০৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ  
									 
                     
                     
                    
                 
                                         BREAKING :   
                                    
                            
                                বালুরঘাটে রক্তদান শিবির
                              							বিপাশা চক্রবর্তী							
								
                                
                                - আপডেট : ২২ অগাস্ট ২০২২, সোমবার
 - / 86
 
নাজমুল সর্দার, দক্ষিণ দিনাজপুর: গ্রীষ্মের দাবদাহে দক্ষিণ দিনাজপুর জেলার ব্ল্যাড ব্যাঙ্কগুলিতে রক্তের আকাল চলছে। আর সেই রক্ত সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করল বালুরঘাট পুরসভার অন্তর্গত ১৭ নং ওয়ার্ডের আজাদ হিন্দ সংঘ। এই রক্তদান শিবিরে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী, বালুরঘাট পুরসভার মেম্বার ইন কাউন্সিল মহেশ পারখসহ অন্যান্য ব্যক্তিগণ।

জানা গেছে, আগামীদিনে জেলার রক্ত সংকট মেটাতে আরও বেশি করে এমন স্বেচ্ছামূলক কাজ করবেন আজাদ হিন্দ সংঘের সদস্যরা।
																			
																		




































