এবার কোকাকোলা কিনতে চেয়ে ট্যুইট ইলন মাস্কের! তোলপাড় গোটা বিশ্ব

- আপডেট : ২৮ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার
- / 8
পুবের কলম, ওয়েবডেস্ক: ফের খবরের শিরোনামে ইলন মাস্ক। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ধনকুবের ইলন মাস্কের সঙ্গে ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ট্যুইটার কেনার চুক্তি হয়েছে । এবার ইলনের ইচ্ছে ট্যুইট করে জানিয়েছেন তিনি। ট্যুইট করে তিনি লেখেন, যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কোম্পানি কোকাকোলা কিনে নিতে চান।’
আজ বৃহস্পতিবার ইলনের এই ট্যুইট ফের সাড়া ফেলেছে গোটা বিশ্বে। কোকাকোলা কিনতে চেয়ে ইলন মাস্কের করা টুইটটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তাতে প্রতিক্রিয়া জানিয়েছেন ১৭ লাখের বেশি মানুষ। সেখানে অনেক মন্তব্য পড়েছে। ইলন মাস্কের ট্যুইটার নিজেদের ট্যুইটার হ্যান্ডলে শেয়ার করেছেন অনেকে। অনুসারীদের কারও কারও মন্তব্যের উত্তর দিয়েছেন ইলন মাস্ক। তবে এবার কিন্তু কোকাকোলা কিনতে ইলন মাস্কের আগ্রহের চেয়ে তিনি কেন বহুজাতিক এই পানীয় কোম্পানিটি কিনে নিতে চাইছেন, সেটা নিয়ে মানুষ আলোচনা করছেন বেশি।
😂😂😂😂 pic.twitter.com/TOd05srbpo
— ABsulley (@TheEsperance) April 28, 2022
ইলন মাস্ক ওই ট্যুইটে বলেন, তিনি কোকাকোলা কিনতে চান, কারণ, কোকাকোলায় পুনরায় কোকেইন ফিরিয়ে আনতে চান তিনি। ইলন মাস্কের এ কথা নিয়ে ইতিমধ্যে হইচই পড়ে গেছে।
কারণ, এমন গুঞ্জন আছে যে কোকাকোলায় কোকেইন ব্যবহার করা হত। কিন্তু ইন্টারনেট ও অনলাইন মাধ্যমে এমন গুজব উঠলেও এর কোনও প্রমাণ পাওয়া যায়নি। অপ্রমাণিত এমন একটি বিষয়কে সামনে তুলে আনার কারণে অনেকে অবশ্য ইলন মাস্কের ওই ট্যুইট নিয়ে সমালোচনাও করেন।
ইলন মাস্কের ট্যুইট নিয়ে একটি কৌতুক থাকলেও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কাছে প্রশ্ন উঠেছে। কারণ ২০১৭ সালে মাস্ক একবার হঠাৎ করে ট্যুইট করে সেখানে লিখেছিলেন, ট্যুইটারের দাম কী হবে। এবং ৫ বছরের নিচে, তিনি কোম্পানির ১০০ শতাংশ শেয়ার কেনার প্রস্তাব করেছেন।