০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নীতা আম্বানির স্নানঘরেই সমুদ্র, তুষার পাত কি ভাবে সম্ভব হল এই অবিশ্বাস্য ঘটনা!

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৭ অগাস্ট ২০২২, শনিবার
  • / 49

 

পুবের কলম ওয়েবডেস্কঃ বিশ্বের সবচেয়ে ধনীদের মধ্যে অন্যতম রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি। মুম্বাইয়ে ২৭ তলা আ্যন্টিলিয়াতে স্ত্রী নীতা আম্বানি ও সন্তানদের নিয়ে থাকেন মুকেশ।

আরও পড়ুন: আত্ম-নির্ভরতার নজির! সমুদ্রের তলদেশে শত্রুকে চিনে সহজেই আঘাত হানতে সক্ষম টর্পেডো

নীতা আম্বানির শাড়ি, মোবাইল এমন পানীয়জলের বোতলও সংবাদ শিরোনামে উঠে এসেছে। বিলাশবহুল জীবনযাপনই নীতা আম্বানির প্রথম পছন্দ। এবার সংবাদ মাধ্যমে উঠে এসেছে নীতার স্নানঘরের কথা।

আরও পড়ুন: হিমাচলপ্রদেশে ৪ দিন ধরে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা, জারি হলুদ সতর্কতা

 

আরও পড়ুন: ঘূর্ণিঝড় মোচার প্রভাবে উত্তাল দিঘার সমুদ্র, সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা

 

নীতা আম্বানির স্নানঘরেই সমুদ্র, তুষার পাত কি ভাবে সম্ভব হল এই অবিশ্বাস্য ঘটনা!

চাইলেই স্নানঘরে হাজির সমুদ্র কিম্বা তুষার পাত। কিন্তু কি ভাবে। আ্যন্টলিয়াতে নিতা আম্বানির বাথরুমে রয়েছে উন্নত প্রযুক্তিতে তৈরি লাক্সারি ফিচার। এটি হল একটি স্বয়ংক্রিয় বা অটোমেটিক বাথরুম। এখানে প্রযুক্তির সাহায্যে তাপমাত্রা থেকে শুরু করে সাওয়ারের জল সবই সেট করা যায়। এছাড়া এটি হল নেচার ফ্রেন্ডলি বাথরুম। অর্থাৎ স্নানের সময় আপনি আপনার পছন্দমত পরিবেশ তৈরি করে নিতে পারবেন। কম্পিউটারের সাহায্যে বাথরুমের দেওয়ালে ফুটিয়ে তুলতে পারবেন আপনার পছন্দের দৃশ্য।

 

নীতা আম্বানির স্নানঘরেই সমুদ্র, তুষার পাত কি ভাবে সম্ভব হল এই অবিশ্বাস্য ঘটনা!

বাথরুমের দেওয়ালগুলিতে লাগানো আছে স্ক্রিন। সেখানে নিজের ইচ্ছেমত চিত্র ফুটিয়ে তোলা যায়। নীতা আম্বানির বাথরুম আবার সাউন্ড টাইপ। তিনি এমন বাথরুম ব্যবহার করতেই পছন্দ করেন। তাই তার জন্য রয়েছে সেই বিশেষ ব্যবস্থা। এমন বাথরুমের মধ্যে ঘন্টার পর ঘন্টা কাটানো যায়। রিলাক্সেশনের জন্য এখানে সব ধরনের ব্যবস্থা রয়েছে।

 

এছাড়াও আ্যন্টিলিয়াতে রয়েছে প্রাইভেট মুভি থিয়েটার, যেখানে ৫০ জন বসে ছবি দেখতে পারবেন। আ্যন্টিলিয়াতে রয়েছে সুইমিং পুল, জাকুজি, ডান্স স্টুডিও, যোগা সেন্টার, স্পা, জিম, আইসক্রিম পার্লার, কার পার্কিং, লিফট, গার্ডেন, হেলিপ্যাড, আইস হাউস ইত্যাদি আরও নানা সুযোগ-সুবিধা। এখানে প্রায় ৬০০ জন কর্মচারী রাখা হয়েছে যারা আ্যন্টিলিয়াতে নীতা ও মুকেশ আম্বানির পরিবারের সদস্যদের দেখভাল করেন।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নীতা আম্বানির স্নানঘরেই সমুদ্র, তুষার পাত কি ভাবে সম্ভব হল এই অবিশ্বাস্য ঘটনা!

