পাকিস্তানের মাছ ধরার নৌকা
মহারাষ্ট্র উপকূলে রহস্য নৌকা…. বাড়াচ্ছে সন্দেহ

- আপডেট : ৭ জুলাই ২০২৫, সোমবার
- / 101
পুবের কলম,ওয়েবডেস্ক: মহারাষ্ট্র উপকূলে রহস্য নৌকা! মহারাষ্ট্রের তীরে দানা বাঁধছে ‘ভয়’। এমনিতেই পহেলগাঁও সন্ত্রাসী হামলার ঘটনার পর থেকে নড়েচড়ে বসেছে নিরাপত্তা বাহিনী। স্থল, আকাশ , জলপথে আঁটোসাঁটো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। কারণ ভারতের কোনও পথেই সুরক্ষিত নয় বলেই অনুমান।
এই আবহে রবিবার মহারাষ্ট্র উপকূলে দেখা মেলে ভিনদেশী নৌকার। পাকিস্তানের পতাকা লাগানো আছে তাতে বলেই অনুমান। এই ঘটনা প্রকাশ্যে আসতেই মহারাষ্ট্র উপকূলের নিরাপত্তা বাড়ানো হয়েছে। সতর্ক করা হয়েছে বম্ব স্কোয়াডকেও। তবে ভারী বৃষ্টিপাতের জন্য নৌকাটির কাছে যাওয়া যায়নি বলেই খবর। এছাড়া নৌকার ভিতরে কারা বা কী রয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
সংবাদ সংস্থা সূত্রে খবর, তীরে টহল দেওয়া দুই নিরাপত্তারক্ষী প্রথমে ভিনদেশী নৌকাটিকে দেখে। মাত্র দুই নৌটিক্যাল দূরত্ব বা কিলোমিটারের হিসাবে তীর থেকে প্রায় ৪ কিলোমিটার দূরত্বে রয়েছে সেটি। নৌকাটি দেখা মাত্রই স্থানীয় থানায় খবর দেওয়া হয়। সম্ভবত রায়গড় তটেই নোঙর ফেলবে ওই নৌকাটি।
নৌবাহিনীর কর্তারা জানিয়েছেন, ভেসে আসা নৌকাটি পাকিস্তানের মাছ ধরার নৌকা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। মূলত স্রোতের সঙ্গে ভেসে মহারাষ্ট্র উপকূলের কাছে চলে আসে সেটি। তবে নৌকাটি পাকিস্তানের বলে খবর ছড়িয়ে পড়তেই আঁটোসাটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। নৌকাটি আকারে বেশ বড়। জাহাজ বললেও অত্যুক্তি হবে না। তবে সেটি কেন রায়গড় উপকূলে এল তা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য।