গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী দ্বিতীয় বর্ষের ছাত্রী, এলাকায় চাঞ্চল্য
- আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার
- / 9
ওবাইদুল্লা লস্কর, দক্ষিণ ২৪ পরগণা: গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী| ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মাধবপুর এলাকায়| স্থানীয় সূত্রে জানা যায় ওই যুবতীর নাম ঈশিতা পুর্কাইত ডায়মন্ড হারবার ফকির চাঁদ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল | মাধবপুরে নিজের মামার বাড়িতে দাদু দিদার সঙ্গে থাকতো ঈশিতা | গতকাল সন্ধ্যাবেলা বাড়ি ফিরে যথারীতি খাওয়া দাওয়া করে নিজের ঘরে চলে যায় | তবে কিছুটা চিন্তিত অবস্থায় ছিল ঈশিতা | মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে পরিবারের লোকজন ডাকতে যায় ঈশিতা কে | সেখানেই গিয়ে দেখে ঈশিতার দেহ ঝুলছে ফ্যানে | কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার| পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ এসে দেহ ময়নাতদন্তের জন্য ডায়মন্ডহারবার পুলিশ মর্গে পাঠায়। তবে কি কারণে এমন ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ।