২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নাইজেরিয়ায়  পেট্রোল ট্যাঙ্কার বিস্ফোরণ,  নিহত কমপক্ষে ১২

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১২ নভেম্বর ২০২২, শনিবার
  • / 52

 

 

আরও পড়ুন: নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ১০০

 

আরও পড়ুন: নাইজেরিয়ায় ভয়াবহ বন্যা, মৃত ১৫০-র বেশি

পুবের কলম ওয়েবডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় পেট্রোল ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত হলেন কমপক্ষে  ১২ জন।  এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

আরও পড়ুন: সশস্ত্র গোষ্ঠীর হামলায় মৃত শতাধিক, সমালোচনার মুখে নাইজেরিয়ান সরকার

 

নাইজেরিয়ার পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশের এক মুখপাত্র বলেছেন, গত শুক্রবার  রাতে কোগি প্রদেশের ওফু কাউন্সিল এলাকার মূল সড়কে ট্যাঙ্কারটি চলছিল। হঠাৎ এর ব্রেকে ত্রুটি দেখা দেয়। পরে হাইওয়েতে  একটি গাড়ির সঙ্গে ট্যাঙ্কারটির সংঘর্ষ হয়।কোগি পুলিশ কমান্ডের উইলিয়াম ওভি আয়া জানান, আগুন লাগার পরও ট্যাঙ্কারটি চলছিল। এ সময় অন্য কয়েকটি গাড়িকে চাপা দেয় সেটি। এ ঘটনায় নিহতরা সবাই আগুনে পুড়ে যান।

নাইজেরিয়ার ফেডারেল রোড সেফটি কর্পস’র বিসি কাজিম বলেছেন, দুর্ঘটনায় আহতদের হাসপাতালে  ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। দেহগুলি  শনাক্ত করার কাজ শুরু হয়েছে । কোগি কর্তৃপক্ষ এ দুর্ঘটনার তদন্ত করছে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নাইজেরিয়ায়  পেট্রোল ট্যাঙ্কার বিস্ফোরণ,  নিহত কমপক্ষে ১২

আপডেট : ১২ নভেম্বর ২০২২, শনিবার

 

 

আরও পড়ুন: নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ১০০

 

আরও পড়ুন: নাইজেরিয়ায় ভয়াবহ বন্যা, মৃত ১৫০-র বেশি

পুবের কলম ওয়েবডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় পেট্রোল ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত হলেন কমপক্ষে  ১২ জন।  এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

আরও পড়ুন: সশস্ত্র গোষ্ঠীর হামলায় মৃত শতাধিক, সমালোচনার মুখে নাইজেরিয়ান সরকার

 

নাইজেরিয়ার পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশের এক মুখপাত্র বলেছেন, গত শুক্রবার  রাতে কোগি প্রদেশের ওফু কাউন্সিল এলাকার মূল সড়কে ট্যাঙ্কারটি চলছিল। হঠাৎ এর ব্রেকে ত্রুটি দেখা দেয়। পরে হাইওয়েতে  একটি গাড়ির সঙ্গে ট্যাঙ্কারটির সংঘর্ষ হয়।কোগি পুলিশ কমান্ডের উইলিয়াম ওভি আয়া জানান, আগুন লাগার পরও ট্যাঙ্কারটি চলছিল। এ সময় অন্য কয়েকটি গাড়িকে চাপা দেয় সেটি। এ ঘটনায় নিহতরা সবাই আগুনে পুড়ে যান।

নাইজেরিয়ার ফেডারেল রোড সেফটি কর্পস’র বিসি কাজিম বলেছেন, দুর্ঘটনায় আহতদের হাসপাতালে  ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। দেহগুলি  শনাক্ত করার কাজ শুরু হয়েছে । কোগি কর্তৃপক্ষ এ দুর্ঘটনার তদন্ত করছে।