১২ মে ২০২৫, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আনিস খানের খুনিদের শাস্তির দাবিতে মহামিছিল

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৮ অগাস্ট ২০২২, সোমবার
  • / 8

 

পুবের কলম ওয়েবডেস্কঃ :-দীর্ঘ সাত মাস অতিক্রান্ত হতে চললো,আনিস খানের খুনিদের শাস্তি দিতে হবে এই দাবিতে বাউড়িয়া থেকে পাঁচলা রবিবার দীর্ঘ চার কিলোমিটার রাস্তা মহামিছিল করলো উলুবেড়িয়া উত্তর পূর্ব এরিয়া কমিটি সি.পি.আই. (এম)।
প্রায় সাতশো মানুষ এই মিছিলে পা মেলালেন। বাউড়িয়া স্টেশন থেকে পাঁচলা মোড়(বোম্বে রোড)।লাল ঝান্ডা হাতে এ্্ এরিয়া কমিটির ডাকে এগিয়ে চলে মিছিল।

সমস্ত মানুষ স্লোগান দিতে থাকেন। অবিলম্বে আনিস খানের খুনিদের শাস্তি সহ একাধিক দাবি তোলেন তারা। আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধির বিরুদ্ধেও ওঠে স্লোগান।

আনিস খানের খুনিদের শাস্তির দাবিতে মহামিছিল

মিছিলে পা মেলান হাওড়া জেলার সি.পি.আই. এম সম্পাদক দিলীপ ঘোষ।জেলা কমিটির সদস্যা অপর্ণা পুরকাইত,জেলা কমিটির সদস্য নবীন ঘোষ,সাবির উদ্দিন মোল্লা সহ অন্যানো নেতৃবৃন্দ।মিছিলের শেষে বক্তব্য রাখেন জেলা সম্পাদক দিলীপ ঘোষ, সুগম ব্যানার্জী সহ আরও অনেকে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আনিস খানের খুনিদের শাস্তির দাবিতে মহামিছিল

আপডেট : ৮ অগাস্ট ২০২২, সোমবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ :-দীর্ঘ সাত মাস অতিক্রান্ত হতে চললো,আনিস খানের খুনিদের শাস্তি দিতে হবে এই দাবিতে বাউড়িয়া থেকে পাঁচলা রবিবার দীর্ঘ চার কিলোমিটার রাস্তা মহামিছিল করলো উলুবেড়িয়া উত্তর পূর্ব এরিয়া কমিটি সি.পি.আই. (এম)।
প্রায় সাতশো মানুষ এই মিছিলে পা মেলালেন। বাউড়িয়া স্টেশন থেকে পাঁচলা মোড়(বোম্বে রোড)।লাল ঝান্ডা হাতে এ্্ এরিয়া কমিটির ডাকে এগিয়ে চলে মিছিল।

সমস্ত মানুষ স্লোগান দিতে থাকেন। অবিলম্বে আনিস খানের খুনিদের শাস্তি সহ একাধিক দাবি তোলেন তারা। আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধির বিরুদ্ধেও ওঠে স্লোগান।

আনিস খানের খুনিদের শাস্তির দাবিতে মহামিছিল

মিছিলে পা মেলান হাওড়া জেলার সি.পি.আই. এম সম্পাদক দিলীপ ঘোষ।জেলা কমিটির সদস্যা অপর্ণা পুরকাইত,জেলা কমিটির সদস্য নবীন ঘোষ,সাবির উদ্দিন মোল্লা সহ অন্যানো নেতৃবৃন্দ।মিছিলের শেষে বক্তব্য রাখেন জেলা সম্পাদক দিলীপ ঘোষ, সুগম ব্যানার্জী সহ আরও অনেকে।