০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আমন্ত্রণের পরেও আলিয়ার ফিনান্স কমিটির বৈঠকে অনুপস্থিত এমএএমই’র প্রতিনিধিরা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৮ অক্টোবর ২০২১, শুক্রবার
  • / 7

পু‌বের কলম প্রতি‌বেদক: আগাম আমন্ত্রণ থাকা সত্ত্বেও আলিয়ার ফিনান্স কমি‌টির বৈঠকে উপ‌স্থিত হ‌লেন না রাজ‌্য সংখ‌্যালঘু দফত‌রের কোনও প্রতি‌নি‌ধি। শুক্রবার  আলিয়া কর্তৃপক্ষ জা‌নি‌য়ে‌ছে, সংখ‌্যালঘু দফত‌রের ফিনান্সিয়াল অ‌্যাডভাইজার সৌ‌মিত্র লাহা আলিয়ার ফিনান্স ক‌মি‌টির সদস‌্য। ‌বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের একা‌ধিক মি‌টিং‌য়ে তা‌কে আমন্ত্রণ জানা‌নো হ‌য়ে‌ছে। কিন্তু বহু দিন ধ‌রে বৈঠ‌কে উপ‌স্থিত হ‌চ্ছেন না। ন‌্যাক, বি‌ভিন্ন খা‌তের খরচ,  একা‌ধিক প্রস্তাব নি‌য়ে এদিনের বৈঠ‌কে আলোচনা হয়। এ‌দিকে আলিয়াকে সাধারণ খাতে বরাদ্দ দেওয়ার কথা ছিল,  সেই খা‌তে ৩ কো‌টি টাকা বরাদ্দ পাঠা‌নো হ‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছে কর্তৃপক্ষ।

ক‌রোনা প‌রি‌স্থি‌তি‌তে পড়ুয়া‌দের দা‌বি অনুসা‌রে বি‌ভিন্ন বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের পাশাপা‌শি আলিয়ার স্নাতক ও স্নাত‌কোত্ত‌রের প্রথম  সে‌মিস্টা‌র বা‌দে সমস্ত ফি মুকুব করার সিদ্ধা‌ন্তের কথা জানা‌লেন আলিয়ার রে‌জিস্ট্রার ড নুরুস সালাম। তি‌নি ব‌লেন, পড়ুয়া‌দের সুবিধার জন‌্যই এই ব‌্যবস্থা নেওয়া হ‌য়ে‌ছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আমন্ত্রণের পরেও আলিয়ার ফিনান্স কমিটির বৈঠকে অনুপস্থিত এমএএমই’র প্রতিনিধিরা

আপডেট : ৮ অক্টোবর ২০২১, শুক্রবার

পু‌বের কলম প্রতি‌বেদক: আগাম আমন্ত্রণ থাকা সত্ত্বেও আলিয়ার ফিনান্স কমি‌টির বৈঠকে উপ‌স্থিত হ‌লেন না রাজ‌্য সংখ‌্যালঘু দফত‌রের কোনও প্রতি‌নি‌ধি। শুক্রবার  আলিয়া কর্তৃপক্ষ জা‌নি‌য়ে‌ছে, সংখ‌্যালঘু দফত‌রের ফিনান্সিয়াল অ‌্যাডভাইজার সৌ‌মিত্র লাহা আলিয়ার ফিনান্স ক‌মি‌টির সদস‌্য। ‌বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের একা‌ধিক মি‌টিং‌য়ে তা‌কে আমন্ত্রণ জানা‌নো হ‌য়ে‌ছে। কিন্তু বহু দিন ধ‌রে বৈঠ‌কে উপ‌স্থিত হ‌চ্ছেন না। ন‌্যাক, বি‌ভিন্ন খা‌তের খরচ,  একা‌ধিক প্রস্তাব নি‌য়ে এদিনের বৈঠ‌কে আলোচনা হয়। এ‌দিকে আলিয়াকে সাধারণ খাতে বরাদ্দ দেওয়ার কথা ছিল,  সেই খা‌তে ৩ কো‌টি টাকা বরাদ্দ পাঠা‌নো হ‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছে কর্তৃপক্ষ।

ক‌রোনা প‌রি‌স্থি‌তি‌তে পড়ুয়া‌দের দা‌বি অনুসা‌রে বি‌ভিন্ন বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের পাশাপা‌শি আলিয়ার স্নাতক ও স্নাত‌কোত্ত‌রের প্রথম  সে‌মিস্টা‌র বা‌দে সমস্ত ফি মুকুব করার সিদ্ধা‌ন্তের কথা জানা‌লেন আলিয়ার রে‌জিস্ট্রার ড নুরুস সালাম। তি‌নি ব‌লেন, পড়ুয়া‌দের সুবিধার জন‌্যই এই ব‌্যবস্থা নেওয়া হ‌য়ে‌ছে।