০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চায়েত নির্বাচনের রায় নিয়ে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল সাংসদ আবু হাসেম খান চৌধুরীর

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৬ জুন ২০২৩, শুক্রবার
  • / 11

পারিজাত মোল্লা:  চলতি পঞ্চায়েত ভোট নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে,  সেটা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য সরকার। সেই আশঙ্কা থেকেই পঞ্চায়েত মামলায় সুপ্রিম কোর্টে আগাম ‘ক্যাভিয়েট’ দাখিল করলেন দক্ষিণ মালদহের কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী ওরফে ডালু।

কংগ্রেস সাংসদের আইনজীবী ঋজু ঘোষাল জানিয়েছেন , – ”পঞ্চায়েত ভোট নিয়ে কলকাতা হাইকোর্টের রায় আমাদের পক্ষে গিয়েছে, তাই আশঙ্কা, রাজ্য সরকার বা রাজ্য নির্বাচন কমিশন ওই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারে।তাই ক্যাভিয়েট দাখিল করা হয়েছে”।

আরও পড়ুন: ভারতের সংবিধানই এই অস্পৃশ্যকে সর্বোচ্চ পদে বসিয়েছে : গাভাই

ওই আইনজীবী আরও জানিয়েছেন, -”তাঁদের নোটিস না-পাঠিয়েই একতরফা শুনানির মাধ্যমে রাজ্য সরকার বা রাজ্য নির্বাচন কমিশন যাতে হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ আদায় করার চেষ্টা যাতে করতে না পারে, সেই উদ্দেশ্যেই এই ক্যাভিয়েট।

আরও পড়ুন: ৩ আগস্ট নিট পিজি পরীক্ষা নিতে নির্দেশ শীর্ষ কোর্টের

সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছি, যাতে এই মামলার শুনানির সময় আমাদের নোটিস পাঠানো হয়।”

আরও পড়ুন: বিচারপতি ভার্মাকে সরানোর প্রস্তুতি, সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনছে কেন্দ্র

উল্লেখ্য,  চলতি পঞ্চায়েত ভোট নিয়ে কলকাতা হাইকোর্টে তিনজন মামলাকারীর মধ্যে অন্যতম হলেন আবু হাসেম খান চৌধুরী। এছাড়া শুভেন্দু অধিকারী, অধীররঞ্জন চৌধুরী রয়েছেন। এই মামলার প্রেক্ষিতেই গত মঙ্গলবার কলকাতা হাইকোর্ট রাজ্য নির্বাচন কমিশনকে পঞ্চায়েত ভোটে স্পর্শকাতর এলাকা চিহ্নিত করার নির্দেশ দেয়।

বলা হয়, সেই সব স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। কিন্তু স্পর্শকাতর এলাকা চিহ্নিত করতে পারেনি কমিশন। সেই সঙ্গে রাজ্যে হিংসার অভিযোগ নিয়ে ফের হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন মামলাকারীরা।তবে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সব জেলায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন করার নির্দেশিকা জারি করেছেন।

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পঞ্চায়েত নির্বাচনের রায় নিয়ে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল সাংসদ আবু হাসেম খান চৌধুরীর

আপডেট : ১৬ জুন ২০২৩, শুক্রবার

পারিজাত মোল্লা:  চলতি পঞ্চায়েত ভোট নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে,  সেটা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য সরকার। সেই আশঙ্কা থেকেই পঞ্চায়েত মামলায় সুপ্রিম কোর্টে আগাম ‘ক্যাভিয়েট’ দাখিল করলেন দক্ষিণ মালদহের কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী ওরফে ডালু।

কংগ্রেস সাংসদের আইনজীবী ঋজু ঘোষাল জানিয়েছেন , – ”পঞ্চায়েত ভোট নিয়ে কলকাতা হাইকোর্টের রায় আমাদের পক্ষে গিয়েছে, তাই আশঙ্কা, রাজ্য সরকার বা রাজ্য নির্বাচন কমিশন ওই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারে।তাই ক্যাভিয়েট দাখিল করা হয়েছে”।

আরও পড়ুন: ভারতের সংবিধানই এই অস্পৃশ্যকে সর্বোচ্চ পদে বসিয়েছে : গাভাই

ওই আইনজীবী আরও জানিয়েছেন, -”তাঁদের নোটিস না-পাঠিয়েই একতরফা শুনানির মাধ্যমে রাজ্য সরকার বা রাজ্য নির্বাচন কমিশন যাতে হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ আদায় করার চেষ্টা যাতে করতে না পারে, সেই উদ্দেশ্যেই এই ক্যাভিয়েট।

আরও পড়ুন: ৩ আগস্ট নিট পিজি পরীক্ষা নিতে নির্দেশ শীর্ষ কোর্টের

সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছি, যাতে এই মামলার শুনানির সময় আমাদের নোটিস পাঠানো হয়।”

আরও পড়ুন: বিচারপতি ভার্মাকে সরানোর প্রস্তুতি, সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনছে কেন্দ্র

উল্লেখ্য,  চলতি পঞ্চায়েত ভোট নিয়ে কলকাতা হাইকোর্টে তিনজন মামলাকারীর মধ্যে অন্যতম হলেন আবু হাসেম খান চৌধুরী। এছাড়া শুভেন্দু অধিকারী, অধীররঞ্জন চৌধুরী রয়েছেন। এই মামলার প্রেক্ষিতেই গত মঙ্গলবার কলকাতা হাইকোর্ট রাজ্য নির্বাচন কমিশনকে পঞ্চায়েত ভোটে স্পর্শকাতর এলাকা চিহ্নিত করার নির্দেশ দেয়।

বলা হয়, সেই সব স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। কিন্তু স্পর্শকাতর এলাকা চিহ্নিত করতে পারেনি কমিশন। সেই সঙ্গে রাজ্যে হিংসার অভিযোগ নিয়ে ফের হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন মামলাকারীরা।তবে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সব জেলায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন করার নির্দেশিকা জারি করেছেন।