নয়াদিল্লি, ১২ ডিসেম্বর: দেশের প্রথম প্রধানমন্ত্রী নেহরুর বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানান শাহ-মোদি। সোমবার ৩৭০ প্রত্যাহারের কেন্দ্রীয় সিদ্ধান্তে আস্থা প্রদর্শন করে সুপ্রিম কোর্ট। তা নিয়ে সংসদে ফের কংগ্রেসকে নিশানা করে সুর চড়িয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কাশ্মীর সমস্যার জন্য নেহরুরকে ফের একবার দাঁড় করিয়েছিলেন কাঠগড়ায়। এই মন্তব্যের কয়েক ঘণ্টা যেতে না যেতে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করলেন রাহুল গান্ধি। রাহুল বলেন, জওহরলাল নেহরু ভারতের জন্য জীবন দিয়েছেন। স্বাধীনতা আন্দোলনের সময় বছরের পর বছর জেল খেটেছেন। অমিত শাহ ইতিহাসই জানেন না বলে কটাক্ষ করেন। রাহুলের মতে, জনগণকে বিভ্রান্ত করার জন্যই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জওহরলাল বিরোধী মন্তব্য করেছেন।
কিছুদিন আগে কাশ্মীর নিয়ে জহরলাল নেহরুকে কেন্দ্র করে কিছু বক্তব্য দিয়েছিলেন অমিত শাহ। যেখানে তিনি জানিয়েছিলেন যে জহরলাল নেহেরু কাশ্মীর নিয়ে ২ টি ভুল করেছেন। প্রথমটি হল পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় যুদ্ধবিরতি করা এবং কাশ্মীর ইস্যুকে রাষ্ট্রসঙ্ঘে নিয়ে যাওয়া। এবং দ্বিতীয়টি নিজে জহরলাল নেহেরু স্বীকার করেছেন বলে জানান তিনি। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই এবার পাল্টা মন্তব্য করলেন রাহুল গান্ধি।





























