২০ অগাস্ট ২০২৫, বুধবার, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মাত্র ২৭  সেকেন্ড! আতঙ্কিত বিরাট, তারপর কি হল দেখুন ভাইরাল ভিডিও

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৩১ অক্টোবর ২০২২, সোমবার
  • / 50

 

 

আরও পড়ুন: ৪৫ নম্বর সেঞ্চুরিতে বিরাট ভাঙলেন শচীনের রেকর্ড

 

আরও পড়ুন: বিরাট  কৃতিত্ব:  বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে টি-২০তে ছুঁলেন চার হাজার রানের মাইলস্টোন

পুবের কলম ওয়েবডেস্ক:    মাত্র ২৭  সেকেন্ড।  তাতেই পড়ে গিয়েছে শোরগোল, ভারতের প্রাক্তন ক্রিকেট  অধিনায়ক বিরাট কোহলির হোটেলের ঘরের ভিডিও এখন বিকচ্ছে সোশ্যাল মিডিয়ায়।  বিরাট একইসঙ্গে আতঙ্কিত ওবিরক্ত। একজন খেলোয়াড়ের গোপনীয়তার পর্দা এইভাবে ফাঁস হওয়ায়।

আরও পড়ুন: বিরাট রাজে ধ্বংস বাবর সাম্রাজ্য

 

ইন্সটাগ্রামে দেখা যাচ্ছে ভারতীয় ক্রিকেট দলের এই তারকার হোটেল রুমের একটি ভিডিও। প্রথমে দেখা যাচ্ছে  তাঁর ঘরের টেবিল।যেখানে দেখা যাচ্ছে রয়েছে চশমা, টুপি, ডায়েরি এবং পেন। এরপর একটি তোয়ালের ওপর রয়েছে একটি পেপারওয়েট।

ক্যামেরা ফোকাস করেছে বিরাটের বিছানা এবং মেঝেতে সাজিয়ে রাখা সাত জোড়া জুতোতেও। রয়েছে খান দুয়েক ট্রলি, যেখানে রয়েছে জামকাপড়, ভিডিওতে দেখা যাচ্ছে কোহলির ড্রেসিং টেবিলের ওপর রয়েছে বেশকিছু প্রসাধনী সামগ্রী।

 

দেখা যাচ্ছে তিনজন ব্যক্তি এই ভিডিও করছেন, তাদের পরনের পোশাক দেখে মনে হচ্ছে তাঁরা হোটলেরই কর্মী। কিন্তু কি করে তারা ঘরে ঢুকে ভিডিও করলেন, তারপরে যখন কোহলি খেলার জন্য মাঠে ছিলেন সেই সময় তাঁর ঘরে প্রবেশ করেন ভিডিওকারীরা ।  এই ঘটনায় বিরাট যারপর নাই বিরক্ত ও আতঙ্কিত। হোটেলের নিরাপত্তা নিয়েও  উঠছে প্রশ্ন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাত্র ২৭  সেকেন্ড! আতঙ্কিত বিরাট, তারপর কি হল দেখুন ভাইরাল ভিডিও

আপডেট : ৩১ অক্টোবর ২০২২, সোমবার

 

 

আরও পড়ুন: ৪৫ নম্বর সেঞ্চুরিতে বিরাট ভাঙলেন শচীনের রেকর্ড

 

আরও পড়ুন: বিরাট  কৃতিত্ব:  বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে টি-২০তে ছুঁলেন চার হাজার রানের মাইলস্টোন

পুবের কলম ওয়েবডেস্ক:    মাত্র ২৭  সেকেন্ড।  তাতেই পড়ে গিয়েছে শোরগোল, ভারতের প্রাক্তন ক্রিকেট  অধিনায়ক বিরাট কোহলির হোটেলের ঘরের ভিডিও এখন বিকচ্ছে সোশ্যাল মিডিয়ায়।  বিরাট একইসঙ্গে আতঙ্কিত ওবিরক্ত। একজন খেলোয়াড়ের গোপনীয়তার পর্দা এইভাবে ফাঁস হওয়ায়।

আরও পড়ুন: বিরাট রাজে ধ্বংস বাবর সাম্রাজ্য

 

ইন্সটাগ্রামে দেখা যাচ্ছে ভারতীয় ক্রিকেট দলের এই তারকার হোটেল রুমের একটি ভিডিও। প্রথমে দেখা যাচ্ছে  তাঁর ঘরের টেবিল।যেখানে দেখা যাচ্ছে রয়েছে চশমা, টুপি, ডায়েরি এবং পেন। এরপর একটি তোয়ালের ওপর রয়েছে একটি পেপারওয়েট।

ক্যামেরা ফোকাস করেছে বিরাটের বিছানা এবং মেঝেতে সাজিয়ে রাখা সাত জোড়া জুতোতেও। রয়েছে খান দুয়েক ট্রলি, যেখানে রয়েছে জামকাপড়, ভিডিওতে দেখা যাচ্ছে কোহলির ড্রেসিং টেবিলের ওপর রয়েছে বেশকিছু প্রসাধনী সামগ্রী।

 

দেখা যাচ্ছে তিনজন ব্যক্তি এই ভিডিও করছেন, তাদের পরনের পোশাক দেখে মনে হচ্ছে তাঁরা হোটলেরই কর্মী। কিন্তু কি করে তারা ঘরে ঢুকে ভিডিও করলেন, তারপরে যখন কোহলি খেলার জন্য মাঠে ছিলেন সেই সময় তাঁর ঘরে প্রবেশ করেন ভিডিওকারীরা ।  এই ঘটনায় বিরাট যারপর নাই বিরক্ত ও আতঙ্কিত। হোটেলের নিরাপত্তা নিয়েও  উঠছে প্রশ্ন।