২৬ জায়গায় ড্রোন হামলার চেষ্টা পাকিস্তানের, জানাল ভারতীয় সেনাবাহিনী

- আপডেট : ১০ মে ২০২৫, শনিবার
- / 17
পুবের কলম ওয়েবডেস্ক: কাশ্মীর থেকে গুজরাত পর্যন্ত মোট ২৬টি এলাকায় ড্রোন লক্ষ্য করা গিয়েছে। তার মধ্যে ১৪টি জায়গা মূলত নিশানা করা হয়েছে। জম্মু, বারামুলা, শ্রীনগর, অবন্তীপোরা, নাগরোটা যেমন রয়েছে, তেমনই আছে পঞ্জাবের ফিরোজপুর, পাঠানকোট, ফাজিলকা এবং রাজস্থানের লালগড় জটান, জৈসলমের, বাড়মের, গুজরাতের ভুজ, কারবেট ও লাখিনালা।
ড্রোন হামলা প্রত্যাঘাত করছে ভারত। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ড্রোনগুলি সশস্ত্র বলে সন্দেহ করা হচ্ছে। যা সেনাবাহিনী ও সাধারণ মানুষের জন্য ভয়াবহ হতে পারত।
অন্য দিকে, ফিরোজপুরে বেসামরিক এলাকা লক্ষ্য করে যে ড্রোন হামলা করা হয়েছিল তাতে আহত হয়েছে এক পরিবারের ৩ জন সদস্য। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সূত্রের খবর, সেনাবাহিনী সতর্ক। চলছে কড়া নজরদারি। জারি করা হয়েছে সতর্কতা।