০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দেশের নাম উজ্জ্বল করলেন ৪টি সোনার পদক জয়ী হাওড়ার বালির মেয়ের স্নেহা   

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৫ মে ২০২৩, শুক্রবার
  • / 9

আইভি আদক, হাওড়া:  চরম অর্থাভাবে প্রতিযোগিতায় অংশ নেওয়াই একসময় দুষ্কর হয়ে উঠেছিল। প্রতিযোগিতার এন্ট্রি ফি-র ব্যবস্থা করে দিয়েছিলেন এলাকার বিধায়ক। সেই স্নেহাই আজ দেশের হয়ে চার চারটি সোনা জয়ী। কেরলের আলাপুঝায় অনুষ্ঠিত এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ৪টি সোনা জিতে নিয়েছে বালির মেয়ে স্নেহা ঘরামি।

দেশের নাম উজ্জ্বল করলেন ৪টি সোনার পদক জয়ী হাওড়ার বালির মেয়ের স্নেহা   

প্রসঙ্গত,  ওই প্রতিযোগিতায় স্নেহার অংশগ্রহণ নিয়েই একসময় অনিশ্চয়তা তৈরি হয়েছিল। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ দেওয়ার সামর্থ ছিল না তার। হতাশায় ভেঙে পড়েছিল ১৭ বছরের স্নেহা। তার সাহায্যে এগিয়ে এসেছিলেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ। তিনিই প্রতিযোগিতায় যোগ দেওয়ার সম্পূর্ণ অর্থ দেন স্নেহাকে।

দেশের নাম উজ্জ্বল করলেন ৪টি সোনার পদক জয়ী হাওড়ার বালির মেয়ের স্নেহা   

এরপরই সব বাধা কেটে গেলে অনুশীলনে মনোসংযোগ করেন স্নেহা। স্নেহার সাফল্যে বাংলার গৌরব বাড়ল বলেই মনে করছেন পাওয়ার লিফটিংয়ের সঙ্গে যুক্ত সমস্ত প্রতিযোগী,  খেলোয়াড় ও সংগঠকরা। স্নেহা ব্যক্তিগত প্রতিযোগিতায় ৩টি ও দলগতভাবে ১টি সোনা জিতেছে বলে এখনও পর্যন্ত জানা গেছে। এশিয়ান পাওয়ার লিফটিং-এ বেশ কয়েকটি রেকর্ডও করেছেন বালির স্নেহা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দেশের নাম উজ্জ্বল করলেন ৪টি সোনার পদক জয়ী হাওড়ার বালির মেয়ের স্নেহা   

আপডেট : ৫ মে ২০২৩, শুক্রবার

আইভি আদক, হাওড়া:  চরম অর্থাভাবে প্রতিযোগিতায় অংশ নেওয়াই একসময় দুষ্কর হয়ে উঠেছিল। প্রতিযোগিতার এন্ট্রি ফি-র ব্যবস্থা করে দিয়েছিলেন এলাকার বিধায়ক। সেই স্নেহাই আজ দেশের হয়ে চার চারটি সোনা জয়ী। কেরলের আলাপুঝায় অনুষ্ঠিত এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ৪টি সোনা জিতে নিয়েছে বালির মেয়ে স্নেহা ঘরামি।

দেশের নাম উজ্জ্বল করলেন ৪টি সোনার পদক জয়ী হাওড়ার বালির মেয়ের স্নেহা   

প্রসঙ্গত,  ওই প্রতিযোগিতায় স্নেহার অংশগ্রহণ নিয়েই একসময় অনিশ্চয়তা তৈরি হয়েছিল। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ দেওয়ার সামর্থ ছিল না তার। হতাশায় ভেঙে পড়েছিল ১৭ বছরের স্নেহা। তার সাহায্যে এগিয়ে এসেছিলেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ। তিনিই প্রতিযোগিতায় যোগ দেওয়ার সম্পূর্ণ অর্থ দেন স্নেহাকে।

দেশের নাম উজ্জ্বল করলেন ৪টি সোনার পদক জয়ী হাওড়ার বালির মেয়ের স্নেহা   

এরপরই সব বাধা কেটে গেলে অনুশীলনে মনোসংযোগ করেন স্নেহা। স্নেহার সাফল্যে বাংলার গৌরব বাড়ল বলেই মনে করছেন পাওয়ার লিফটিংয়ের সঙ্গে যুক্ত সমস্ত প্রতিযোগী,  খেলোয়াড় ও সংগঠকরা। স্নেহা ব্যক্তিগত প্রতিযোগিতায় ৩টি ও দলগতভাবে ১টি সোনা জিতেছে বলে এখনও পর্যন্ত জানা গেছে। এশিয়ান পাওয়ার লিফটিং-এ বেশ কয়েকটি রেকর্ডও করেছেন বালির স্নেহা।