০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

এবার ইসলাম গ্রহণ এক গ্রিক তরুণীর

ইমামা খাতুন
  • আপডেট : ১ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 49

 পুবের কলম ডিজিটালঃ বিশ্বের নানা প্রান্তে বসবাসকারী ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে  দিন দিন ইসলামের প্রতি ভালোবাসা ও আগ্রহ বাড়ছে। এরই পরিপ্রেক্ষিতে প্রতিদিনই  শোনা যাচ্ছে কারো না কারোর ইসলামের ছায়াতলে আসার খবর।

 

আরও পড়ুন: বাক্-স্বাধীনতা থাকলেই ধর্মীয় ভাবাবেগে আঘাত করা যায় না– শর্মিষ্ঠার অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ

এবার সে তালিকায় যুক্ত হলেন এক গ্রিক তরুণী। গত সপ্তাহের মাঝামাঝিতে  তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ চানাক্কালের দারুল ইফতায় একটি ঘরোয়া  অনুষ্ঠানে ইসলাম গ্রহণ করেন তিনি।

আরও পড়ুন: মদ খেয়ে ইভটিজিং, পানাগড়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু চন্দনগরের তরুণীর

 

আরও পড়ুন: ইসলামের দাওয়াত সবার জন্য

ওই গ্রিক তরুণীর নাম এমিলিয়া সিরাকো। চানাক্কালের সহকারী মুফতি শায়খ  মুহাম্মদ আলির কাছে কালিমায়ে শাহাদাত পাঠ করে আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ  করেন তিনি।

 

ওই অনুষ্ঠানে শায়খ মুহাম্মদ আলি এমিলিয়া সিরাকোকে উষ্ণ অভ্যর্থনা জানান  এবং তাকে ইসলামের মৌলিক শিক্ষা তুলে ধরেন। একইসাথে জীবনে তা  বাস্তবায়নের জন্য গুরুত্বারোপ করেন মুহাম্মদ আলি। অনুষ্ঠান শেষে এমিলিয়াকে  জর্মান ভাষার একটি পবিত্র কুরআনের প্রতিলিপি, একটি তাফসির ও ইসলামি ফিকহের একটি গ্রন্থ উপহার দেওয়া হয়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার ইসলাম গ্রহণ এক গ্রিক তরুণীর

আপডেট : ১ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার

 পুবের কলম ডিজিটালঃ বিশ্বের নানা প্রান্তে বসবাসকারী ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে  দিন দিন ইসলামের প্রতি ভালোবাসা ও আগ্রহ বাড়ছে। এরই পরিপ্রেক্ষিতে প্রতিদিনই  শোনা যাচ্ছে কারো না কারোর ইসলামের ছায়াতলে আসার খবর।

 

আরও পড়ুন: বাক্-স্বাধীনতা থাকলেই ধর্মীয় ভাবাবেগে আঘাত করা যায় না– শর্মিষ্ঠার অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ

এবার সে তালিকায় যুক্ত হলেন এক গ্রিক তরুণী। গত সপ্তাহের মাঝামাঝিতে  তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ চানাক্কালের দারুল ইফতায় একটি ঘরোয়া  অনুষ্ঠানে ইসলাম গ্রহণ করেন তিনি।

আরও পড়ুন: মদ খেয়ে ইভটিজিং, পানাগড়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু চন্দনগরের তরুণীর

 

আরও পড়ুন: ইসলামের দাওয়াত সবার জন্য

ওই গ্রিক তরুণীর নাম এমিলিয়া সিরাকো। চানাক্কালের সহকারী মুফতি শায়খ  মুহাম্মদ আলির কাছে কালিমায়ে শাহাদাত পাঠ করে আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ  করেন তিনি।

 

ওই অনুষ্ঠানে শায়খ মুহাম্মদ আলি এমিলিয়া সিরাকোকে উষ্ণ অভ্যর্থনা জানান  এবং তাকে ইসলামের মৌলিক শিক্ষা তুলে ধরেন। একইসাথে জীবনে তা  বাস্তবায়নের জন্য গুরুত্বারোপ করেন মুহাম্মদ আলি। অনুষ্ঠান শেষে এমিলিয়াকে  জর্মান ভাষার একটি পবিত্র কুরআনের প্রতিলিপি, একটি তাফসির ও ইসলামি ফিকহের একটি গ্রন্থ উপহার দেওয়া হয়।