হাসপাতালে কলোনস্কপি হল বাদশাহর

- আপডেট : ৯ মে ২০২২, সোমবার
- / 75
পুবের কলম ওয়েবডেস্কঃ শরীরে বিভিন্ন জটিলতা নিয়ে শনিবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন সউদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদ। জেদ্দার বাদশাহ ফয়সাল হাসপাতালে প্রাথমিক পর্যবেক্ষণের পর তাঁর কলোনস্কপি করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। রবিবার হাসপাতালটিতে সউদি বাদশাহর এ পরীক্ষা করা হয়। রিপোর্টে দেখা যায়, বাদশাহ স্বাভাবিক রয়েছেন। বাদশাহকে হাসপাতালে কিছু সময় থেকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এ দিকে কলোনস্কপির ফল ভালো আসায় বাদশাহ সালমানকে অভিননন্দন জানিয়েছেন বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফা এবং যুবরাজ সালমান বিন হামাদ আল খলিফা। বাদশাহর আরোগ্য কামনা করে একই বার্তা পাঠিয়েছেন আরও বহু দেশের নেতা। এর আগে ২০২০ সালে বাদশাহ সালমানের গল ব্লাডারে অস্ত্রোপচার করা হয়।