০১ ডিসেম্বর ২০২৫, সোমবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

যাদবপুরে ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অব কেমিক্যাল বায়োলজিতে আড়াইঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আগুন

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৮ মার্চ ২০২২, সোমবার
  • / 139

পুবের কলম ওয়েবডেস্কঃ যাদবপুরে ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অব কেমিক্যাল বায়োলজি বা আইআইসিবি-এর ক্যাম্পাসের ল্যাবে  পৌনে বারোটা নাগাদ আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছায়  দমকলের ১৩টা ইঞ্জিন। আগুন লাগার খবর পাওয়ার পরেই  যাদবপুরে গিয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু।কালো ধোঁয়ায় ঢেকে যায়  গোটা এলাকা ।যাদবপুরে ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অব কেমিক্যাল বায়োলজিতে আড়াইঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আগুন

জানা যাচ্ছে  চারতলার রসায়নের গবেষনাগারে  প্রথম  ধোঁয়া বেরতে দেখেন কর্মীরা। তারা দ্রুত খবর দেন দমকলে। চারতলায় আগুন লাগার খবর পাওয়ার পরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে  পড়ুয়া এবং কর্মীদের মধ্যে। খালি করে দেওয়া হয় পুরো ক্যাম্পাস। দমকলের পাশাপাশি ঘটনাস্থলে  আসে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরাও।আড়াইঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। বিস্ফোরণের শব্দও শোনা যায় গবেষণাগারের মধ্যে থেকে। মনে করা হচ্ছে ল্যাবের মধ্যে সিলিন্ডার ফেটে যাওয়ার ফলেই এই  বিকট  শব্দ শোনা গিয়েছে। যাদবপুর থানার ওসি এবং স্থানীয় কাউন্সিলর মৌসুমি দাসও যান ঘটনাস্থলে।

আরও পড়ুন: Jadavpur Student’s Death Case: যাদবপুরের ছাত্রী মৃত্যুর ঘটনায় স্বত:প্রণোদিত মামলা জাতীয় মহিলা কমিশনের

আরও পড়ুন: পড়ুয়াদের ‘হেনস্থা’ করছে পুলিশ, যাদবপুর নিয়ে ফের মামলা হাইকোর্টে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যাদবপুরে ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অব কেমিক্যাল বায়োলজিতে আড়াইঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আগুন

আপডেট : ২৮ মার্চ ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ যাদবপুরে ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অব কেমিক্যাল বায়োলজি বা আইআইসিবি-এর ক্যাম্পাসের ল্যাবে  পৌনে বারোটা নাগাদ আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছায়  দমকলের ১৩টা ইঞ্জিন। আগুন লাগার খবর পাওয়ার পরেই  যাদবপুরে গিয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু।কালো ধোঁয়ায় ঢেকে যায়  গোটা এলাকা ।যাদবপুরে ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অব কেমিক্যাল বায়োলজিতে আড়াইঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আগুন

জানা যাচ্ছে  চারতলার রসায়নের গবেষনাগারে  প্রথম  ধোঁয়া বেরতে দেখেন কর্মীরা। তারা দ্রুত খবর দেন দমকলে। চারতলায় আগুন লাগার খবর পাওয়ার পরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে  পড়ুয়া এবং কর্মীদের মধ্যে। খালি করে দেওয়া হয় পুরো ক্যাম্পাস। দমকলের পাশাপাশি ঘটনাস্থলে  আসে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরাও।আড়াইঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। বিস্ফোরণের শব্দও শোনা যায় গবেষণাগারের মধ্যে থেকে। মনে করা হচ্ছে ল্যাবের মধ্যে সিলিন্ডার ফেটে যাওয়ার ফলেই এই  বিকট  শব্দ শোনা গিয়েছে। যাদবপুর থানার ওসি এবং স্থানীয় কাউন্সিলর মৌসুমি দাসও যান ঘটনাস্থলে।

আরও পড়ুন: Jadavpur Student’s Death Case: যাদবপুরের ছাত্রী মৃত্যুর ঘটনায় স্বত:প্রণোদিত মামলা জাতীয় মহিলা কমিশনের

আরও পড়ুন: পড়ুয়াদের ‘হেনস্থা’ করছে পুলিশ, যাদবপুর নিয়ে ফের মামলা হাইকোর্টে