০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পদযাত্রা থেকে সাংবাদিক বৈঠক হাওড়া সফর শেষ করলেন স্মৃতি ইরানি

আইভি আদক, হাওড়াঃ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির তিনদিনের হাওড়া সদর লোকসভা কেন্দ্রে ঠাসা কর্মসূচির মঙ্গলবারই ছিল শেষ দিন। এদিন সকাল থেকেই তিনি বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন। স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তিতে এদিন “আজাদি কা অমৃত মহোৎসব” উপলক্ষে এক পদযাত্রায় অংশ নেন স্মৃতি ইরানি। কদমতলা বাসস্ট্যান্ড থেকে পঞ্চাননতলা রোড হয়ে হাওড়া ময়দান পর্যন্ত ওই মিছিলের আয়োজন করা হয়। এরপর বালিটিকুরিতে তরুণ দল ক্লাব সংলগ্ন শিবপুর কেন্দ্রে ১১৯ নম্বর বুথে বাড়ি বাড়ি মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন তিনি। গাড়ি থেকে নেমে প্রথমেই তিনি মৃত বিজেপি কর্মী দেবকুমার নস্করের বাড়িতে যান। ওনার স্ত্রী পম্পা নস্করের সাথে কথা বলেন।

পদযাত্রা থেকে সাংবাদিক বৈঠক হাওড়া সফর শেষ করলেন স্মৃতি ইরানি

আরও পড়ুন: আমেঠি থেকে প্রার্থী হবেন রাহুল

এরপর দলের প্রমুখের বাড়িতে মধ্যাহ্নভোজন সারেন তিনি। আমিষ নয় বরং নিরামিষ পদেই মধ্যাহ্নভোজ সারেন তিনি। স্মৃতি ইরানির মেনুতে ছিল ভাত, মুগের ডাল, আলু পোস্ত, শুক্ত, আলু ভাজা, পটল ভাজা, বেগুনভাজা, চাটনি এবং দই। সেখানে বিজেপি কর্মীর বাড়ির শিশুকে কোলে বসিয়ে আদর করতে দেখা যায় স্মৃতি ইরানিকে। মহিলাদের সঙ্গেও রীতিমতো ঘরোয়া মেজাজে আড্ডা জুড়ে দেন তিনি। এদিন হাওড়ার কর্মী-সমর্থকদের নিয়ে কর্মীসভাও করেন বিজেপির এই শীর্ষ নেত্রী। এরপর জেলা পার্টি অফিসে প্রেস মিট করেন স্মৃতি ইরানি। এর মধ্য দিয়েই তিনদিনের প্রবাস কার্যক্রম শেষ করেন তিনি।

আরও পড়ুন: অভিযোগ ভিত্তিহীন, রাহুলের ফ্লাইং কিস প্রশ্নে বিজেপিকে সাফ জবাব কংগ্রেস বিধায়িকার

আরও পড়ুন: সংখ্যালঘু বাজেটে কমেছে ৩৮ শতাংশ, সংসদে প্রশ্নের মুখে  স্মৃতি ইরানি
সর্বধিক পাঠিত

পুলিশি তল্লাশিতে উদ্ধার অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরক, রাজস্থানে ধৃত ২

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পদযাত্রা থেকে সাংবাদিক বৈঠক হাওড়া সফর শেষ করলেন স্মৃতি ইরানি

আপডেট : ১২ জুলাই ২০২২, মঙ্গলবার

আইভি আদক, হাওড়াঃ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির তিনদিনের হাওড়া সদর লোকসভা কেন্দ্রে ঠাসা কর্মসূচির মঙ্গলবারই ছিল শেষ দিন। এদিন সকাল থেকেই তিনি বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন। স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তিতে এদিন “আজাদি কা অমৃত মহোৎসব” উপলক্ষে এক পদযাত্রায় অংশ নেন স্মৃতি ইরানি। কদমতলা বাসস্ট্যান্ড থেকে পঞ্চাননতলা রোড হয়ে হাওড়া ময়দান পর্যন্ত ওই মিছিলের আয়োজন করা হয়। এরপর বালিটিকুরিতে তরুণ দল ক্লাব সংলগ্ন শিবপুর কেন্দ্রে ১১৯ নম্বর বুথে বাড়ি বাড়ি মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন তিনি। গাড়ি থেকে নেমে প্রথমেই তিনি মৃত বিজেপি কর্মী দেবকুমার নস্করের বাড়িতে যান। ওনার স্ত্রী পম্পা নস্করের সাথে কথা বলেন।

পদযাত্রা থেকে সাংবাদিক বৈঠক হাওড়া সফর শেষ করলেন স্মৃতি ইরানি

আরও পড়ুন: আমেঠি থেকে প্রার্থী হবেন রাহুল

এরপর দলের প্রমুখের বাড়িতে মধ্যাহ্নভোজন সারেন তিনি। আমিষ নয় বরং নিরামিষ পদেই মধ্যাহ্নভোজ সারেন তিনি। স্মৃতি ইরানির মেনুতে ছিল ভাত, মুগের ডাল, আলু পোস্ত, শুক্ত, আলু ভাজা, পটল ভাজা, বেগুনভাজা, চাটনি এবং দই। সেখানে বিজেপি কর্মীর বাড়ির শিশুকে কোলে বসিয়ে আদর করতে দেখা যায় স্মৃতি ইরানিকে। মহিলাদের সঙ্গেও রীতিমতো ঘরোয়া মেজাজে আড্ডা জুড়ে দেন তিনি। এদিন হাওড়ার কর্মী-সমর্থকদের নিয়ে কর্মীসভাও করেন বিজেপির এই শীর্ষ নেত্রী। এরপর জেলা পার্টি অফিসে প্রেস মিট করেন স্মৃতি ইরানি। এর মধ্য দিয়েই তিনদিনের প্রবাস কার্যক্রম শেষ করেন তিনি।

আরও পড়ুন: অভিযোগ ভিত্তিহীন, রাহুলের ফ্লাইং কিস প্রশ্নে বিজেপিকে সাফ জবাব কংগ্রেস বিধায়িকার

আরও পড়ুন: সংখ্যালঘু বাজেটে কমেছে ৩৮ শতাংশ, সংসদে প্রশ্নের মুখে  স্মৃতি ইরানি