১৫ অক্টোবর ২০২৫, বুধবার, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদে শপথ নিলেন প্রকাশ শ্রীবাস্তব

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১১ অক্টোবর ২০২১, সোমবার
  • / 160

পুবের কলম, ওয়েবডেস্কঃ হাইকোর্টে (kolkata high court) প্রধান বিচারপতির পদে শপথ নিলেন প্রকাশ শ্রীবাস্তব (Chief Justice Prakash Srivastava)।

সোমবার প্রধান বিচারপতি পদে শপথ নেন তিনি। শপথবাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকর। আমন্ত্রিতদের মধ্যে উপস্থিত ছিলেন  রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, মলয় ঘটক, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ ছাড়াও এই অনুষ্ঠানে ছিলেন বম্বে হাই কোর্টের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত।

আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সব হস্টেল বন্ধ রাখতে হবে: calcutta high court

আরও পড়ুন: হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য পুজো কমিটি

শপথ  নেওয়ার পর প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বলেন, ‘বিচারপ্রার্থীদের দ্রুত সুবিচার দিতে সদা তৎপর থাকব। দেশের সব থেকে পুরনো হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব পেয়ে আমি খুশি। এই আদালতের বারে একাধিক স্বনামধন্য আইনজীবী রয়েছেন।’

আরও পড়ুন: নতুন ওবিসি তালিকায় স্থগিতাদেশ খারিজ শীর্ষ কোর্টে, জয় রাজ্যের

এদিন কলকাতা হাইকোর্টের ১ নম্বর এজলাসে শপথ নেন নতুন প্রধান বিচারপতি। এর আগে মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন প্রকাশ শ্রীবাস্তব। চলতি বছরের জানুয়ারি মাস থেকে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি পদে কোনও স্থায়ী বিচারপতি ছিলেন না। এই পর্বে  হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব সামলেছেন রাজেশ বিন্দল। তিনি সম্প্রতি এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন।

গত ২৮ এপ্রিল অবসর নেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণণ। তার পর থেকে শূন্য ছিল পদটি। প্রকাশ শ্রীবাস্তব হবেন কলকাতা ১৫৯ বছরের ইতিহাসে ৪২তম প্রধান বিচারপতি। ১৯৬১ সালের ৩১ মার্চ জন্মগ্রহণ করেন বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। শৈশব থেকেই খুব মেধাবী ছাত্র ছিলেন তিনি। ২০০৮ সালে মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন।

উল্লেখ্য, সম্প্রতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের নাম সুপারিশ করে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। এর পর দেশের ১৩ টি হাইকোর্টে নয়া বিচারপতি নিয়োগে অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেই মতোই কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি হলেন প্রকাশ শ্রীবাস্তব। তেলাঙ্গানা, মধ্যপ্রদেশ, কর্নাটক, মেঘালয়, গুজরাত, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, ত্রিপুরা, হিমাচলপ্রদেশ, সিকিম এবং ছত্তিশগড় হাইকোর্টেও নয়া প্রধান বিচারপতি নিযুক্ত করা হয়েছে। ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছেন ইন্দ্রজিৎ মোহান্তি।  

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদে শপথ নিলেন প্রকাশ শ্রীবাস্তব

আপডেট : ১১ অক্টোবর ২০২১, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ হাইকোর্টে (kolkata high court) প্রধান বিচারপতির পদে শপথ নিলেন প্রকাশ শ্রীবাস্তব (Chief Justice Prakash Srivastava)।

সোমবার প্রধান বিচারপতি পদে শপথ নেন তিনি। শপথবাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকর। আমন্ত্রিতদের মধ্যে উপস্থিত ছিলেন  রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, মলয় ঘটক, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ ছাড়াও এই অনুষ্ঠানে ছিলেন বম্বে হাই কোর্টের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত।

আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সব হস্টেল বন্ধ রাখতে হবে: calcutta high court

আরও পড়ুন: হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য পুজো কমিটি

শপথ  নেওয়ার পর প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বলেন, ‘বিচারপ্রার্থীদের দ্রুত সুবিচার দিতে সদা তৎপর থাকব। দেশের সব থেকে পুরনো হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব পেয়ে আমি খুশি। এই আদালতের বারে একাধিক স্বনামধন্য আইনজীবী রয়েছেন।’

আরও পড়ুন: নতুন ওবিসি তালিকায় স্থগিতাদেশ খারিজ শীর্ষ কোর্টে, জয় রাজ্যের

এদিন কলকাতা হাইকোর্টের ১ নম্বর এজলাসে শপথ নেন নতুন প্রধান বিচারপতি। এর আগে মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন প্রকাশ শ্রীবাস্তব। চলতি বছরের জানুয়ারি মাস থেকে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি পদে কোনও স্থায়ী বিচারপতি ছিলেন না। এই পর্বে  হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব সামলেছেন রাজেশ বিন্দল। তিনি সম্প্রতি এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন।

গত ২৮ এপ্রিল অবসর নেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণণ। তার পর থেকে শূন্য ছিল পদটি। প্রকাশ শ্রীবাস্তব হবেন কলকাতা ১৫৯ বছরের ইতিহাসে ৪২তম প্রধান বিচারপতি। ১৯৬১ সালের ৩১ মার্চ জন্মগ্রহণ করেন বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। শৈশব থেকেই খুব মেধাবী ছাত্র ছিলেন তিনি। ২০০৮ সালে মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন।

উল্লেখ্য, সম্প্রতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের নাম সুপারিশ করে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। এর পর দেশের ১৩ টি হাইকোর্টে নয়া বিচারপতি নিয়োগে অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেই মতোই কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি হলেন প্রকাশ শ্রীবাস্তব। তেলাঙ্গানা, মধ্যপ্রদেশ, কর্নাটক, মেঘালয়, গুজরাত, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, ত্রিপুরা, হিমাচলপ্রদেশ, সিকিম এবং ছত্তিশগড় হাইকোর্টেও নয়া প্রধান বিচারপতি নিযুক্ত করা হয়েছে। ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছেন ইন্দ্রজিৎ মোহান্তি।