০৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আলিপুর চিড়িয়াখানা থেকে হাওয়া খেতে খাঁচার বাইরে চম্পট দিল শিম্পাঞ্জি, বিস্তারিত জানলে চোখ উঠবে কপালে

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৩ জুন ২০২২, সোমবার
  • / 80

প্রতীকী ছবি

পুবের কলম ওয়েবডেস্কঃ একঘেয়ে বন্দি থাকতে কারই বা ভালো লাগে। মন চায় মনের একটু বাইরের তাজা বাতাস বুক ভরে নিতে। খাঁচার মধ্যে থেকে মানুষকে না দেখে তাকে বাইরে থেকে দেখতে কেমন লাগে তা দেখতেই আলিপুর চিড়িয়াখানা থেকে বেরিয়ে পড়েছিল শিপাঞ্জি বুড়ি। তাতেই বেঁধে যায় হুলস্থুল কান্ড। বুড়ির সঙ্গে থাকে তার আরও দুই সঙ্গী ছোটু এবং মস্তান।

আলিপুর চিড়িয়াখানা থেকে হাওয়া খেতে খাঁচার বাইরে চম্পট দিল শিম্পাঞ্জি, বিস্তারিত জানলে চোখ উঠবে কপালে

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় পরপর ২ বাঘিনীর মৃত্যুতে Alipore Zoo-তে আতঙ্ক

প্রথমে শোনা যায় বুড়ি খাঁচা টপকে পালিয়েছে। সেই সময়ে বুড়ির খাঁচার সামনে ছিলেন দর্শকরাও। তারাও আতঙ্কিত হয়ে পড়েন। বুড়ির খাঁচার সামনে থাকে সৌর বিদ্যুতের পাঁচিল। তাতে খুব হালকা বিদ্যুৎ থাকে। তাতে ধাক্কা খেলেও বুড়ির কোন সমস্যা হয়নি। এরপর ধাক্কা খেয়ে সে ছিটকে পাঁচিলের বাইরে চলে আসে।  সেখানেই ছিলেন দর্শকরা। দ্রুত পরিস্থিতি সামাল দেন চিড়িয়াখানার কর্মীরা ।পাঁচ মিনিটের মধ্যেই বুড়িকে ফেরত পাঠানো হয় খাচায়।চিড়িয়াখানায় বুড়ির কিপাররা বলছেন বেশ মিশুকে সে। দুষ্টুমিও অনেক করে। হয়ত তার দুষ্টুমি করেই বাইরে যেতে মন চেয়েছিল।

আরও পড়ুন: আলিপুর চিড়িয়াখানার জমি নিলাম নিয়ে ফের হলফনামা তলব হাইকোর্টের

আরও পড়ুন: আলিপুর চিড়িয়াখানায় আসছে সবুজ অ্যানাকোন্ডা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আলিপুর চিড়িয়াখানা থেকে হাওয়া খেতে খাঁচার বাইরে চম্পট দিল শিম্পাঞ্জি, বিস্তারিত জানলে চোখ উঠবে কপালে

আপডেট : ১৩ জুন ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ একঘেয়ে বন্দি থাকতে কারই বা ভালো লাগে। মন চায় মনের একটু বাইরের তাজা বাতাস বুক ভরে নিতে। খাঁচার মধ্যে থেকে মানুষকে না দেখে তাকে বাইরে থেকে দেখতে কেমন লাগে তা দেখতেই আলিপুর চিড়িয়াখানা থেকে বেরিয়ে পড়েছিল শিপাঞ্জি বুড়ি। তাতেই বেঁধে যায় হুলস্থুল কান্ড। বুড়ির সঙ্গে থাকে তার আরও দুই সঙ্গী ছোটু এবং মস্তান।

আলিপুর চিড়িয়াখানা থেকে হাওয়া খেতে খাঁচার বাইরে চম্পট দিল শিম্পাঞ্জি, বিস্তারিত জানলে চোখ উঠবে কপালে

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় পরপর ২ বাঘিনীর মৃত্যুতে Alipore Zoo-তে আতঙ্ক

প্রথমে শোনা যায় বুড়ি খাঁচা টপকে পালিয়েছে। সেই সময়ে বুড়ির খাঁচার সামনে ছিলেন দর্শকরাও। তারাও আতঙ্কিত হয়ে পড়েন। বুড়ির খাঁচার সামনে থাকে সৌর বিদ্যুতের পাঁচিল। তাতে খুব হালকা বিদ্যুৎ থাকে। তাতে ধাক্কা খেলেও বুড়ির কোন সমস্যা হয়নি। এরপর ধাক্কা খেয়ে সে ছিটকে পাঁচিলের বাইরে চলে আসে।  সেখানেই ছিলেন দর্শকরা। দ্রুত পরিস্থিতি সামাল দেন চিড়িয়াখানার কর্মীরা ।পাঁচ মিনিটের মধ্যেই বুড়িকে ফেরত পাঠানো হয় খাচায়।চিড়িয়াখানায় বুড়ির কিপাররা বলছেন বেশ মিশুকে সে। দুষ্টুমিও অনেক করে। হয়ত তার দুষ্টুমি করেই বাইরে যেতে মন চেয়েছিল।

আরও পড়ুন: আলিপুর চিড়িয়াখানার জমি নিলাম নিয়ে ফের হলফনামা তলব হাইকোর্টের

আরও পড়ুন: আলিপুর চিড়িয়াখানায় আসছে সবুজ অ্যানাকোন্ডা