০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
মসজিদে শুকরের মাংস, ধৃত মৃদুপবন পাঠক

ইমামা খাতুন
- আপডেট : ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
- / 131
গুয়াহাটি, ১০ জুলাই: গুয়াহাটির এক মসজিদে শুকরের মাংস রাখার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে অসম পুলিশ। মৃদুপবন পাঠক নামের ওই যুবক পাঞ্চাবাড়ির মসজিদে শূকরের মাংস রাখার অভিযোগে অভিযুক্ত।
গত শনিবার রাতে গুয়াহাটির ঈদগাহ মসজিদে এই শূকরের মাংস রাখার ঘটনা ঘটে। এরফলে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এরপর মসজিদ কর্তৃপক্ষ পুলিশে অভিযোগ দায়ের করেন।
এমনিতেই মন্দির-নাম ঘরের সামনে গোমাংস রাখার ঘটনায় উত্তপ্ত হয়ে আছে অসম। তারমধ্যে মসজিদে শূকরের মাংস-সহ ব্যাগ মিলতে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বিরোধীরা এর জন্য শাসক দলের দ্বারা সাম্প্রদায়িক হাঙ্গামা বাধাবার ছক বলে অভিযোগ তুলেছে।
মন্দিরের সামনে গোমাংস পাওয়ার পর স্বয়ং মুখ্যমন্ত্রী হিমন্ত হিশ্ব শর্মা উস্কানি দিয়ে বলেছিলেন, এরপর হয়তো মসজিদে শূকরের মাংস ফেলা হবে। সেটাই ঘটেছিল। ধৃত খুবকের বিরুদ্ধে প্রশাসন কি ধরনের ব্যবস্থা নেওয়া সেটাই দেখার।