ইরানে বিস্ফোরণে
Deadly explosion shakes Iran: নিহত বেড়ে ৪০

- আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, সোমবার
- / 426
পুবের কলম,ওয়েবডেস্ক: (Deadly explosion shakes Iran) ভয়াবহ বিস্ফোরণে ইরানে মৃত বেড়ে ৪০। গুরুতর আহত আরও ১২০০। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সংশ্লিষ্ট ঘটনার তদন্তের আহ্বান জানিয়েছেন। যদিও ইরানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হোসেইন জাফরি শাহিদ রাজাইতে কন্টেইনারে রাসায়নিকের দুর্বল মজুদকে বিস্ফোরণের জন্য দায়ী করেছেন (Deadly explosion shakes Iran)। তিনি বলেন, বিস্ফোরণের কারণ ছিল কন্টেইনারের ভেতরে থাকা রাসায়নিক।তবে, ইরানের একজন সরকারের মুখপাত্র বলেছেন, রাসায়নিকগুলো সম্ভবত বিস্ফোরণের কারণ হলেও এটাকে মূল কারণ হিসেবে গণ্য করা যাবে না। নিরাপত্তার স্বার্থে বন্দরের আশেপাশের সব স্কুল ও অফিস নির্দেশ দেওয়া হয়েছে।