০১ ডিসেম্বর ২০২৫, সোমবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মুর্শিদাবাদে পানীয় জলের ট্যাঙ্ক সংস্কার করতে গিয়ে বিপত্তি, গ্যাস লিক করে অসুস্থ ১৯

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৬ মে ২০২২, সোমবার
  • / 75

ছবি-মিজানুর রহমান

জিশান আলি মিঞা, ডোমকল :   জলাধার সংস্কারের কাজ করতে গিয়ে গ্যাস সিলিন্ডার লিক করে অসুস্থ ১৯ জন এলাকাবাসী। মুর্শিদাবাদ পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে হঠাৎই তীব্র ঝাঁঝালো গন্ধ পান স্থানীয় বাসিন্দারা। তাদের মধ্যে অনেকেই অসুস্থ বোধ করেন। দেখা যায় শ্বাসকষ্টও।  তড়িঘড়ি তাদের লালবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। মোট ১৯ জন অসুস্থের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। ওই দুজনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছে। বাকিরা লালবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

তবে তীব্র ঝাঁঝালো গন্ধ কোথা থেকে আসছে তার উৎস খুঁজতে গিয়ে এলাকার বাসিন্দারা বুঝতে পারেন এলাকার পিএইচই,’র জলাধার সংস্কারের কাজ চলছে।     সেখান থেকেই ওই গ্যাস সিলিন্ডার লিক করে বলে জানা যায়। দমকল সূত্রে জানা গিয়েছে,  ওই এলাকায় জলাধার সংস্কারের জন্য কাজ চলাকালীন মাটি কাটার যন্ত্রের কোপ পড়ে সিলিন্ডারে, তখনই সিলিন্ডারের নব উড়ে যায়।

আরও পড়ুন: বাংলাদেশি তকমা দিয়ে দিল্লি থেকে তাড়ানো, মুর্শিদাবাদের বাড়ি ফিরেই হৃদরোগে মৃত্যু বাংলার শ্রমিক সন্তোষ দাসের

জানা গিয়েছে ওই সিলিন্ডারে ক্লোরিন গ্যাস ভর্তি ছিল, যা জল পরিস্রুত করার কাজে ব্যবহৃত হত। স্থানীয় বাসিন্দারা বলছেন, কিছুক্ষণের মধ্যেই পিএইচই’র ওই জলাধারের চারপাশের অনেক ধরনের গাছও ঝলসে গিয়েছে। আক্রান্ত হয়েছে অনেক পশু,পাখিও।

আরও পড়ুন: Migrant worker: অন্ধ্রপ্রদেশে গিয়ে রহস্যমৃত্যু মুর্শিদাবাদের বাঙালি পরিযায়ী শ্রমিকের

খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে।   বালি দিয়ে আপৎকালীন ভাবে গ্যাস লিক বন্ধ করার চেষ্টা করছেন তারা। দুর্ঘটনার খবর পেয়ে অসুস্থদের দেখতে যান সাংসদ আবু তাহের খান, বহরমপুর মুর্শিদাবাদ ইউনিটের জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী শাওনি সিংহ রায় প্রমুখ।

আরও পড়ুন: হাজারও মুসল্লির ঢল, উৎসবের আবহে ঈদ-উল-আযহা’র নামায সম্পন্ন লোহরপুর ঈদগাহ ময়দানে

ঘটনাস্থলে যান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, মহকুমাশাসক সহ প্রশাসনের পদস্থ কর্তারা। ঘটনাস্থলে পৌঁছন বিজ্ঞান মঞ্চের সদস্যরাও। ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। তবে বিকেল পর্যন্ত নতুন করে অসুস্থতার খবর মেলেনি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুর্শিদাবাদে পানীয় জলের ট্যাঙ্ক সংস্কার করতে গিয়ে বিপত্তি, গ্যাস লিক করে অসুস্থ ১৯

আপডেট : ১৬ মে ২০২২, সোমবার

জিশান আলি মিঞা, ডোমকল :   জলাধার সংস্কারের কাজ করতে গিয়ে গ্যাস সিলিন্ডার লিক করে অসুস্থ ১৯ জন এলাকাবাসী। মুর্শিদাবাদ পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে হঠাৎই তীব্র ঝাঁঝালো গন্ধ পান স্থানীয় বাসিন্দারা। তাদের মধ্যে অনেকেই অসুস্থ বোধ করেন। দেখা যায় শ্বাসকষ্টও।  তড়িঘড়ি তাদের লালবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। মোট ১৯ জন অসুস্থের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। ওই দুজনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছে। বাকিরা লালবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

তবে তীব্র ঝাঁঝালো গন্ধ কোথা থেকে আসছে তার উৎস খুঁজতে গিয়ে এলাকার বাসিন্দারা বুঝতে পারেন এলাকার পিএইচই,’র জলাধার সংস্কারের কাজ চলছে।     সেখান থেকেই ওই গ্যাস সিলিন্ডার লিক করে বলে জানা যায়। দমকল সূত্রে জানা গিয়েছে,  ওই এলাকায় জলাধার সংস্কারের জন্য কাজ চলাকালীন মাটি কাটার যন্ত্রের কোপ পড়ে সিলিন্ডারে, তখনই সিলিন্ডারের নব উড়ে যায়।

আরও পড়ুন: বাংলাদেশি তকমা দিয়ে দিল্লি থেকে তাড়ানো, মুর্শিদাবাদের বাড়ি ফিরেই হৃদরোগে মৃত্যু বাংলার শ্রমিক সন্তোষ দাসের

জানা গিয়েছে ওই সিলিন্ডারে ক্লোরিন গ্যাস ভর্তি ছিল, যা জল পরিস্রুত করার কাজে ব্যবহৃত হত। স্থানীয় বাসিন্দারা বলছেন, কিছুক্ষণের মধ্যেই পিএইচই’র ওই জলাধারের চারপাশের অনেক ধরনের গাছও ঝলসে গিয়েছে। আক্রান্ত হয়েছে অনেক পশু,পাখিও।

আরও পড়ুন: Migrant worker: অন্ধ্রপ্রদেশে গিয়ে রহস্যমৃত্যু মুর্শিদাবাদের বাঙালি পরিযায়ী শ্রমিকের

খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে।   বালি দিয়ে আপৎকালীন ভাবে গ্যাস লিক বন্ধ করার চেষ্টা করছেন তারা। দুর্ঘটনার খবর পেয়ে অসুস্থদের দেখতে যান সাংসদ আবু তাহের খান, বহরমপুর মুর্শিদাবাদ ইউনিটের জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী শাওনি সিংহ রায় প্রমুখ।

আরও পড়ুন: হাজারও মুসল্লির ঢল, উৎসবের আবহে ঈদ-উল-আযহা’র নামায সম্পন্ন লোহরপুর ঈদগাহ ময়দানে

ঘটনাস্থলে যান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, মহকুমাশাসক সহ প্রশাসনের পদস্থ কর্তারা। ঘটনাস্থলে পৌঁছন বিজ্ঞান মঞ্চের সদস্যরাও। ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। তবে বিকেল পর্যন্ত নতুন করে অসুস্থতার খবর মেলেনি।