২০ অক্টোবর ২০২৫, সোমবার, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ জানিয়ে ডেউচা পাচামিতে মিছিল তৃণমূলের

পুবের কলম
  • আপডেট : ২০ নভেম্বর ২০২১, শনিবার
  • / 54

কৌশিক সালুই : বীরভূম, খুব সম্প্রতি  ডেউচা পাচামি কয়লা শিল্পাঞ্চলের প্যাকেজের নথি স্থানীয় বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শনিবার প্রস্তাবিত এলাকায় বাইক মিছিল করল  মহম্মদ  বাজার ব্লক তৃণমূল কংগ্রেস।প্রায় হাজারখানেক কর্মী-সমর্থক প্রকল্প এলাকা ঘোরে।    গত শুক্রবার সিউড়িতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ডেউচা পাচামি প্রস্তাবিত কয়লা শিল্পাঞ্চল এলাকার বাসিন্দা পাথর খাদান এবং ক্রাশার মালিক ত্রিস্তরীয় জনপ্রতিনিধি বিভিন্ন আদিবাসী সংগঠনের প্রতিনিধিদের হাতে আর্থিক প্যাকেজের ঘোষণাপত্র তুলে দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট এলাকার প্রায় হাজার খানেক কর্মী-সমর্থক।

ডেউচা থেকে সংশ্লিষ্ট কর্মসূচি শুরু হয়ে সোতসাল,আলিনগর, চাঁদা মথুরা পাহাড়ি শালবুনি হয়ে ফের ডেউচা তে এসে জমায়েত হয় সেখানে পথসভা হয়ে কর্মসূচি সমাপ্ত হয়। ব্লক তৃণমূল সভাপতি তাপস সিনহা, কার্যকরী সভাপতি রাফেউল হক বলেন,” ডেউচা পাচামি প্রস্তাবিত কয়লা শিল্পাঞ্চলের আর্থিক প্যাকেজের সরকারি নথি স্থানীয়দের হাতে তুলে দেওয়া হয়েছে। সেই প্যাকেজে সমস্ত মানুষের জন্য বরাদ্দ রাখা হয়েছে। এই প্যাকেজে স্থানীয় বাসিন্দারা রীতিমতো উচ্ছ্বাসিত এবং সকলের চায় দ্রুত শিল্পের কাজ শুরু হোক। তাই আমরা মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ জানিয়ে এলাকায় বাইক মিছিল এর মাধ্যমে কর্মসূচি পালন করেছি

আরও পড়ুন: দেউচা-পাচামিতে বেসাল্ট উত্তোলনে দ্বিতীয় পর্যায়ের দরপত্র ঘোষণা রাজ্যের

আরও পড়ুন: বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালি খাতুনকে দেশে ফেরানোর নির্দেশ দিল বাংলাদেশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ জানিয়ে ডেউচা পাচামিতে মিছিল তৃণমূলের

আপডেট : ২০ নভেম্বর ২০২১, শনিবার

কৌশিক সালুই : বীরভূম, খুব সম্প্রতি  ডেউচা পাচামি কয়লা শিল্পাঞ্চলের প্যাকেজের নথি স্থানীয় বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শনিবার প্রস্তাবিত এলাকায় বাইক মিছিল করল  মহম্মদ  বাজার ব্লক তৃণমূল কংগ্রেস।প্রায় হাজারখানেক কর্মী-সমর্থক প্রকল্প এলাকা ঘোরে।    গত শুক্রবার সিউড়িতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ডেউচা পাচামি প্রস্তাবিত কয়লা শিল্পাঞ্চল এলাকার বাসিন্দা পাথর খাদান এবং ক্রাশার মালিক ত্রিস্তরীয় জনপ্রতিনিধি বিভিন্ন আদিবাসী সংগঠনের প্রতিনিধিদের হাতে আর্থিক প্যাকেজের ঘোষণাপত্র তুলে দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট এলাকার প্রায় হাজার খানেক কর্মী-সমর্থক।

ডেউচা থেকে সংশ্লিষ্ট কর্মসূচি শুরু হয়ে সোতসাল,আলিনগর, চাঁদা মথুরা পাহাড়ি শালবুনি হয়ে ফের ডেউচা তে এসে জমায়েত হয় সেখানে পথসভা হয়ে কর্মসূচি সমাপ্ত হয়। ব্লক তৃণমূল সভাপতি তাপস সিনহা, কার্যকরী সভাপতি রাফেউল হক বলেন,” ডেউচা পাচামি প্রস্তাবিত কয়লা শিল্পাঞ্চলের আর্থিক প্যাকেজের সরকারি নথি স্থানীয়দের হাতে তুলে দেওয়া হয়েছে। সেই প্যাকেজে সমস্ত মানুষের জন্য বরাদ্দ রাখা হয়েছে। এই প্যাকেজে স্থানীয় বাসিন্দারা রীতিমতো উচ্ছ্বাসিত এবং সকলের চায় দ্রুত শিল্পের কাজ শুরু হোক। তাই আমরা মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ জানিয়ে এলাকায় বাইক মিছিল এর মাধ্যমে কর্মসূচি পালন করেছি

আরও পড়ুন: দেউচা-পাচামিতে বেসাল্ট উত্তোলনে দ্বিতীয় পর্যায়ের দরপত্র ঘোষণা রাজ্যের

আরও পড়ুন: বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালি খাতুনকে দেশে ফেরানোর নির্দেশ দিল বাংলাদেশ