০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বেশিরভাগ পর্যটকদের মুখে নেই মাস্ক, সজাগ পুলিশ,বীরভূমে আটক ত্রিশ

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৪ ডিসেম্বর ২০২১, শনিবার
  • / 15

দেবশ্রী মজুমদার,বোলপুর, করোনার গ্রাফ ফের উর্ধ্বমুখী। প্রশাসনের তরফে বারবার  সতর্ক বার্তা সত্ত্বেও  হেলদোল নেই আমজনতার।  বিশেষ করে এই শান্তিনিকেতনে যে সমস্ত পর্যটকেরা আসছেন তাদের ৯০ শতাংশ মানুষের মুখে মাস্ক নেই বলেই প্রশাসন সূত্রে দাবি। ফলে এলাকাতে আবার করোনার প্রাদুর্ভাবের সম্ভাবনা বেড়ে উঠতে পারে । তা মোকাবিলা করতে এবার পথে নামল জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।

শনিবার সকালে শান্তিনিকেতন সংলগ্ন সোনাঝুরির জঙ্গলে শান্তিনিকেতন থানার পক্ষ থেকে বিশেষ অভিযান চালিয়ে মাস্কহীন ৩০ জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: বন দফতরের আপত্তিতে বসন্ত উৎসব নিষিদ্ধ বোলপুরের সোনাঝুরিতে

মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে ওঠার সাথে সাথেই  করোনা সংক্রমণও ছড়াচ্ছে শহরের বিভিন্ন এলাকায়। জেলা প্রশাসন, পৌর প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সাধারণ মানুষকে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করা এবং প্রয়োজন মতো শারীরিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানানো হচ্ছে।

আরও পড়ুন: বীরভূমের হজ যাত্রীদের বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল সিউড়িতে

বিশেষ করে নজর দেয়া হচ্ছে পর্যটকদের উপর। বোলপুর শান্তিনিকেতন মানেই পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা। শনিবার এবং রবিবার শান্তিনিকেতন সংলগ্ন সোনাঝুরির জঙ্গলে সোনাঝুরির হাট দেখতে, কেনাকাটি করতে এবং এর প্রাকৃতিক সৌন্দর্যের টানে ছুটে আসেন ভ্রমণপিপাসু  মানুষজন। তাই সেখানে বিশেষ নজর দিতে হচ্ছে প্রশাসনকে।

আরও পড়ুন: বীরভূমের আরও একটি ত্রিশঙ্কু গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস

শনিবার সকাল থেকে শান্তিনিকেতন থানার পুলিশের পক্ষ থেকে সোনাঝুরির জঙ্গলের এই সোনাঝুরির হাট এ বিশেষ অভিযান চালানো হলো। মাস্কহীন দোকানদার  থেকে শুরু করে পর্যটক সকলকে সতর্ক করা হলো, পাশাপাশি দেওয়া হলো মাস্ক।

ত্রিশ জন মাস্কহীন পর্যটক এবং দোকানীদের আটক করা হয় এদিন।

জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানান, “মানুষের স্বার্থেই এই অভিযান। রাজ্য সরকার এবং আমরা চাই মানুষ সুস্থ থাকুন এবং আমাদের রাজ্য করোনামুক্ত হোক। করোনার সংক্রমণ আমাদের জেলাতে অল্প বাড়ছে। সেই দিকে লক্ষ্য রেখেই মানুষকে এত সচেতন করবার জন্য এই পদক্ষেপ। সারা জেলা জুড়ে এই কর্মসূচি নেওয়া হবে।”

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বেশিরভাগ পর্যটকদের মুখে নেই মাস্ক, সজাগ পুলিশ,বীরভূমে আটক ত্রিশ

আপডেট : ৪ ডিসেম্বর ২০২১, শনিবার

দেবশ্রী মজুমদার,বোলপুর, করোনার গ্রাফ ফের উর্ধ্বমুখী। প্রশাসনের তরফে বারবার  সতর্ক বার্তা সত্ত্বেও  হেলদোল নেই আমজনতার।  বিশেষ করে এই শান্তিনিকেতনে যে সমস্ত পর্যটকেরা আসছেন তাদের ৯০ শতাংশ মানুষের মুখে মাস্ক নেই বলেই প্রশাসন সূত্রে দাবি। ফলে এলাকাতে আবার করোনার প্রাদুর্ভাবের সম্ভাবনা বেড়ে উঠতে পারে । তা মোকাবিলা করতে এবার পথে নামল জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।

শনিবার সকালে শান্তিনিকেতন সংলগ্ন সোনাঝুরির জঙ্গলে শান্তিনিকেতন থানার পক্ষ থেকে বিশেষ অভিযান চালিয়ে মাস্কহীন ৩০ জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: বন দফতরের আপত্তিতে বসন্ত উৎসব নিষিদ্ধ বোলপুরের সোনাঝুরিতে

মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে ওঠার সাথে সাথেই  করোনা সংক্রমণও ছড়াচ্ছে শহরের বিভিন্ন এলাকায়। জেলা প্রশাসন, পৌর প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সাধারণ মানুষকে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করা এবং প্রয়োজন মতো শারীরিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানানো হচ্ছে।

আরও পড়ুন: বীরভূমের হজ যাত্রীদের বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল সিউড়িতে

বিশেষ করে নজর দেয়া হচ্ছে পর্যটকদের উপর। বোলপুর শান্তিনিকেতন মানেই পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা। শনিবার এবং রবিবার শান্তিনিকেতন সংলগ্ন সোনাঝুরির জঙ্গলে সোনাঝুরির হাট দেখতে, কেনাকাটি করতে এবং এর প্রাকৃতিক সৌন্দর্যের টানে ছুটে আসেন ভ্রমণপিপাসু  মানুষজন। তাই সেখানে বিশেষ নজর দিতে হচ্ছে প্রশাসনকে।

আরও পড়ুন: বীরভূমের আরও একটি ত্রিশঙ্কু গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস

শনিবার সকাল থেকে শান্তিনিকেতন থানার পুলিশের পক্ষ থেকে সোনাঝুরির জঙ্গলের এই সোনাঝুরির হাট এ বিশেষ অভিযান চালানো হলো। মাস্কহীন দোকানদার  থেকে শুরু করে পর্যটক সকলকে সতর্ক করা হলো, পাশাপাশি দেওয়া হলো মাস্ক।

ত্রিশ জন মাস্কহীন পর্যটক এবং দোকানীদের আটক করা হয় এদিন।

জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানান, “মানুষের স্বার্থেই এই অভিযান। রাজ্য সরকার এবং আমরা চাই মানুষ সুস্থ থাকুন এবং আমাদের রাজ্য করোনামুক্ত হোক। করোনার সংক্রমণ আমাদের জেলাতে অল্প বাড়ছে। সেই দিকে লক্ষ্য রেখেই মানুষকে এত সচেতন করবার জন্য এই পদক্ষেপ। সারা জেলা জুড়ে এই কর্মসূচি নেওয়া হবে।”