১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সাইবেরিয়ায় গোপন বাঙ্কারে নিজের পরিবার কে সরিয়ে দিয়েছেন পুতিন, চাঞ্চল্যকর দাবি রুশ অধ্যাপকের

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২ মার্চ ২০২২, বুধবার
  • / 64

 

পুবের কলম ওয়েবডেস্কঃ ইউক্রেন আক্রমণ করার আগেই নিজের পরিবার কে সাইবেরিয়ায় এক সুরক্ষিত বাঙ্কারে সরিয়ে দিয়েছেন পুতিন। এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন এক রুশ অধ্যাপক।

আরও পড়ুন: নরেন্দ্র মোদি, শি জিনপিং, ভ্লাদিমির পুতিন ও কিম জং উন-এর নতুন রাজনৈতিক সমীকরণ

আলতাই পর্বতমালার কাছে সাইবেরিয়া তে উচ্চপ্রযুক্তি সম্পন্ন বিলাসবহুল এক বাঙ্কারে রয়েছেন রুশ প্রেসিডেন্টের পরিবার। রাশিয়ারই রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ভ্যালেরি সলোভের এমন দাবি করেছেন।
কট্টর পুতিন বিরোধী বলেই পরিচিত অধ্যাপক সলোভে।

আরও পড়ুন: ইউক্রেনে অভিযান চলবে, ঘোষণা ভ্লাদিমির পুতিনের

বিলাসবহুল যে বাঙ্কারে পুতিনের পরিবারকে রাখা হয়েছে, সেটি পরমাণু হামলা থেকে সুরক্ষিত। অর্থাৎ যদি পরমাণু হামলা হয় তবে ওই বাঙ্কারের ক্ষতির কোনও সম্ভাবনা নেই বলেই তিনি দাবি করেছেন।

আরও পড়ুন: আন্তর্জাতিক আদালতে পুতিনের বিচার করার দাবি জানালেন বাইডেন

কিন্তু হটাৎ করে এই চাঞ্চল্যকর দাবি কেন করলেন ওই রুশ অধ্যাপক? পুতিনের শারীরিক ও মানসিক সমস্যা নতুন এর আগেও নানা মন্তব্য করেছেন ভ্যালেরি। তিনি বলেছিলেন গোপনে পুতিন নিজের মানসিক ও শারীরিক নানা সমস্যার চিকিৎসা করাচ্ছেন।

মস্কোর আন্তর্জাতিক সম্পর্কের ইনস্টিটিউট (এমজিআইএমও)-এর প্রাক্তন অধ্যাপক ভ্যালেরি সালোভে। যে ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিতে আসেন ভষিষ্যতের সরকারি গুপ্তচর এবং শীর্ষ কূটনীতিকরা। পুতিনের শারীরিক সমস্যা সংক্রান্ত মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। কয়েক মাস আগে অধ্যাপকের বাড়িতে তল্লাশিও চালানো হয়। সোশ্যাল মিডিয়াতেও একাধিক ভিডিওতে একই দাবি করেছেন ওই রুশ অধ্যাপক।

 

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সাইবেরিয়ায় গোপন বাঙ্কারে নিজের পরিবার কে সরিয়ে দিয়েছেন পুতিন, চাঞ্চল্যকর দাবি রুশ অধ্যাপকের

আপডেট : ২ মার্চ ২০২২, বুধবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ ইউক্রেন আক্রমণ করার আগেই নিজের পরিবার কে সাইবেরিয়ায় এক সুরক্ষিত বাঙ্কারে সরিয়ে দিয়েছেন পুতিন। এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন এক রুশ অধ্যাপক।

আরও পড়ুন: নরেন্দ্র মোদি, শি জিনপিং, ভ্লাদিমির পুতিন ও কিম জং উন-এর নতুন রাজনৈতিক সমীকরণ

আলতাই পর্বতমালার কাছে সাইবেরিয়া তে উচ্চপ্রযুক্তি সম্পন্ন বিলাসবহুল এক বাঙ্কারে রয়েছেন রুশ প্রেসিডেন্টের পরিবার। রাশিয়ারই রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ভ্যালেরি সলোভের এমন দাবি করেছেন।
কট্টর পুতিন বিরোধী বলেই পরিচিত অধ্যাপক সলোভে।

আরও পড়ুন: ইউক্রেনে অভিযান চলবে, ঘোষণা ভ্লাদিমির পুতিনের

বিলাসবহুল যে বাঙ্কারে পুতিনের পরিবারকে রাখা হয়েছে, সেটি পরমাণু হামলা থেকে সুরক্ষিত। অর্থাৎ যদি পরমাণু হামলা হয় তবে ওই বাঙ্কারের ক্ষতির কোনও সম্ভাবনা নেই বলেই তিনি দাবি করেছেন।

আরও পড়ুন: আন্তর্জাতিক আদালতে পুতিনের বিচার করার দাবি জানালেন বাইডেন

কিন্তু হটাৎ করে এই চাঞ্চল্যকর দাবি কেন করলেন ওই রুশ অধ্যাপক? পুতিনের শারীরিক ও মানসিক সমস্যা নতুন এর আগেও নানা মন্তব্য করেছেন ভ্যালেরি। তিনি বলেছিলেন গোপনে পুতিন নিজের মানসিক ও শারীরিক নানা সমস্যার চিকিৎসা করাচ্ছেন।

মস্কোর আন্তর্জাতিক সম্পর্কের ইনস্টিটিউট (এমজিআইএমও)-এর প্রাক্তন অধ্যাপক ভ্যালেরি সালোভে। যে ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিতে আসেন ভষিষ্যতের সরকারি গুপ্তচর এবং শীর্ষ কূটনীতিকরা। পুতিনের শারীরিক সমস্যা সংক্রান্ত মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। কয়েক মাস আগে অধ্যাপকের বাড়িতে তল্লাশিও চালানো হয়। সোশ্যাল মিডিয়াতেও একাধিক ভিডিওতে একই দাবি করেছেন ওই রুশ অধ্যাপক।