আপডেট : ২৭ অগাস্ট ২০২২, শনিবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ বিশ্বের সবচেয়ে ধনীদের মধ্যে অন্যতম রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি। মুম্বাইয়ে ২৭ তলা আ্যন্টিলিয়াতে স্ত্রী নীতা আম্বানি ও সন্তানদের নিয়ে থাকেন মুকেশ।

আরও পড়ুন: আত্ম-নির্ভরতার নজির! সমুদ্রের তলদেশে শত্রুকে চিনে সহজেই আঘাত হানতে সক্ষম টর্পেডো

নীতা আম্বানির শাড়ি, মোবাইল এমন পানীয়জলের বোতলও সংবাদ শিরোনামে উঠে এসেছে। বিলাশবহুল জীবনযাপনই নীতা আম্বানির প্রথম পছন্দ। এবার সংবাদ মাধ্যমে উঠে এসেছে নীতার স্নানঘরের কথা।

আরও পড়ুন: হিমাচলপ্রদেশে ৪ দিন ধরে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা, জারি হলুদ সতর্কতা

 

আরও পড়ুন: ঘূর্ণিঝড় মোচার প্রভাবে উত্তাল দিঘার সমুদ্র, সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা

 

নীতা আম্বানির স্নানঘরেই সমুদ্র, তুষার পাত কি ভাবে সম্ভব হল এই অবিশ্বাস্য ঘটনা!

চাইলেই স্নানঘরে হাজির সমুদ্র কিম্বা তুষার পাত। কিন্তু কি ভাবে। আ্যন্টলিয়াতে নিতা আম্বানির বাথরুমে রয়েছে উন্নত প্রযুক্তিতে তৈরি লাক্সারি ফিচার। এটি হল একটি স্বয়ংক্রিয় বা অটোমেটিক বাথরুম। এখানে প্রযুক্তির সাহায্যে তাপমাত্রা থেকে শুরু করে সাওয়ারের জল সবই সেট করা যায়। এছাড়া এটি হল নেচার ফ্রেন্ডলি বাথরুম। অর্থাৎ স্নানের সময় আপনি আপনার পছন্দমত পরিবেশ তৈরি করে নিতে পারবেন। কম্পিউটারের সাহায্যে বাথরুমের দেওয়ালে ফুটিয়ে তুলতে পারবেন আপনার পছন্দের দৃশ্য।

 

নীতা আম্বানির স্নানঘরেই সমুদ্র, তুষার পাত কি ভাবে সম্ভব হল এই অবিশ্বাস্য ঘটনা!

বাথরুমের দেওয়ালগুলিতে লাগানো আছে স্ক্রিন। সেখানে নিজের ইচ্ছেমত চিত্র ফুটিয়ে তোলা যায়। নীতা আম্বানির বাথরুম আবার সাউন্ড টাইপ। তিনি এমন বাথরুম ব্যবহার করতেই পছন্দ করেন। তাই তার জন্য রয়েছে সেই বিশেষ ব্যবস্থা। এমন বাথরুমের মধ্যে ঘন্টার পর ঘন্টা কাটানো যায়। রিলাক্সেশনের জন্য এখানে সব ধরনের ব্যবস্থা রয়েছে।

 

এছাড়াও আ্যন্টিলিয়াতে রয়েছে প্রাইভেট মুভি থিয়েটার, যেখানে ৫০ জন বসে ছবি দেখতে পারবেন। আ্যন্টিলিয়াতে রয়েছে সুইমিং পুল, জাকুজি, ডান্স স্টুডিও, যোগা সেন্টার, স্পা, জিম, আইসক্রিম পার্লার, কার পার্কিং, লিফট, গার্ডেন, হেলিপ্যাড, আইস হাউস ইত্যাদি আরও নানা সুযোগ-সুবিধা। এখানে প্রায় ৬০০ জন কর্মচারী রাখা হয়েছে যারা আ্যন্টিলিয়াতে নীতা ও মুকেশ আম্বানির পরিবারের সদস্যদের দেখভাল করেন।