০৮ অগাস্ট ২০২৫, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দ্বিতীয় হুগলী সেতুতে আবারও দুর্ঘটনা, খুলে গেল লরির চাকা, ব্যপক যানজট

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৬ জুন ২০২২, বৃহস্পতিবার
  • / 35

 

আইভি আদকঃ দ্বিতীয় হুগলী সেতুতে আবারও দুর্ঘটনা। জানা গেছে, কলকাতা থেকে জাতীয় সড়ক যাবার পথে বৃহস্পতিবার কন্টেনার বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ব্রিজের ডিভাইডারে। এতে ট্রাকের চাকা খুলে যায়। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটি সরানোর চেষ্টা চালাচ্ছে। দুর্ঘটনার জেরে সাময়িক যানজটের সৃষ্টি হয় দ্বিতীয় হুগলী সেতুতে।

আরও পড়ুন: রাস্তায় পড়ে থাকা এক অজ্ঞাত পরিচয়ের যুবকের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য

দ্বিতীয় হুগলী সেতুতে আবারও দুর্ঘটনা, খুলে গেল লরির চাকা, ব্যপক যানজট

আরও পড়ুন: হাতিবাগানে গাছ পড়ে যান চলাচল ব্যাহত

লরিটির চালক জানিয়েছেন, খিদিরপুর ডক থেকে কন্টেনার লোড করে জঙ্গলপুর দিকে উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার কিছুক্ষণ পর তিনি বুঝতে পারেন তাঁর লরিতে ব্রেক ধরছে না। ওদিকে তখন দ্রুতবেগে ছুটছিল গাড়িটি। গাড়িটিকে থামাতে ডিভাইডারের দিকে ঘুরিয়ে দেন তিনি। ডিভাইডারে ধাক্কা মারতে মারতে এগিয়ে যায় লরি। এর জেরে ২০০ মিটার এলাকায় ডিভাইডারেরও ক্ষতি হয়েছে। শেষে লরিটির সামনের অ্যাক্সেল থেকে চাকাদুটি বিচ্ছিন্ন হয়ে লরিটি দাঁড়িয়ে পড়ে। চালক জানিয়েছেন, ওভাবে লরি দাঁড় না করালে টোলপ্লাজায় আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত।

আরও পড়ুন: গলে গেল ট্রেনের চাকা! বড় বিপদ থেকে রেহাই পেল জনশতাব্দী এক্সপ্রেস

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দ্বিতীয় হুগলী সেতুতে আবারও দুর্ঘটনা, খুলে গেল লরির চাকা, ব্যপক যানজট

আপডেট : ১৬ জুন ২০২২, বৃহস্পতিবার

 

আইভি আদকঃ দ্বিতীয় হুগলী সেতুতে আবারও দুর্ঘটনা। জানা গেছে, কলকাতা থেকে জাতীয় সড়ক যাবার পথে বৃহস্পতিবার কন্টেনার বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ব্রিজের ডিভাইডারে। এতে ট্রাকের চাকা খুলে যায়। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটি সরানোর চেষ্টা চালাচ্ছে। দুর্ঘটনার জেরে সাময়িক যানজটের সৃষ্টি হয় দ্বিতীয় হুগলী সেতুতে।

আরও পড়ুন: রাস্তায় পড়ে থাকা এক অজ্ঞাত পরিচয়ের যুবকের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য

দ্বিতীয় হুগলী সেতুতে আবারও দুর্ঘটনা, খুলে গেল লরির চাকা, ব্যপক যানজট

আরও পড়ুন: হাতিবাগানে গাছ পড়ে যান চলাচল ব্যাহত

লরিটির চালক জানিয়েছেন, খিদিরপুর ডক থেকে কন্টেনার লোড করে জঙ্গলপুর দিকে উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার কিছুক্ষণ পর তিনি বুঝতে পারেন তাঁর লরিতে ব্রেক ধরছে না। ওদিকে তখন দ্রুতবেগে ছুটছিল গাড়িটি। গাড়িটিকে থামাতে ডিভাইডারের দিকে ঘুরিয়ে দেন তিনি। ডিভাইডারে ধাক্কা মারতে মারতে এগিয়ে যায় লরি। এর জেরে ২০০ মিটার এলাকায় ডিভাইডারেরও ক্ষতি হয়েছে। শেষে লরিটির সামনের অ্যাক্সেল থেকে চাকাদুটি বিচ্ছিন্ন হয়ে লরিটি দাঁড়িয়ে পড়ে। চালক জানিয়েছেন, ওভাবে লরি দাঁড় না করালে টোলপ্লাজায় আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত।

আরও পড়ুন: গলে গেল ট্রেনের চাকা! বড় বিপদ থেকে রেহাই পেল জনশতাব্দী এক্সপ্রেস