১০ অগাস্ট ২০২৫, রবিবার, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মহারাষ্ট্রে তৃতীয় ভাষা হিসেবে হিন্দি বাধ্যতামূলক

চামেলি দাস
  • আপডেট : ১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার
  • / 116

পুবের কলম ওয়েবডেস্ক: মহারাষ্ট্রে ভাষা বিতর্কের মধ্যে, রাজ্য সরকার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মারাঠি এবং ইংরেজি মাধ্যম স্কুলগুলিতে তৃতীয় ভাষা হিসেবে হিন্দি বাধ্যতামূলক করা হবে।

বুধবার, মহারাষ্ট্র সরকার আনুষ্ঠানিকভাবে এই আদেশ জারি করেছে। সরকার স্পষ্ট করে জানিয়েছে যে সাধারণ শিক্ষার জন্য হিন্দি তৃতীয় ভাষা হিসেবে বাস্তবায়িত হবে। সরকার আদেশে বলেছে, ‘সকল মাধ্যমের স্কুলে হিন্দি বাধ্যতামূলক ভাষা হবে।

এই বাস্তবায়নের জন্য সমস্ত ব্যবস্থা শিক্ষা বিভাগ করবে। মারাঠি এবং ইংরেজি মাধ্যম স্কুলে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত হিন্দি এখন তৃতীয় ভাষা হবে।’ তবে, যদি কেউ হিন্দির পরিবর্তে অন্য কোনও ভারতীয় ভাষাকে তৃতীয় ভাষা হিসেবে শেখার ইচ্ছা প্রকাশ করে, তাহলে সেই শিক্ষার্থীরা সেই ভাষাকে তৃতীয় ভাষা হিসেবে শেখার অনুমতি পাবে।

আরও পড়ুন: মহারাষ্ট্রের ‘লাড়কী বহীণ’ প্রকল্পে দুর্নীতি, ১৪ হাজার পুরুষ প্রতারণা করে নিয়েছেন ভাতা!

যদি স্কুলের শিক্ষার্থীরা হিন্দিকে তৃতীয় ভাষা হিসেবে শেখার পরিবর্তে অন্যান্য ভাষা শেখার ইচ্ছা প্রকাশ করে, তাহলে তাদের ক্লাসে কমপক্ষে ২০ জন শিক্ষার্থী থাকতে হবে। যদি কমপক্ষে ২০ জন শিক্ষার্থী হিন্দির পরিবর্তে অন্যান্য তৃতীয় ভাষা শেখার ইচ্ছা প্রকাশ করে, তাহলে সেই ভাষা শেখানোর জন্য একজন শিক্ষকের ব্যবস্থা করা হবে, অন্যথায় উক্ত ভাষাটি অনলাইনে শেখানো হবে।

আরও পড়ুন: বাংলা বললেই নিয়ে যাওয়া হচ্ছে ‘ডিটেনশন ক্যাম্পে’ ,হরিয়ানায় বাঙালি নির্যাতন চরমে

আরও পড়ুন: মহারাষ্ট্রে উদ্ধার বাদুড়িয়ার আবু বক্কর মণ্ডলের বস্তাবন্দী দেহ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মহারাষ্ট্রে তৃতীয় ভাষা হিসেবে হিন্দি বাধ্যতামূলক

আপডেট : ১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক: মহারাষ্ট্রে ভাষা বিতর্কের মধ্যে, রাজ্য সরকার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মারাঠি এবং ইংরেজি মাধ্যম স্কুলগুলিতে তৃতীয় ভাষা হিসেবে হিন্দি বাধ্যতামূলক করা হবে।

বুধবার, মহারাষ্ট্র সরকার আনুষ্ঠানিকভাবে এই আদেশ জারি করেছে। সরকার স্পষ্ট করে জানিয়েছে যে সাধারণ শিক্ষার জন্য হিন্দি তৃতীয় ভাষা হিসেবে বাস্তবায়িত হবে। সরকার আদেশে বলেছে, ‘সকল মাধ্যমের স্কুলে হিন্দি বাধ্যতামূলক ভাষা হবে।

এই বাস্তবায়নের জন্য সমস্ত ব্যবস্থা শিক্ষা বিভাগ করবে। মারাঠি এবং ইংরেজি মাধ্যম স্কুলে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত হিন্দি এখন তৃতীয় ভাষা হবে।’ তবে, যদি কেউ হিন্দির পরিবর্তে অন্য কোনও ভারতীয় ভাষাকে তৃতীয় ভাষা হিসেবে শেখার ইচ্ছা প্রকাশ করে, তাহলে সেই শিক্ষার্থীরা সেই ভাষাকে তৃতীয় ভাষা হিসেবে শেখার অনুমতি পাবে।

আরও পড়ুন: মহারাষ্ট্রের ‘লাড়কী বহীণ’ প্রকল্পে দুর্নীতি, ১৪ হাজার পুরুষ প্রতারণা করে নিয়েছেন ভাতা!

যদি স্কুলের শিক্ষার্থীরা হিন্দিকে তৃতীয় ভাষা হিসেবে শেখার পরিবর্তে অন্যান্য ভাষা শেখার ইচ্ছা প্রকাশ করে, তাহলে তাদের ক্লাসে কমপক্ষে ২০ জন শিক্ষার্থী থাকতে হবে। যদি কমপক্ষে ২০ জন শিক্ষার্থী হিন্দির পরিবর্তে অন্যান্য তৃতীয় ভাষা শেখার ইচ্ছা প্রকাশ করে, তাহলে সেই ভাষা শেখানোর জন্য একজন শিক্ষকের ব্যবস্থা করা হবে, অন্যথায় উক্ত ভাষাটি অনলাইনে শেখানো হবে।

আরও পড়ুন: বাংলা বললেই নিয়ে যাওয়া হচ্ছে ‘ডিটেনশন ক্যাম্পে’ ,হরিয়ানায় বাঙালি নির্যাতন চরমে

আরও পড়ুন: মহারাষ্ট্রে উদ্ধার বাদুড়িয়ার আবু বক্কর মণ্ডলের বস্তাবন্দী দেহ