১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

চতুর্থ ঢেউ এর শঙ্কা! বুধবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভারচুয়াল বৈঠকে মোদি

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৫ এপ্রিল ২০২২, সোমবার
  • / 11

 

পুবের কলম ওয়েবডেস্কঃ দেশের কোভিড পরিস্থিতি ফের উদ্বেগ বাড়াচ্ছে। এবার কি তবে আছড়ে পড়তে চলেছে চতুর্থ ঢেউ। এই পরিস্থিতির মোকাবিলায় আগামী বুধবার দেশের সবকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভারচুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন: রাম সেতু দর্শন করতে পেরে ধন্য মোদি, ‘কৃতিত্ব নিতে এসেছেন’ কটাক্ষ সুব্রহ্মণ্যম স্বামীর

 

আরও পড়ুন: ট্রাম্পের আমন্ত্রণে আমেরিকা যাচ্ছেন মোদি

২৭ এপ্রিল দুপুর ১২টা নাগাদ মোদি ভিডিও কনফারেন্স করবেন। সব রাজ্যের কোভিড পরিস্থিতির খোঁজখবর নেবেন মুখ্যমন্ত্রীদের কাছে। তারপর আলোচনাক্রমে প্রয়োজনে ফের নতুন কোভিড গাইডলাইন তৈরি হবে।

আরও পড়ুন: জি-২০ সম্মেলনের আগে নেতা-মন্ত্রীদের শিক্ষার পাঠ দিলেন খোদ মোদি

 

উল্লেখ্য এর আগেও কোভিডের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ঢেউয়ের সময় সংক্রমণের হাল হকিকত বুঝতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারংবার ভারচুয়াল বৈঠক করেছেন মুখ্যমন্ত্রীদের সঙ্গে। বিভিন্ন রাজ্যেও গিয়েছে কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রকের বিশেষজ্ঞ দল।

রাজধানী দিল্লিতে করোনা সংক্রমণ লাফিয়ে বেড়েছে। গত কয়েকদিনে দৈনিক সংক্রমণ হাজার পেরিয়েছে। বেড়েছে অ্যাকটিভ কেস ও মৃত্যুর হার। এছাড়া বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে কোভিডে আক্রান্ত হয়েছেন শিক্ষক-পড়ুয়ারা।

এদিকে, পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ার কারণে ১ এপ্রিল থেকে দেশে সমস্ত কোভিডবিধি প্রত্যাহার করা হয়েছে। রাজ্যগুলির পরিস্থিতি বিবেচনা করে কোথাও কোনও বিধিনিষেধ জারি নেই। কিন্তু জুনে ফের চতুর্থ ঢেউ আছড়ে পড়ার সতর্কবার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা।

সব দিক বিবেচনা করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারচুয়াল বৈঠকের ডাক দিয়েছেন বলে মনে করা হচ্ছে।

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চতুর্থ ঢেউ এর শঙ্কা! বুধবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভারচুয়াল বৈঠকে মোদি

আপডেট : ২৫ এপ্রিল ২০২২, সোমবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ দেশের কোভিড পরিস্থিতি ফের উদ্বেগ বাড়াচ্ছে। এবার কি তবে আছড়ে পড়তে চলেছে চতুর্থ ঢেউ। এই পরিস্থিতির মোকাবিলায় আগামী বুধবার দেশের সবকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভারচুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন: রাম সেতু দর্শন করতে পেরে ধন্য মোদি, ‘কৃতিত্ব নিতে এসেছেন’ কটাক্ষ সুব্রহ্মণ্যম স্বামীর

 

আরও পড়ুন: ট্রাম্পের আমন্ত্রণে আমেরিকা যাচ্ছেন মোদি

২৭ এপ্রিল দুপুর ১২টা নাগাদ মোদি ভিডিও কনফারেন্স করবেন। সব রাজ্যের কোভিড পরিস্থিতির খোঁজখবর নেবেন মুখ্যমন্ত্রীদের কাছে। তারপর আলোচনাক্রমে প্রয়োজনে ফের নতুন কোভিড গাইডলাইন তৈরি হবে।

আরও পড়ুন: জি-২০ সম্মেলনের আগে নেতা-মন্ত্রীদের শিক্ষার পাঠ দিলেন খোদ মোদি

 

উল্লেখ্য এর আগেও কোভিডের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ঢেউয়ের সময় সংক্রমণের হাল হকিকত বুঝতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারংবার ভারচুয়াল বৈঠক করেছেন মুখ্যমন্ত্রীদের সঙ্গে। বিভিন্ন রাজ্যেও গিয়েছে কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রকের বিশেষজ্ঞ দল।

রাজধানী দিল্লিতে করোনা সংক্রমণ লাফিয়ে বেড়েছে। গত কয়েকদিনে দৈনিক সংক্রমণ হাজার পেরিয়েছে। বেড়েছে অ্যাকটিভ কেস ও মৃত্যুর হার। এছাড়া বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে কোভিডে আক্রান্ত হয়েছেন শিক্ষক-পড়ুয়ারা।

এদিকে, পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ার কারণে ১ এপ্রিল থেকে দেশে সমস্ত কোভিডবিধি প্রত্যাহার করা হয়েছে। রাজ্যগুলির পরিস্থিতি বিবেচনা করে কোথাও কোনও বিধিনিষেধ জারি নেই। কিন্তু জুনে ফের চতুর্থ ঢেউ আছড়ে পড়ার সতর্কবার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা।

সব দিক বিবেচনা করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারচুয়াল বৈঠকের ডাক দিয়েছেন বলে মনে করা হচ্ছে।