২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গুরুতর অসুস্থ লালু প্রসাদ যাদব! দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসা

চামেলি দাস
  • আপডেট : ২ এপ্রিল ২০২৫, বুধবার
  • / 165

পুবের কলম, ওয়েবডেস্ক:  রক্তে শর্করার মাত্রা বেড়ে গুরুতর অসুস্থ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। চিকিৎসাধীন আরজেডি সুপ্রিমো। যত দ্রুত সম্ভব তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছেন চিকিৎসকরা। দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসা হবে দেশের প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদবের।

আরও পড়ুন: কুণাল কামরাকে ফের সমন মুম্বই পুলিশের, এই নিয়ে ৩ বার সমন পাঠাল পুলিশ

আরও পড়ুন: বিহারের পূর্ণিয়ায় ডাইনি অপবাদে পুড়িয়ে হত্যা, প্রাণ গেল এক পরিবারের ৫ সদস্যের

আরজেডি সূত্রে খবর, বার্ধক্যজনিত সমস্যার পাশাপাশি দীর্ঘদিন ধরে সুগারের রোগে ভুগছিলেন তিনি। অসুস্থতার জন্য বহুবার হাসপাতালে ভর্তিও হতে হয়েছে তাঁকে।শরীরে আঘাত লাগার কারণে ক্ষত তৈরি হয়েছে লালুপ্রসাদের। সুগার থাকায় তা কিছুতেই সারছিল না। গত দু’দিন ধরে লালু প্রসাদ অসুস্থ বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। বিহারে রাবড়ি আবাসেই চিকিৎসা চলছিল আরজেডি সুপ্রিমোর। তবে শারীরিক অবস্থার কোনও উন্নতি না হওয়ায় তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

আরও পড়ুন: ‘ভোটবন্দি’! বিহার ভোটের আগে নির্বাচন কমিশনের পদক্ষেপকে তীব্র আক্রমণ বিরোধীদের

উল্লেখ্য, ২০১৪ সালে প্রথমবার বড় অস্ত্রোপচার হয় লালু প্রসাদ যাদবের। তখন হার্ট সার্জারি হয়েছিল লালু প্রসাদের। এরপর সেভাবে বড় কোনও সমস্যা ছিল না। ২০২২ সালে কিডনির অসুখ ধরা পড়ে তাঁর। ২০২২ সালে সিঙ্গাপুরে কিডনি ট্রান্সফার করা হয়েছিল আরজেডি সুপ্রিমোর। কন্যা রোহিণী নিজের কিডনি বাবাকে দেন। এর পর থেকে সুস্থই ছিলেন তিনি। এবার সুগারের সমস্যায় কাবু হলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর অসুস্থতার খবরে পরিবারের পাশাপাশি উদ্বিগ্ন লালুর সমর্থকরা।  সুস্থতা কামনা করে প্রার্থনা শুরু করেছেন লালুভক্তরা।

আরও পড়ুন: এইমসকে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিল্লি হাইকোর্টের, এনডিএ প্রার্থীর অযোগ্যতা সম্পর্কিত বিষয় নিয়ে মতামত জানাতে তৈরি বোর্ড

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গুরুতর অসুস্থ লালু প্রসাদ যাদব! দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসা

আপডেট : ২ এপ্রিল ২০২৫, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  রক্তে শর্করার মাত্রা বেড়ে গুরুতর অসুস্থ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। চিকিৎসাধীন আরজেডি সুপ্রিমো। যত দ্রুত সম্ভব তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছেন চিকিৎসকরা। দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসা হবে দেশের প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদবের।

আরও পড়ুন: কুণাল কামরাকে ফের সমন মুম্বই পুলিশের, এই নিয়ে ৩ বার সমন পাঠাল পুলিশ

আরও পড়ুন: বিহারের পূর্ণিয়ায় ডাইনি অপবাদে পুড়িয়ে হত্যা, প্রাণ গেল এক পরিবারের ৫ সদস্যের

আরজেডি সূত্রে খবর, বার্ধক্যজনিত সমস্যার পাশাপাশি দীর্ঘদিন ধরে সুগারের রোগে ভুগছিলেন তিনি। অসুস্থতার জন্য বহুবার হাসপাতালে ভর্তিও হতে হয়েছে তাঁকে।শরীরে আঘাত লাগার কারণে ক্ষত তৈরি হয়েছে লালুপ্রসাদের। সুগার থাকায় তা কিছুতেই সারছিল না। গত দু’দিন ধরে লালু প্রসাদ অসুস্থ বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। বিহারে রাবড়ি আবাসেই চিকিৎসা চলছিল আরজেডি সুপ্রিমোর। তবে শারীরিক অবস্থার কোনও উন্নতি না হওয়ায় তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

আরও পড়ুন: ‘ভোটবন্দি’! বিহার ভোটের আগে নির্বাচন কমিশনের পদক্ষেপকে তীব্র আক্রমণ বিরোধীদের

উল্লেখ্য, ২০১৪ সালে প্রথমবার বড় অস্ত্রোপচার হয় লালু প্রসাদ যাদবের। তখন হার্ট সার্জারি হয়েছিল লালু প্রসাদের। এরপর সেভাবে বড় কোনও সমস্যা ছিল না। ২০২২ সালে কিডনির অসুখ ধরা পড়ে তাঁর। ২০২২ সালে সিঙ্গাপুরে কিডনি ট্রান্সফার করা হয়েছিল আরজেডি সুপ্রিমোর। কন্যা রোহিণী নিজের কিডনি বাবাকে দেন। এর পর থেকে সুস্থই ছিলেন তিনি। এবার সুগারের সমস্যায় কাবু হলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর অসুস্থতার খবরে পরিবারের পাশাপাশি উদ্বিগ্ন লালুর সমর্থকরা।  সুস্থতা কামনা করে প্রার্থনা শুরু করেছেন লালুভক্তরা।

আরও পড়ুন: এইমসকে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিল্লি হাইকোর্টের, এনডিএ প্রার্থীর অযোগ্যতা সম্পর্কিত বিষয় নিয়ে মতামত জানাতে তৈরি বোর্ড