২০ অগাস্ট ২০২৫, বুধবার, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

‘সংবিধান বাঁচাও মঞ্চে’র উদ্যোগে দীর্ঘ পথযাত্রা করিমপুর থেকে শুরু

শফিকুল ইসলাম
  • আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, রবিবার
  • / 19

পুবের কলম ওয়েব ডেস্ক:

সংবিধান বাঁচাও মঞ্চে’র উদ্যোগে দীর্ঘ পথযাত্রা আন্দোলন শুরু হল নদিয়ার করিমপুর থেকে।এদিন করিমপুর ছিটকায় মতুয়া ও দলিত সম্প্রদায়ের মানুষজন ঢাকঢোল ও কাসর ঘন্টা বাজিয়ে এই যাত্রা শুরু করেন। আন্দোলনকারীরা এদিন বেতাই এসে উপস্থিত হন।

মতুয়া ও অন্যান্য উদ্বাস্তুদের নাগরিকত্ব এবং অন্যান্য দাবিতে ১৫ দিনব্যাপী এই পদযাত্রা চলবে। ১৫দিন ধরে ৩/৪ টি জেলার নানা পথ পরিক্রমা করে ১০ ডিসেম্বর এই পদযাত্রা শেষ হবে কলকাতায়।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘সংবিধান বাঁচাও মঞ্চে’র উদ্যোগে দীর্ঘ পথযাত্রা করিমপুর থেকে শুরু

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্ক:

সংবিধান বাঁচাও মঞ্চে’র উদ্যোগে দীর্ঘ পথযাত্রা আন্দোলন শুরু হল নদিয়ার করিমপুর থেকে।এদিন করিমপুর ছিটকায় মতুয়া ও দলিত সম্প্রদায়ের মানুষজন ঢাকঢোল ও কাসর ঘন্টা বাজিয়ে এই যাত্রা শুরু করেন। আন্দোলনকারীরা এদিন বেতাই এসে উপস্থিত হন।

মতুয়া ও অন্যান্য উদ্বাস্তুদের নাগরিকত্ব এবং অন্যান্য দাবিতে ১৫ দিনব্যাপী এই পদযাত্রা চলবে। ১৫দিন ধরে ৩/৪ টি জেলার নানা পথ পরিক্রমা করে ১০ ডিসেম্বর এই পদযাত্রা শেষ হবে কলকাতায়।