১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আত্মহত্যার চেষ্টা করেছে মেয়ে, জানালেন ‘umbrella’ বানান ভুল বলা ছাত্রীর বাবা

পুবের কলম প্রতিবেদক:  ইংরেজিতে ‘umbrella’ বানান ভুল বলেছিল। তার পর থেকে সোশ্যাল মিডিয়ায় অজস্র ট্রোল ভিডিয়ো তৈরি হয়। রাতারাতি ভাইরাল হয়ে যায় নদিয়ার উচ্চমাধ্যমিকের ছাত্রী সুদীপ্তা বিশ্বাস। শুধু তাই নয়, নানা ব্যঙ্গোক্তি এবং কটাক্ষের শিকার হয় ওই তরুণী। অবশ্য বহু মানুষ তার পাশেও দাঁড়িয়েছেন।

সেই ঘটনার পর কেটে গেছে এক সপ্তাহেরও বেশি। কিছুটা থিতু হয়েছে সামাজিক মাধ্যমে ব্যঙ্গ-বিদ্রুপের মাত্রা। কিন্তু বর্তমানে ওই ছাত্রীর মনের অবস্থা কী, কেমন পরিস্থিতির মধ্যে রয়েছে সুদীপ্তা বিশ্বাস!

আরও পড়ুন: জমি নিয়ে বিবাদ: বাবা, বোন ও ভাগ্নিকে কুপিয়ে খুন, প্রমাণ লোপাটে দেহ কুয়োয়, নৃশংসতা উত্তরপ্রদেশে

ছাত্রীর বাবা সুকুমার বিশ্বাস জানাচ্ছেন, ঘটনার পর থেকে ভেঙে পড়েছে মেয়ে। সে মোটেও ভালো নেই। দু’তিনবার আত্মহত্যার চেষ্টাও করেছে। আমরা চোখে চোখে রাখছি বলে এখনও কোনও অঘটন ঘটেনি। অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় আমরা বাড়ি থেকে বার হতে পারছি না।’

আরও পড়ুন: আত্মঘাতী আইপিএস, রাজ্য পুলিশের ডিজিকে ছুটিতে পাঠাল হরিয়ানা সরকার

মেয়ের বাবার অভিযোগ, সেই সময় নিজেদের পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজনরা কেউই মেয়ের পাশে দাঁড়ায়নি। তারাও খারাপ মন্তব্য করছেন।’  পাড়া-প্রতিবেশীরা বলেছেন, ‘আমরা পড়াশোনা শেখাতে পারিনি। যারা এসব রটাচ্ছেন তাঁদের অনুরোধ করছি দয়া করে এইসব করবেন না।’

আরও পড়ুন: উচ্চবর্ণের মতো পোশাক পরায় দলিতকে মারধর, অপমানে আত্মহত্যা যুবকের

উল্লেখ্য, গত ১৩ জুন নদিয়ার একটি স্কুলে উচ্চমাধ্যমিকে অকৃতকার্য পরীক্ষার্থীদের বিক্ষোভের সময়ে স্থানীয় একটি ইউটিউব চ্যানেলের প্রতিনিধি বুম উঁচিয়ে মেয়েটিকে ‘আমব্রেলা’ শব্দের বানান জিজ্ঞাসা করেন। উত্তরে মেয়েটি প্রথমে পাল্টা জিজ্ঞাসা করে,  তাঁরা কি এই সব করতে ভুল বানান বলে। সেই ভিডিয়ো ক্লিপ বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে।

সর্বধিক পাঠিত

পাকিস্তান–তুরস্ক–সৌদি সামরিক জোটে বাংলাদেশের যোগদানের জল্পনা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আত্মহত্যার চেষ্টা করেছে মেয়ে, জানালেন ‘umbrella’ বানান ভুল বলা ছাত্রীর বাবা

আপডেট : ২২ জুন ২০২২, বুধবার

পুবের কলম প্রতিবেদক:  ইংরেজিতে ‘umbrella’ বানান ভুল বলেছিল। তার পর থেকে সোশ্যাল মিডিয়ায় অজস্র ট্রোল ভিডিয়ো তৈরি হয়। রাতারাতি ভাইরাল হয়ে যায় নদিয়ার উচ্চমাধ্যমিকের ছাত্রী সুদীপ্তা বিশ্বাস। শুধু তাই নয়, নানা ব্যঙ্গোক্তি এবং কটাক্ষের শিকার হয় ওই তরুণী। অবশ্য বহু মানুষ তার পাশেও দাঁড়িয়েছেন।

সেই ঘটনার পর কেটে গেছে এক সপ্তাহেরও বেশি। কিছুটা থিতু হয়েছে সামাজিক মাধ্যমে ব্যঙ্গ-বিদ্রুপের মাত্রা। কিন্তু বর্তমানে ওই ছাত্রীর মনের অবস্থা কী, কেমন পরিস্থিতির মধ্যে রয়েছে সুদীপ্তা বিশ্বাস!

আরও পড়ুন: জমি নিয়ে বিবাদ: বাবা, বোন ও ভাগ্নিকে কুপিয়ে খুন, প্রমাণ লোপাটে দেহ কুয়োয়, নৃশংসতা উত্তরপ্রদেশে

ছাত্রীর বাবা সুকুমার বিশ্বাস জানাচ্ছেন, ঘটনার পর থেকে ভেঙে পড়েছে মেয়ে। সে মোটেও ভালো নেই। দু’তিনবার আত্মহত্যার চেষ্টাও করেছে। আমরা চোখে চোখে রাখছি বলে এখনও কোনও অঘটন ঘটেনি। অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় আমরা বাড়ি থেকে বার হতে পারছি না।’

আরও পড়ুন: আত্মঘাতী আইপিএস, রাজ্য পুলিশের ডিজিকে ছুটিতে পাঠাল হরিয়ানা সরকার

মেয়ের বাবার অভিযোগ, সেই সময় নিজেদের পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজনরা কেউই মেয়ের পাশে দাঁড়ায়নি। তারাও খারাপ মন্তব্য করছেন।’  পাড়া-প্রতিবেশীরা বলেছেন, ‘আমরা পড়াশোনা শেখাতে পারিনি। যারা এসব রটাচ্ছেন তাঁদের অনুরোধ করছি দয়া করে এইসব করবেন না।’

আরও পড়ুন: উচ্চবর্ণের মতো পোশাক পরায় দলিতকে মারধর, অপমানে আত্মহত্যা যুবকের

উল্লেখ্য, গত ১৩ জুন নদিয়ার একটি স্কুলে উচ্চমাধ্যমিকে অকৃতকার্য পরীক্ষার্থীদের বিক্ষোভের সময়ে স্থানীয় একটি ইউটিউব চ্যানেলের প্রতিনিধি বুম উঁচিয়ে মেয়েটিকে ‘আমব্রেলা’ শব্দের বানান জিজ্ঞাসা করেন। উত্তরে মেয়েটি প্রথমে পাল্টা জিজ্ঞাসা করে,  তাঁরা কি এই সব করতে ভুল বানান বলে। সেই ভিডিয়ো ক্লিপ বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে।