য এ বারও ফুটে উঠেছে রাধাকৃষ্ণের প্রতি তাঁর ভালবাসা।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

নতুন করে স্বাস্থ্যের অবনতি হয়নি আক্রান্তদের, নিপা আক্রান্তের খবর নেই

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাবা-মায়ের নাম দিয়ে ধূপ কাঠির ব্যবসা শুরু করলেন লালু পুত্র

আপডেট : ১৩ জুলাই ২০২১, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ রাজনীতিতে এসে ভোটে জিতে  তিনি  বিধায়ক হন, তারপর  বিহারের স্বাস্থ্যমন্ত্রী। আরজেডি সুপ্রিমো তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী  লালু প্রসাদ যাদব  এবং বিহারের  প্রাক্তন  মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর বড় ছেলে তেজপ্রতাপ যাদব এবার  নতুন  ভূমিকায়। বাবা লালু প্রসাদ  এবং  মা রাবড়ি দেবীর  নাম দিয়ে ধূপ ব্যবসা শুরু  করলেন  তেজপ্রতাপ। ধূপ কোম্পানির নাম ‘এলআর রাধাকৃষ্ণ’। এল— লালুপ্রসাদ, আর— রাবড়ী। বাবা-মায়ের নামে খোলা তেজপ্রতাপের ধূপ তৈরির কারখানাটির জন্য জায়গা বাছা হয়েছে লালুর খাটালে আরজেডি প্রতিষ্ঠাতা যেখানে গরুদের দেখাশোনা করতেন।

আরও পড়ুন: কেন্দ্রের সিদ্ধান্তে আমদানি প্রায় বন্ধ! ক্ষতিগ্রস্ত শ্রমিক ও ছোট ব্যবসায়ীরা

বাবা-মায়ের নাম দিয়ে ধূপ কাঠির ব্যবসা শুরু করলেন লালু পুত্র

লালুপুত্রের সংবাদমাধ্যমকে জানিয়েছেন  ‘‘নিয়মিত ভাবে ভগবানের পুজো করি। আর তখন চাই সুন্দর গন্ধের ধূপকাঠি। দিল্লির এক বন্ধুর ধূপকাঠির কারখানা রয়েছে। তা দেখেই মনে হল, ধূপকাঠি তৈরি করলে কেমন হয়!’’ দাম প্রতি প্যাকেট ৯০ থেকে হাজার টাকা।

আরও পড়ুন: শিক্ষা প্রদান কোনও ব্যবসা নয় যে লাভের চিন্তা করতে হবে, সুপ্রিম কোর্ট

বাবা-মায়ের নাম দিয়ে ধূপ কাঠির ব্যবসা শুরু করলেন লালু পুত্র

যদিও রাজনৈতিক ওয়াকিফহাল মহলের মতে  এটা হল মন্দির রাজনীতি। তবে এই সব কুৎসায় কান দিতে  রাজি নন লালু পুত্র। ঈশ্বরের  প্রতি  অকুণ্ঠ  ভালোবাসা  থেকেই তাঁর  এই পদক্ষেপ বলে তিনি  দাবি  করেছেন।

আরও পড়ুন: টেলিকম ব্যবসায় নয়া মোড়, পরিষেবার জন্য কেন্দ্র থেকে মিলল ছাড়পত্র

বিয়ের পাঁচ মাস পরেই বিবাহ বিচ্ছেদের আবেদন করার সময়ে তেজপ্রতাপের স্ত্রী ঐশ্বর্য অভিযোগ করেছিলেন, তাঁর স্বামী মাদকাসক্ত। রাধা, কৃষ্ণ, শিব সেজে থাকেন। ধূপ কোম্পানির নামে অবশ্য এ বারও ফুটে উঠেছে রাধাকৃষ্ণের প্রতি তাঁর ভালবাসা।