০২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কসবার বহুতলে আগুন, আটক তিনজনকে উদ্ধার করল দমকল

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৬ মার্চ ২০২২, বুধবার
  • / 8

পুবের কলম ওয়েবডেস্কঃ ফের শহরে অগ্নিকান্ডের ঘটনা। এবার কসবার বোসপুকুর রোডে চারতলা বাড়িতে আগুন।কসবার বোসপুকুর রোডে চারতলা বাড়িতে আগুন। বেলা সাড়ে ১২টা নাগাদ তিনতলায় একটি সংস্থার অফিসে আগুন লাগে।দমকল সূত্রে জানা যাচ্ছে প্রাথমিক ভাবে তিনজনকে উদ্ধার করা হয়েছে।

ট্যাংরায় ভয়াবহ অগ্নিকান্ডের রেশ কাটবার আগেই ফের ঘটল অগ্নিকান্ডের ঘটনা। বোসপুকুর রোডের ওই বাড়টির কাছেই রয়েছে কসবা থানা।ওই বাড়ির চারতলায় রয়েছে একটি বিউটিপার্লার। সেখানে আটকে পড়েন তিনজন কর্মী।প্রাণ বাঁচাতে তারা ছাদে উঠে পড়েন।আতঙ্কের জেরে অসুস্থ হয়ে পড়েন ওই তিনজন। এরপর তাদের উদ্ধার করে দমকল। ব্যবস্থা করা হয় চিকিৎসার।কাঁচ ভেঙে আগুন নেভানোর কাজ শুরু করে দমকল। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি।আগুন আপাতত  নিয়ন্ত্রণে বলেই জানা যাচ্ছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কসবার বহুতলে আগুন, আটক তিনজনকে উদ্ধার করল দমকল

আপডেট : ১৬ মার্চ ২০২২, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ফের শহরে অগ্নিকান্ডের ঘটনা। এবার কসবার বোসপুকুর রোডে চারতলা বাড়িতে আগুন।কসবার বোসপুকুর রোডে চারতলা বাড়িতে আগুন। বেলা সাড়ে ১২টা নাগাদ তিনতলায় একটি সংস্থার অফিসে আগুন লাগে।দমকল সূত্রে জানা যাচ্ছে প্রাথমিক ভাবে তিনজনকে উদ্ধার করা হয়েছে।

ট্যাংরায় ভয়াবহ অগ্নিকান্ডের রেশ কাটবার আগেই ফের ঘটল অগ্নিকান্ডের ঘটনা। বোসপুকুর রোডের ওই বাড়টির কাছেই রয়েছে কসবা থানা।ওই বাড়ির চারতলায় রয়েছে একটি বিউটিপার্লার। সেখানে আটকে পড়েন তিনজন কর্মী।প্রাণ বাঁচাতে তারা ছাদে উঠে পড়েন।আতঙ্কের জেরে অসুস্থ হয়ে পড়েন ওই তিনজন। এরপর তাদের উদ্ধার করে দমকল। ব্যবস্থা করা হয় চিকিৎসার।কাঁচ ভেঙে আগুন নেভানোর কাজ শুরু করে দমকল। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি।আগুন আপাতত  নিয়ন্ত্রণে বলেই জানা যাচ্ছে।