১৩ অগাস্ট ২০২৫, বুধবার, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরাইলের হামলার মধ্যেও নির্ভয়ে সংবাদ পরিবেশন, ইরানের টেলিভিশন সঞ্চালিকাকে পুরস্কৃত করল ভেনেজুয়েলা 

চামেলি দাস
  • আপডেট : ২৮ জুন ২০২৫, শনিবার
  • / 233

পুবের কলম ওয়েবডেস্ক: ইসরাইলের ভয়াবহ হামলার মধ্যেও সঞ্চালনা চালিয়ে যাওয়ার সাহসিকতার পুরস্কার পেলেন ইরানের টেলিভিশন সঞ্চালিকা সাহার এমামি। ভেনেজুয়েলা ‘সিমন বলিভার’ পুরস্কারে সম্মানিত করা হল তাঁকে।

 

আরও পড়ুন: বোমা মারলেও ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি থেকে সরবে না, আমেরিকাকে বার্তা ইরানের বিদেশমন্ত্রীর

গত ১৬ জুন ইসরাইল ইরানের সরকারি চ্যানেল আইআরআইবি-র কেন্দ্রীয় কার্যালয়ে বোমা হামলা চালায়। সেই সময় টেলিভিশনে লাইভ সম্প্রচার চলছিল। প্রাণের ঝুঁকি নিয়েও সাহার এমামি সঞ্চালনা থামাননি। সাহসিকতার সঙ্গে অনুষ্ঠান চালিয়ে যান। তাঁর এই অসাধারণ সাহসিকতা শুধু ইরানে নয়, সারা বিশ্বে প্রশংসা কুড়িয়েছে।

আরও পড়ুন: ইসরাইলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, আইন পাস ইরানের সংসদে

 

আরও পড়ুন: ইরানের সুন্নি আলেমদের ঐতিহাসিক বিবৃতি: ‘একতার ডাক’ মুসলিম উম্মাহর প্রতি

ইরানে জাতীয় সাংবাদিক দিবস উপলক্ষে ভেনেজুয়েলায় একটি অনুষ্ঠান আয়োজিত হয়। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সাহার এমামি এবং একই হামলায় নিহত আইআরআইবি-র শহিদদের সম্মানিত করে ‘সিমন বলিভার’ পুরস্কার প্রদান করেন।

 

পুরস্কার গ্রহণ করেন ভেনেজুয়েলায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলি চেগিনি, যিনি সাহার এমামি এবং শহিদদের পরিবারের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে প্রেসিডেন্ট মাদুরো ইরানি জনগণ, সরকার ও সশস্ত্র বাহিনীর সাহসী প্রতিরোধের ভূয়সী প্রশংসা করেন । ইরানের চূড়ান্ত বিজয়ের প্রতি আস্থা প্রকাশ করেন।

পুরস্কার প্রদানের সময় সমবেত অতিথিরা করতালি দিয়ে এই সিদ্ধান্তকে স্বাগত জানান। অনুষ্ঠানটি ভেনেজুয়েলার একাধিক সরকারি টেলিভিশন চ্যানেলে লাইভ সম্প্রচার করা হয়।

 

এই পুরস্কার সাহস, সাংবাদিকতা এবং সত্য প্রচারের প্রতীক হিসাবে সাহার এমামির নামকে ইতিহাসে স্মরণীয় করে তুলল।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইসরাইলের হামলার মধ্যেও নির্ভয়ে সংবাদ পরিবেশন, ইরানের টেলিভিশন সঞ্চালিকাকে পুরস্কৃত করল ভেনেজুয়েলা 

আপডেট : ২৮ জুন ২০২৫, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক: ইসরাইলের ভয়াবহ হামলার মধ্যেও সঞ্চালনা চালিয়ে যাওয়ার সাহসিকতার পুরস্কার পেলেন ইরানের টেলিভিশন সঞ্চালিকা সাহার এমামি। ভেনেজুয়েলা ‘সিমন বলিভার’ পুরস্কারে সম্মানিত করা হল তাঁকে।

 

আরও পড়ুন: বোমা মারলেও ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি থেকে সরবে না, আমেরিকাকে বার্তা ইরানের বিদেশমন্ত্রীর

গত ১৬ জুন ইসরাইল ইরানের সরকারি চ্যানেল আইআরআইবি-র কেন্দ্রীয় কার্যালয়ে বোমা হামলা চালায়। সেই সময় টেলিভিশনে লাইভ সম্প্রচার চলছিল। প্রাণের ঝুঁকি নিয়েও সাহার এমামি সঞ্চালনা থামাননি। সাহসিকতার সঙ্গে অনুষ্ঠান চালিয়ে যান। তাঁর এই অসাধারণ সাহসিকতা শুধু ইরানে নয়, সারা বিশ্বে প্রশংসা কুড়িয়েছে।

আরও পড়ুন: ইসরাইলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, আইন পাস ইরানের সংসদে

 

আরও পড়ুন: ইরানের সুন্নি আলেমদের ঐতিহাসিক বিবৃতি: ‘একতার ডাক’ মুসলিম উম্মাহর প্রতি

ইরানে জাতীয় সাংবাদিক দিবস উপলক্ষে ভেনেজুয়েলায় একটি অনুষ্ঠান আয়োজিত হয়। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সাহার এমামি এবং একই হামলায় নিহত আইআরআইবি-র শহিদদের সম্মানিত করে ‘সিমন বলিভার’ পুরস্কার প্রদান করেন।

 

পুরস্কার গ্রহণ করেন ভেনেজুয়েলায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলি চেগিনি, যিনি সাহার এমামি এবং শহিদদের পরিবারের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে প্রেসিডেন্ট মাদুরো ইরানি জনগণ, সরকার ও সশস্ত্র বাহিনীর সাহসী প্রতিরোধের ভূয়সী প্রশংসা করেন । ইরানের চূড়ান্ত বিজয়ের প্রতি আস্থা প্রকাশ করেন।

পুরস্কার প্রদানের সময় সমবেত অতিথিরা করতালি দিয়ে এই সিদ্ধান্তকে স্বাগত জানান। অনুষ্ঠানটি ভেনেজুয়েলার একাধিক সরকারি টেলিভিশন চ্যানেলে লাইভ সম্প্রচার করা হয়।

 

এই পুরস্কার সাহস, সাংবাদিকতা এবং সত্য প্রচারের প্রতীক হিসাবে সাহার এমামির নামকে ইতিহাসে স্মরণীয় করে তুলল।