২০ অক্টোবর ২০২৫, সোমবার, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘কাশ্মীর ফাইলস’ নিয়ে অপমানসূচক মন্তব্যে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিশ পরিচালক বিবেক অগ্নিহোত্রীর

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৯ মে ২০২৩, মঙ্গলবার
  • / 25

পুবের কলম, ওয়েবডেস্ক: ‘কাশ্মীর ফাইলস’ নিয়ে অপমানসূচক মন্তব্যের অভিযোগ তুলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিশ পাঠালেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়, ‘দ্য কাশ্মীর ফাইলস’কে বিকৃত তথ্যের উপর ভিত্তি করে একটি চলচ্চিত্র বলে অভিহিত করেছিলেন। এর পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে আইনি নোটিশ পাঠালেন ‘কাশ্মীর ফাইলস’-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ট্যুইটারে এই আইনি নোটিশ পাঠানোর কথা নিজেই জানিয়েছেন পরিচালক।

নোটিশে দাবি করা হয়েছে যে, কাশ্মীর ফাইলস নিয়ে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন তা সত্যি নয়। এমনকী মুখ্যমন্ত্রীর কাছ থেকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন পরিচালক। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীকে সাংবাদিক সম্মেলন করে সেই মন্তব্য প্রত্যাহার করতে হবে। না হলে তাঁরা আইনি বন্দোবস্ত নেবেন বলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি চিঠি পাঠিয়েছেন। ওই আইনি নোটিশের কিছু স্ক্রিনশটও ট্যুইটারে পোস্ট করেছেন বিবেক। তাঁর বক্তব্য, ‘মিথ্যে দাবি এবং অপমানজনক মন্তব্যের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিশ পাঠানো হয়েছে। খারাপ উদ্দেশ্য নিয়েই এমন দাবি করা হয়েছে, যাতে আমাদের এবং আমাদের ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ এবং মুক্তির অপেক্ষায় থাকা ‘দ্য দিল্লি ফাইলস’-কে বদনাম করা যায়’।

আরও পড়ুন: Chetla Agrani Club: চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে আগুন

সম্প্রতি সুদীপ্ত সেন পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে প্রায় গোটা দেশেই চাপান-উতোর তৈরি হয়েছে। বাংলাতেও এই সিনেমা নিষিদ্ধ বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ছবিতে অসত্য এবং বিকৃত তথ্য তুলে ধরা হয়েছে। রাজ্যের শান্তি এবং শৃঙ্খলার জন্য বিপজ্জনক হতে পারে ওই ছবি। তাই সেটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।সাম্প্রতিক বিবৃতিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দ্য কাশ্মীর ফাইলস’ এবং সম্প্রতি প্রকাশিত ‘দ্য কেরালা স্টোরি’র মতো সিনেমাগুলি সমাজের একটি নির্দিষ্ট অংশকে হেনস্থা করার জন্য তৈরি করা হয়েছিল।

আরও পড়ুন: অযোগ্য চাকরিপ্রার্থীদের জন্য বিকল্প ব্যবস্থার পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায়ের

আরও পড়ুন: আদিবাসী ভাই-বোনেদের করম পুজোর শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়-এর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘কাশ্মীর ফাইলস’ নিয়ে অপমানসূচক মন্তব্যে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিশ পরিচালক বিবেক অগ্নিহোত্রীর

আপডেট : ৯ মে ২০২৩, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ‘কাশ্মীর ফাইলস’ নিয়ে অপমানসূচক মন্তব্যের অভিযোগ তুলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিশ পাঠালেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়, ‘দ্য কাশ্মীর ফাইলস’কে বিকৃত তথ্যের উপর ভিত্তি করে একটি চলচ্চিত্র বলে অভিহিত করেছিলেন। এর পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে আইনি নোটিশ পাঠালেন ‘কাশ্মীর ফাইলস’-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ট্যুইটারে এই আইনি নোটিশ পাঠানোর কথা নিজেই জানিয়েছেন পরিচালক।

নোটিশে দাবি করা হয়েছে যে, কাশ্মীর ফাইলস নিয়ে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন তা সত্যি নয়। এমনকী মুখ্যমন্ত্রীর কাছ থেকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন পরিচালক। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীকে সাংবাদিক সম্মেলন করে সেই মন্তব্য প্রত্যাহার করতে হবে। না হলে তাঁরা আইনি বন্দোবস্ত নেবেন বলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি চিঠি পাঠিয়েছেন। ওই আইনি নোটিশের কিছু স্ক্রিনশটও ট্যুইটারে পোস্ট করেছেন বিবেক। তাঁর বক্তব্য, ‘মিথ্যে দাবি এবং অপমানজনক মন্তব্যের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিশ পাঠানো হয়েছে। খারাপ উদ্দেশ্য নিয়েই এমন দাবি করা হয়েছে, যাতে আমাদের এবং আমাদের ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ এবং মুক্তির অপেক্ষায় থাকা ‘দ্য দিল্লি ফাইলস’-কে বদনাম করা যায়’।

আরও পড়ুন: Chetla Agrani Club: চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে আগুন

সম্প্রতি সুদীপ্ত সেন পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে প্রায় গোটা দেশেই চাপান-উতোর তৈরি হয়েছে। বাংলাতেও এই সিনেমা নিষিদ্ধ বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ছবিতে অসত্য এবং বিকৃত তথ্য তুলে ধরা হয়েছে। রাজ্যের শান্তি এবং শৃঙ্খলার জন্য বিপজ্জনক হতে পারে ওই ছবি। তাই সেটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।সাম্প্রতিক বিবৃতিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দ্য কাশ্মীর ফাইলস’ এবং সম্প্রতি প্রকাশিত ‘দ্য কেরালা স্টোরি’র মতো সিনেমাগুলি সমাজের একটি নির্দিষ্ট অংশকে হেনস্থা করার জন্য তৈরি করা হয়েছিল।

আরও পড়ুন: অযোগ্য চাকরিপ্রার্থীদের জন্য বিকল্প ব্যবস্থার পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায়ের

আরও পড়ুন: আদিবাসী ভাই-বোনেদের করম পুজোর শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়-এর