১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রবিবার কলকাতা পুরভোট, তুঙ্গে প্রস্তুতি, চলছে নাকা চেকিং থেকে রুট মার্চ

কলকাতার রাস্তায় রুট মার্চ---- ছবি সন্দীপ সাহা

পুবের কলম, ওয়েবডেস্কঃ পুরভোট নিয়ে উন্মাদনা তুঙ্গে। পুরসভার ১৪৪টি ওয়ার্ডে চলছে ভোটগ্রহণ। মোট বুথের সংখ্যা ৪৯৫৯। ১১৩৯টি স্পর্শকাতর বুথ রয়েছে। মোট ভোটার সংখ্যা ৪০,৪৮,৩৫। সবচেয়ে বেশি ভোটার রয়েছে ৬৬ নম্বর ওয়ার্ডে। মোট ভোটার সংখ্যা ৯৫,০৩৮ জন। সবচেয়ে কম ভোটার রয়েছেন ৮৭ নম্বর ওয়ার্ডে। ভোটার সংখ্যা ১০,০৩৩। কলকাতায় ওয়ার্ড পিছু গড় ভোটার ২৮,১১৪ জন। ‘স্পর্শকাতর’ বুথগুলির মধ্যে সাত নম্বর বরোতেই রয়েছে ২৫০টি।

রবিবার কলকাতা পুরভোট, তুঙ্গে প্রস্তুতি, চলছে নাকা চেকিং থেকে রুট মার্চ

আরও পড়ুন: রবিবার ……… নিশ্চিন্তের ঘুম

পুরভোটের দিন রাস্তায় থাকবেন ১৮ জন ডিসি। ২০০টি পিকেট হবে। প্রত্যেক পিকেটে সার্জেন্টরা থাকবেন। ৭৮টি কুইক রেসপন্স টিম থাকছে। শনিবার অর্থাৎ আজ থেকে ৭২টি কুইক রেসপন্স টিম শহরে ঘুরবে। ৩৫টি স্পর্শকাতর এলাকায় থাকবে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড। রাস্তায় থাকবেন ২৩,০০০ পুলিশ কর্মী।

আরও পড়ুন: ভোটের আগের দিন হাওড়াতেও চলছে প্রস্তুতি

 

আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু বীরভূমে

রবিবার কলকাতা পুরভোট, তুঙ্গে প্রস্তুতি, চলছে নাকা চেকিং থেকে রুট মার্চ

চলছে পুলিশের রুট মার্চ। শান্তিপূর্ণ ভোটের আশ্বাস দিয়েছে কলকাতা পুলিশ। কমব্যাট ফোর্স, কমান্ডো বাহিনী থেকে Raff সমস্ত কিছুই রয়েছে। শুক্রবার শ্যামবাজারের পাশাপাশি শহরের আরও তিন জায়গায় রুটমার্চ চলে পুলিশের। শনিবার সকালেও একই চিত্র দেখল শহরবাসী। নিউ মার্কেট, মুচিপাড়া, পূর্ব যাদবপুর, সার্ভে পার্ক-সব বিভিন্ন থানা এলাকায় রুটমার্চ করে বাহিনী। ধর্মতলা, পার্ক স্ট্রিট সংলগ্ন বিভিন্ন হোটেলে অভিযান চালায় পুলিশ।

সর্বধিক পাঠিত

ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু যুক্তরাষ্ট্রের, আন্তর্জাতিক বাজারে প্রথম চালান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রবিবার কলকাতা পুরভোট, তুঙ্গে প্রস্তুতি, চলছে নাকা চেকিং থেকে রুট মার্চ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ পুরভোট নিয়ে উন্মাদনা তুঙ্গে। পুরসভার ১৪৪টি ওয়ার্ডে চলছে ভোটগ্রহণ। মোট বুথের সংখ্যা ৪৯৫৯। ১১৩৯টি স্পর্শকাতর বুথ রয়েছে। মোট ভোটার সংখ্যা ৪০,৪৮,৩৫। সবচেয়ে বেশি ভোটার রয়েছে ৬৬ নম্বর ওয়ার্ডে। মোট ভোটার সংখ্যা ৯৫,০৩৮ জন। সবচেয়ে কম ভোটার রয়েছেন ৮৭ নম্বর ওয়ার্ডে। ভোটার সংখ্যা ১০,০৩৩। কলকাতায় ওয়ার্ড পিছু গড় ভোটার ২৮,১১৪ জন। ‘স্পর্শকাতর’ বুথগুলির মধ্যে সাত নম্বর বরোতেই রয়েছে ২৫০টি।

রবিবার কলকাতা পুরভোট, তুঙ্গে প্রস্তুতি, চলছে নাকা চেকিং থেকে রুট মার্চ

আরও পড়ুন: রবিবার ……… নিশ্চিন্তের ঘুম

পুরভোটের দিন রাস্তায় থাকবেন ১৮ জন ডিসি। ২০০টি পিকেট হবে। প্রত্যেক পিকেটে সার্জেন্টরা থাকবেন। ৭৮টি কুইক রেসপন্স টিম থাকছে। শনিবার অর্থাৎ আজ থেকে ৭২টি কুইক রেসপন্স টিম শহরে ঘুরবে। ৩৫টি স্পর্শকাতর এলাকায় থাকবে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড। রাস্তায় থাকবেন ২৩,০০০ পুলিশ কর্মী।

আরও পড়ুন: ভোটের আগের দিন হাওড়াতেও চলছে প্রস্তুতি

 

আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু বীরভূমে

রবিবার কলকাতা পুরভোট, তুঙ্গে প্রস্তুতি, চলছে নাকা চেকিং থেকে রুট মার্চ

চলছে পুলিশের রুট মার্চ। শান্তিপূর্ণ ভোটের আশ্বাস দিয়েছে কলকাতা পুলিশ। কমব্যাট ফোর্স, কমান্ডো বাহিনী থেকে Raff সমস্ত কিছুই রয়েছে। শুক্রবার শ্যামবাজারের পাশাপাশি শহরের আরও তিন জায়গায় রুটমার্চ চলে পুলিশের। শনিবার সকালেও একই চিত্র দেখল শহরবাসী। নিউ মার্কেট, মুচিপাড়া, পূর্ব যাদবপুর, সার্ভে পার্ক-সব বিভিন্ন থানা এলাকায় রুটমার্চ করে বাহিনী। ধর্মতলা, পার্ক স্ট্রিট সংলগ্ন বিভিন্ন হোটেলে অভিযান চালায় পুলিশ।