ইসরাইলকে ‘মধ্যপ্রাচ্যের ক্যানসার’ বলল উত্তর কোরিয়া

- আপডেট : ২০ জুন ২০২৫, শুক্রবার
- / 172
পুবের কলম ওয়েবডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের উপর ইসরাইলের সামরিক হামলাকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ বলে তীব্র ভাষায় নিন্দা করল উত্তর কোরিয়া। বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ-র মাধ্যমে পিয়ংইয়ং জানায়, এই হামলার ফলে গোটা মধ্যপ্রাচ্য ভয়াবহ যুদ্ধের মুখে পড়তে পারে।
উত্তর কোরিয়ার বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র বলেন, ‘ইসরাইলের এই আগ্রাসন অত্যন্ত উদ্বেগজনক। আমরা এর কঠোর নিন্দা করছি। ইরানের বেসামরিক, পারমাণবিক ও জ্বালানি অবকাঠামোর উপর হামলা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। এই হামলায় সাধারণ মানুষের প্রাণহানি হয়েছে, যা ক্ষমার অযোগ্য মানবতাবিরোধী অপরাধ। এটি একপ্রকার রাষ্ট্রীয় সন্ত্রাস, যা গোটা অঞ্চলে যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে তুলেছে।’
পাশাপাশি, উত্তর কোরিয়া হুঁশিয়ারি দিয়েছে;আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলি যেন এই পরিস্থিতিতে নিজেদের হস্তক্ষেপ না বাড়ায়। মুখপাত্রের কথায়, ‘আজকের ভয়াবহ পরিস্থিতি প্রমাণ করে দিচ্ছে, আমেরিকা ও পশ্চিমা দেশগুলির আশীর্বাদেই ইসরাইল মধ্যপ্রাচ্যের শান্তির জন্য এক ‘ক্যানসারে’ পরিণত হয়েছে। তারাই এখন বিশ্বশান্তির প্রধান শত্রু।’
অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-ও ইরানের উপর ইসরাইলের হামলাকে রাষ্ট্রসংঘ সনদের লঙ্ঘন বলে অভিহিত করে নিন্দা জানিয়েছেন।
ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন, বৃহস্পতিবার পুতিন ও শি টেলিফোনে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ‘দুই নেতাই মনে করছেন ইসরাইলের সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক আইন ভেঙেছে। রাশিয়া ও চিনের বিশ্বাস, ইরান ইস্যুতে কোনও সামরিক সমাধান নেই।’